TRENDING:

দুর্গাপুজোয় অতীতের মুখোমুখি! 'এই' মণ্ডপের অন্দরমহল জুড়ে শুধুই নস্টালজিয়া, পুরনো সেই দিন 'ফিরে দেখা'

Last Updated:

Durga Puja 2025: দুর্গাপুজোয় পুরনো সময়ে 'ফিরে দেখা'। পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের কৌশল্যা শারদ সম্মিলনী দুর্গোৎসব সমিতির ২৮ বছরে সমস্ত বিখ্যাত ব্যক্তিত্ব এবং পুরানো দিনের হারিয়ে যাওয়া নানান জিনিস দিয়ে থিমের আকারে সাজিয়ে তোলা হচ্ছে পুজো মণ্ডপে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
খড়গপুর, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: পুজো দেখতে গেলে ফিরে যেতে পারবেন আপনার ছোটবেলায়। নজরে আসবে গ্রামোফোন, রেডিও, টেপ ক্যাসেট কিংবা সিডি। অথবা দেখতে পাবেন আপনার ছেলেবেলার বিভিন্ন খেলনা অথবা সত্তর, আশি কিংবা নব্বই দশকের একাধিক বিখ্যাত সংগীত শিল্পী অথবা সিনেমা জগতের মানুষদের ছবি। অতীতকে ফিরে দেখার জন্য এবং বর্তমান যুব প্রজন্মের কাছে অতীতের হারিয়ে যাওয়া নানান জিনিসের বর্ণনা দিতে এক অভিনব থিমে গোটা মণ্ডপকে সাজিয়ে তুলছে রেল শহর খড়গপুরের একটি ক্লাব। কৌশল্যার একটি ক্লাবের ২৮’তম বর্ষে এবারের দুর্গাপুজোর থিম ‘ফিরে দেখা’।
advertisement

দিন যত গড়াচ্ছে ততই হারিয়ে যাচ্ছে পুরানো ঐতিহ্য। সভ্যতার উন্নতিতে এবং ইন্টারনেটের যুগে হারিয়ে গিয়েছে গ্রামোফোন, টেপ রেকর্ডার, টেপ ক্যাসেট কিংবা সিডি। এককালে মান্না দে, হেমন্ত মুখোপাধ্যায়, আশা ভোঁসলে কিংবা বাপি লাহিড়ীর গান শুনতেন সকলে। তবে এই সকল কিংবদন্তির মৃত্যুর পর অনেকেই ভুলতে বসেছে তাদের। তাই পশ্চিম মেদিনীপুরের রেল শহর খড়গপুরের কৌশল্যা শারদ সম্মিলনী দুর্গোৎসব সমিতির ২৮ বছরে এই সমস্ত বিখ্যাত ব্যক্তিত্ব এবং পুরানো দিনের হারিয়ে যাওয়া নানান জিনিস দিয়ে থিমের আকারের সাজিয়ে তোলা হচ্ছে পুজো মণ্ডপে।

advertisement

আরও পড়ুনঃ ঠাকুর দেখতে বেরিয়ে আর সমস্যা নয়! হাতের মুঠোয় গাইড ম্যাপ থেকে টেলিফোন ডাইরেক্টরি! মহিলাদের জন্য চালু বিশেষ হেল্পলাইন নম্বর

প্রসঙ্গত বর্তমান যুব প্রজন্ম জানে না পুরানো দিনের একাধিক খেলাধুলা, বিখ্যাত সঙ্গীত শিল্পী অথবা অভিনেতা-অভিনেত্রীদের। কিংবা এককালে গান শোনার জন্য ব্যবহৃত নানান জিনিস, ফিতা ক্যাসেট থেকে রেডিও। এবার যুব প্রজন্মের কাছে সেই ধারণা দিতে এবং বয়স্কদের তাদের পুরানো দিনে ফিরিয়ে নিয়ে যেতে এই বিশেষ আয়োজন ক্লাব কর্তৃপক্ষের। ইতিমধ্যেই পুজো মণ্ডপের সাজসজ্জার কাজ জোরকদমে চালাচ্ছেন শিল্পীরা। মণ্ডপে থার্মোকল দিয়ে তৈরি করা হয়েছে রেডিও, তৈরি করা হয়েছে গ্রামোফোনের প্রতিলিপি।

advertisement

View More

আরও পড়ুনঃ শুধু কি আর বন্যা, দুর্গাপুজোতেও নজির ঘাটালে! রাজ্যবাসীর জন্য ‘বড়’ চমক, দেখুন গগনচুম্বী উমার ফার্স্ট লুক

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

স্বাভাবিকভাবে খড়গপুরের এই মণ্ডপে এলে নস্টালজিক হয়ে পড়বেন আপনিও। ইতিহাস ও ঐতিহ্যকে ফুটিয়ে তোলা হয়েছে এবারে পুজো মণ্ডপে। বেশ কয়েক লক্ষ টাকা ব্যয় তৈরি করা এই মণ্ডপ বেশ আকর্ষণীয় হবে সকলের কাছে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
দুর্গাপুজোয় অতীতের মুখোমুখি! 'এই' মণ্ডপের অন্দরমহল জুড়ে শুধুই নস্টালজিয়া, পুরনো সেই দিন 'ফিরে দেখা'
Open in App
হোম
খবর
ফটো
লোকাল