মাঝে বৃষ্টি এসে বাঁধ সাধলেও পুজো শুরুর আগে অক্লান্ত পরিশ্রম বৃথা হয়নি। পুজো শুরু থেকেই সেখানে ভিড় উপচে পড়েছে। শেষবেলার ছবিরও অন্যথা হয়নি। পুজো শুরুর মুখে বৃষ্টিতে শঙ্কার মেঘ জমেছিল। তবে সেইসব সব বাঁধা কাটিয়ে দর্শনার্থীরা থিম উপভোগের সুযোগ পেয়েছেন। সময়ের সঙ্গে সঙ্গে বেড়েছে দর্শনার্থীদের ভিড়।
আরও পড়ুন : একবার দেখলে চোখ ফেরানো দায়! উমার বিদায় বেলায় মণ্ডপে মানুষের ভিড় সামাল দিতে হিমশিম খাওয়ার অবস্থা
advertisement
কমিটির কোষাধ্যক্ষের কথা অনুযায়ী, শেষ মুহূর্তে জনঢল উপচে পড়ছে। শেষ সন্ধ্যার আবেগে আত্মহারা বাঙালি। থিমও নজর কেড়েছে মানুষের। এই থিম নাকি আবার অন্য জায়গায় বুকিং হয়ে গিয়েছে এখন থেকেই, এমনটাই সূত্রের খবর। পুজো শেষে আবার শুরু হবে জীবনযুদ্ধ চালানোর নিত্যদিনের লড়াই।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বৃষ্টি, বন্যা, ঝড় সব কাটিয়ে মাথা তুলে দাঁড়িয়ে মানুষের সুখ্যাতি কুড়িয়ে নিল শিল্পী না জুলফি। মায়ের বিদায়ের পর সব আনন্দ নিভে যাবে। ওই জায়গা তখন খাঁ খাঁ করবে। আর সেই কথা ভেবে বিষাদে ভরে উঠছে বাঙালির মন। তবে সেসব ভুলে শেষ মুহূর্তে উৎসব আনন্দের শেষ নির্যাসটুকু পান করছেন বাঙালি।