72 Feet Durga Idol: শুধু কি আর বন্যা, দুর্গাপুজোতেও নজির ঘাটালে! রাজ্যবাসীর জন্য 'বড়' চমক, দেখুন গগনচুম্বী উমার ফার্স্ট লুক

Last Updated:

72 Feet Durga Idol: ঘাটালে এবার ৭২ ফুটের দুর্গা। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থানার গোবিন্দপুরবাসীর উদ্যোগে সতেরো নম্বর ওয়ার্ডে এবছরে প্রতিমাতে নজির। প্রায় চব্বিশ লক্ষ টাকার ব‍াজেট। ইতিমধ‍্যেই ঘাটালের ৭২ ফুট দুর্গার কথা সোশ‍্যাল মিডিয়ায় ভাইরাল।

+
ঘাটালে

ঘাটালে এবার ৭২ ফুটের দুর্গা

ঘাটাল, পশ্চিম মেদিনীপুর, মিজানুর রহমান: বড় দুর্গাই এবছর ঘাটাল নজির গড়তে চলেছে। ঘাটাল জুড়ে এদিক ওদিকে নানান সব থিমের ছবি ফুটিয়ে তুলছেন মণ্ডপ শিল্পীরা। যত সময় যাচ্ছে তত স্পষ্ট হচ্ছে সেই ছবি। তবে আজকের প্রতিবেদনে এক অভাবনীয় থিমের উল্লেখ থাকছে। গোবিন্দপুর গ্রামবাসীবৃন্দের পরিচালনায় সর্বজনীন দুর্গাৎসবে এবছর তৈরি হচ্ছে সবচেয়ে বড় দুর্গা।
ঘাটালে এবার ৭২ ফুটের দুর্গা। ঘাটাল থানার গোবিন্দপুরবাসীর উদ্যোগে সতেরো নম্বর ওয়ার্ডে এবছরে প্রতিমাতে নজির। ৭২ ফুট দুর্গা গড়ে তাক লাগাতে চলেছেন তারা। ঘাটাল মহকুমার এক অন্যরকম ভাবনা। এখন থেকেই উৎসুক মানুষের ভিড় জমতে শুরু করেছে।
আরও পড়ুনঃ একই উঠোনে সাত দুর্গার পুজো! কেতুগ্রামের ভট্টাচার্য পরিবারে লুকিয়ে এক অজানা ইতিহাস! যার সাক্ষী হতে প্রতিবছর জমে ভিড়
মণ্ডপের কাজ চলছে জোর কদমে। পুজো উদ্যোক্তারা বলেন, এক বছর কলকাতার এক নামকরা সর্বজনীন পুজো কমিটি প্রচুর বড় দুর্গাপুজোর প্যান্ডেল করেছিল। যেখানে ৭২ ফুটের উপরে দুর্গা ঠাকুরের মণ্ডল হয়েছিল। তাতে বেশ হইহই পড়ে সে বছর। ঘাটালেও এসে পৌঁছেছিল তার রেশ। তারা আরও বলেন, ‘সেই বছরে আশা করেছিলাম আমরা এলাকার মানুষজন মিলে সেখানে ঠাকুর দেখতে যাব। কিন্তু কোনও কারণ বশত সেটা দেখতে যেতে পারিনি আমরা। তাই সেই কথাকে মাথায় রেখেই নিজেরাই উদ‍্যোগ নিলাম। চাইলে আমরাও করতে পারি। ব‍্যাস! যেমন ভাবা তেমন কাজ। নিজেদের এলাকাতেই এই বছর ৭২ ফুট দুর্গা তৈরি করা হচ্ছে। এখন থেকেই ভিড় জমাচ্ছে অনেক মানুষজন’।
advertisement
advertisement
আরও পড়ুনঃ দেবীপক্ষের সূচনা লগ্নে দিঘা-মান্দারমনিতে জনজোয়ার! হোটেল বুকিং ফুল, বিচের ভিড় সামলাতে অতিরিক্ত পুলিশবাহিনী
বড় দুর্গা, লেজার শো-সহ এই বছরের সবচেয়ে বড় দুর্গা করে তারা নিজেদের নিদর্শন গড়তে চলেছেন।তারা আশাবাদী, তাদের পুজো মণ্ডপে জনঢল উপচে পড়বে। প্রায় চব্বিশ লক্ষ টাকার ব‍াজেট।ইতিমধ‍্যেই ৭২ ফুট দুর্গার কথা সোশ‍্যাল মিডিয়ায় ভাইরাল।
advertisement
ঘাটালের মত জায়গাতেও বন‍্যা বিপর্যয়কে পিছনে ফেলে এই উদ‍্যোগ ঘিরে মানুষের উৎসাহ প্রচুর। তাই ভিড় সামলাতে পুজো কমিটির তরফ থেকে থাকছে বিশেষ নজরদারির ব‍্যাবস্থা। এবার হাতে গোনা মাত্র কটা দিন তারপরই ঢাক-কাঁশরের বাদ‍্যিতে মেতে উঠবে আপামর বঙ্গবাসী। এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। যত দ্রুত সম্ভব কাজ শেষ করতে হবে, সেই ডেডলাইন এখন পুজো কমিটির মাথায়।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
72 Feet Durga Idol: শুধু কি আর বন্যা, দুর্গাপুজোতেও নজির ঘাটালে! রাজ্যবাসীর জন্য 'বড়' চমক, দেখুন গগনচুম্বী উমার ফার্স্ট লুক
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement