দিন যত গড়াচ্ছে ততই হারিয়ে যাচ্ছে পুরানো ঐতিহ্য। সভ্যতার উন্নতিতে এবং ইন্টারনেটের যুগে হারিয়ে গিয়েছে গ্রামোফোন, টেপ রেকর্ডার, টেপ ক্যাসেট কিংবা সিডি। এককালে মান্না দে, হেমন্ত মুখোপাধ্যায়, আশা ভোঁসলে কিংবা বাপি লাহিড়ীর গান শুনতেন সকলে। তবে এই সকল কিংবদন্তির মৃত্যুর পর অনেকেই ভুলতে বসেছে তাদের। তাই পশ্চিম মেদিনীপুরের রেল শহর খড়গপুরের কৌশল্যা শারদ সম্মিলনী দুর্গোৎসব সমিতির ২৮ বছরে এই সমস্ত বিখ্যাত ব্যক্তিত্ব এবং পুরানো দিনের হারিয়ে যাওয়া নানান জিনিস দিয়ে থিমের আকারের সাজিয়ে তোলা হচ্ছে পুজো মণ্ডপে।
advertisement
প্রসঙ্গত বর্তমান যুব প্রজন্ম জানে না পুরানো দিনের একাধিক খেলাধুলা, বিখ্যাত সঙ্গীত শিল্পী অথবা অভিনেতা-অভিনেত্রীদের। কিংবা এককালে গান শোনার জন্য ব্যবহৃত নানান জিনিস, ফিতা ক্যাসেট থেকে রেডিও। এবার যুব প্রজন্মের কাছে সেই ধারণা দিতে এবং বয়স্কদের তাদের পুরানো দিনে ফিরিয়ে নিয়ে যেতে এই বিশেষ আয়োজন ক্লাব কর্তৃপক্ষের। ইতিমধ্যেই পুজো মণ্ডপের সাজসজ্জার কাজ জোরকদমে চালাচ্ছেন শিল্পীরা। মণ্ডপে থার্মোকল দিয়ে তৈরি করা হয়েছে রেডিও, তৈরি করা হয়েছে গ্রামোফোনের প্রতিলিপি।
স্বাভাবিকভাবে খড়গপুরের এই মণ্ডপে এলে নস্টালজিক হয়ে পড়বেন আপনিও। ইতিহাস ও ঐতিহ্যকে ফুটিয়ে তোলা হয়েছে এবারে পুজো মণ্ডপে। বেশ কয়েক লক্ষ টাকা ব্যয় তৈরি করা এই মণ্ডপ বেশ আকর্ষণীয় হবে সকলের কাছে।