ঠাকুর দেখতে বেরিয়ে আর সমস্যা নয়! হাতের মুঠোয় গাইড ম্যাপ থেকে টেলিফোন ডাইরেক্টরি! মহিলাদের জন্য চালু বিশেষ হেল্পলাইন নম্বর
- Published by:Aishwarya Purkait
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
Durga Puja Security: দুর্গাপুজোয় দক্ষিণ ২৪ পরগনায় আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা, জলপথে বাড়ছে নজরদারি। ডায়মন্ড হারবার পুলিশ জেলার পক্ষ থেকে ইতিমধ্যে গাইড ম্যাপ ও টেলিফোন ডাইরেক্টরি সর্বসাধারণের জন্য প্রকাশ করা হয়েছে। যার উদ্বোধন করেছেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
কাকদ্বীপ, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: দুর্গাপুজোয় দক্ষিণ ২৪ পরগনায় আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা, জলপথে বাড়ছে নজরদারি। সুন্দরবন পুলিশ জেলার পাথরপ্রতিমা, নামখানা, কাকদ্বীপ-সহ একাধিক গুরুত্বপূর্ণ পয়েন্টে জলপথেও নজরদারি চালানো হবে।
সারাবছর জলপথে নজরদারি চালায় সুন্দরবন পুলিশ জেলা। এই পুলিশ জেলার অধিকাংশ থানার মধ্যে নদী এলাকা পড়ে। কোনও কোনও জায়গায় একাধিক নদী রয়েছে। রয়েছে বঙ্গোপসাগর। ফলে জলপথের নজরদারি বাড়াতে চাইছে প্রশাসন।
আরও পড়ুনঃ মেডিক্যাল টেস্ট করাতে এসে পুলিশকে ঘোল খাইয়ে ছাড়ল ধৃত! নাকানিচোবানি অবস্থা! ছুটে এলেন ওসি, পুলিশ সুপার
অপরদিকে ডায়মন্ড হারবার পুলিশ জেলার পক্ষ থেকে ইতিমধ্যে গাইড ম্যাপ ও টেলিফোন ডাইরেক্টরি সর্ব সাধারণের জন্য প্রকাশ করা হয়েছে। যার উদ্বোধন করেছেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে। পুজোর সময়ে মেয়েদের সুরক্ষার জন্য আলাদা হেল্পলাইন খোলা হয়েছে। যার নম্বর হল ৬২৮৯২৪৭৫৩৩। এখানে মহিলারা ফোন অথবা হোয়াটসঅ্যাপ করতে পারবেন। হেল্পলাইনে ফোন অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে তথ্য গেলেই সঙ্গে সঙ্গে পদক্ষেপ নেবে পুলিশ।
advertisement
advertisement
আরও পড়ুনঃ বাজি ফাটানোকে কেন্দ্র করে দু’পরিবারের মধ্যে তুমুল অশান্তি! শুরু হয় লাঠালাঠি, ঝরল রক্ত! থানার দারস্থ হতেই বেপাত্তা অভিযুক্তরা
পথ নিরাপত্তার বিষয়টিও দেখা হচ্ছে। পুজোর সময় গতিতে রাশ টানতে উদ্যোগী হয়েছে প্রশাসন। বিভিন্ন থানা ও বিডিও অফিসগুলির পক্ষ থেকে প্রচার চালানো হচ্ছে। জেলা জুড়ে পুজোর দিনগুলিতে নিরাপত্তা আঁটোসাঁটো করতে চাইছে পুলিশ।
advertisement
দুই পুলিশ জেলাতেই মহিলাদের সুরক্ষার দিকটি দেখা হচ্ছে। তবে সুন্দরবন পুলিশ জেলায় গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে জলপথের নজরদারির বিষয়টি। পুজোর কয়েকটা দিন এখন সুষ্ঠভাবে পার করানোই লক্ষ্য সকলের। সেই লক্ষ্যেই কাজ করছে পুলিশ প্রশাসন। এবছর পুজোর সময় কোনও ভাবেই নিরপত্তার ঘাটতি রাখতে চাইছেনা প্রশাসন। ফলে আগেভাগেই ব্যবস্থা নেওয়া হয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 23, 2025 2:26 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ঠাকুর দেখতে বেরিয়ে আর সমস্যা নয়! হাতের মুঠোয় গাইড ম্যাপ থেকে টেলিফোন ডাইরেক্টরি! মহিলাদের জন্য চালু বিশেষ হেল্পলাইন নম্বর