TRENDING:

Durga Puja 2025: যেতে হবে না হিমাচল, পার্বত্য অঞ্চলের বিখ্যাত মন্দির গড়ে উঠছে বাংলার 'এই' জেলায়, দেখতে হলে যেতে হবে...

Last Updated:

Durga Puja 2025: হিমাচল প্রদেশের বিখ্যাত মন্দিরের আদলে ফুটিয়ে তোলা হচ্ছে পুজো মণ্ডপ। হাতের নাগালেই পাবেন হিমাচলের সেই মন্দির। দেখতে হলে কোথায় যেতে হবে?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আসানসোল, পশ্চিম বর্ধমান, রিন্টু পাঁজা: হিমাচল প্রদেশ নামটা শুনলেই পার্বত্য অঞ্চল, শীতল আবহাওয়া, সেখানকার বিখ্যাত সব মন্দিরের কথা মনে পড়ে যায়। আর তাতেই ঘরে বসে মন খুশি হয়ে যায় সবার। ঘুরতে যেতে মন চায়। কিন্তু কর্ম ব্যস্ত জীবনে ঘুরতে যাওয়া হয়ে ওঠে না। তবে এবার হিমাচল প্রদেশ না গেলেও চলবে। শুনে একটু ভীমড়ি খেয়ে গেলেন তাই তো? হ্যাঁ, ঠিকই শুনেছেন। এবার হিমাচল প্রদেশের বিখ্যাত মন্দিরের আদলে ফুটিয়ে তোলা হচ্ছে পুজোর মণ্ডপ। হাতের নাগালেই পাবেন হিমাচলের সেই মন্দির।
advertisement

হিমাচল প্রদেশে রয়েছে বিখ্যাত মন্দির। যার দর্শন করতে দেশ তথা দেশের বাইরের বহু মানুষ আসেন। অনেক সময় ইচ্ছা থাকলেও একাধিক প্রতিবন্ধকতার জেরে আমাদের যাওয়া হয়ে ওঠে না। তাই সেই সমস্ত দর্শনার্থীদের জন্য এবার সুবর্ণ সুযোগ। আসানসোলে বসেই পেয়ে যাবেন হিমাচল প্রদেশের বিখ্যাত মন্দিরের আদলে পুজোর মণ্ডপ।

আরও পড়ুনঃ পাখি রূপে দেবী দুর্গা! ‘ইচ্ছেডানা’য় ভর করে ফিরবে চড়ুইদের কিচিরমিচির শব্দ, কোথায় গেলে পাবেন মায়ের এমন দর্শন?

advertisement

আসানসোল শহরের বিগ বাজেটের পুজোর মধ্যে অন্যতম এই পুজো। ৮৬’তম বর্ষে বিশেষ চমক নিয়ে আসছে আসানসোলের এই পুজো কমিটি। মন্দিরের প্রধান উপদেষ্টা লিল্টু রায় বলেন, ‘পুজোর দিন শোভাযাত্রা করে মায়ের ঘট ভরতে যান সকলে। বিশেষ ভাবে পুজোর কয়েকটা দিন এলাকায় ৭০০ পরিবার একত্রিত ভাবে খাওয়া দাওয়া করেন। পুজোর দিনগুলোতে আসানসোল-সহ বাইরের বহু দর্শনার্থী আসেন যার ফলে ভিড় উপচে পড়ে। প্রবেশের জন্য চারটি গেট ও বাহির পথের জন্য চারটি গেট, মোট আটটি গেট করা হয়।

advertisement

View More

আরও পড়ুনঃ মেয়ের হাতে ‘মায়ের’ মূর্তি! দুর্গা প্রতিমার অর্ডার সামলাতে হিমশিম, সময়ে কাজ শেষ করতে পারবেন কি উর্মিরা?

আসানসোলের বিগ বাজেটের পুজোর মধ্যে অন্যতম পুজো হচ্ছে আপকার গার্ডেন-এর পুজো। এবারে প্রায় ২৫ লক্ষ টাকা বাজেটে হিমাচল প্রদেশের বিখ্যাত মন্দিরের আদলে ফুটিয়ে তোলা হচ্ছে মণ্ডপ। সমগ্র মণ্ডপটিতে বাঁশ, কাঠের বিশেষ কারুকার্য থাকছে ও কাচের বিভিন্ন সৌন্দর্য করে ফুটিয়ে তোলা হবে মণ্ডপের ভিতর। পাশাপাশি বিভিন্ন নতুনত্ব আলোকসজ্জা দেখা যাবে মণ্ডপের ভিতরে। পুজোর সময় দর্শনার্থীরা এলেই দেখতে পাবেন এক অনবদ্য কারুকার্য করা মণ্ডপ।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
শুধু শুধুই পড়ে আছে জমি, সুন্দরবনের শিক্ষক দেখাচ্ছেন লাখপতি হওয়ার পথ,নারকেল চাষেই মালামাল
আরও দেখুন

৮৬ বছর ধরে সাবেকিয়ানার প্রতিমা গড়ে আসছে এই ক্লাব। প্রতিমা আসে দুর্গাপুর থেকে। প্রত্যেক বছর তারা প্রতিমা ও মণ্ডপের জন্য প্রশংসা পায়। পুজোর কয়েকটা দিন বিভিন্ন সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। তাই এবারের পুজোতে আপকার গার্ডেনের এই মণ্ডপ না দেখলে মিস করবেন হিমাচল প্রদেশের বিখ্যাত মন্দিরের আদলে মণ্ডপ ও অপরূপ মা দুর্গার প্রতিমা।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2025: যেতে হবে না হিমাচল, পার্বত্য অঞ্চলের বিখ্যাত মন্দির গড়ে উঠছে বাংলার 'এই' জেলায়, দেখতে হলে যেতে হবে...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল