হিমাচল প্রদেশে রয়েছে বিখ্যাত মন্দির। যার দর্শন করতে দেশ তথা দেশের বাইরের বহু মানুষ আসেন। অনেক সময় ইচ্ছা থাকলেও একাধিক প্রতিবন্ধকতার জেরে আমাদের যাওয়া হয়ে ওঠে না। তাই সেই সমস্ত দর্শনার্থীদের জন্য এবার সুবর্ণ সুযোগ। আসানসোলে বসেই পেয়ে যাবেন হিমাচল প্রদেশের বিখ্যাত মন্দিরের আদলে পুজোর মণ্ডপ।
advertisement
আসানসোল শহরের বিগ বাজেটের পুজোর মধ্যে অন্যতম এই পুজো। ৮৬’তম বর্ষে বিশেষ চমক নিয়ে আসছে আসানসোলের এই পুজো কমিটি। মন্দিরের প্রধান উপদেষ্টা লিল্টু রায় বলেন, ‘পুজোর দিন শোভাযাত্রা করে মায়ের ঘট ভরতে যান সকলে। বিশেষ ভাবে পুজোর কয়েকটা দিন এলাকায় ৭০০ পরিবার একত্রিত ভাবে খাওয়া দাওয়া করেন। পুজোর দিনগুলোতে আসানসোল-সহ বাইরের বহু দর্শনার্থী আসেন যার ফলে ভিড় উপচে পড়ে। প্রবেশের জন্য চারটি গেট ও বাহির পথের জন্য চারটি গেট, মোট আটটি গেট করা হয়।
আসানসোলের বিগ বাজেটের পুজোর মধ্যে অন্যতম পুজো হচ্ছে আপকার গার্ডেন-এর পুজো। এবারে প্রায় ২৫ লক্ষ টাকা বাজেটে হিমাচল প্রদেশের বিখ্যাত মন্দিরের আদলে ফুটিয়ে তোলা হচ্ছে মণ্ডপ। সমগ্র মণ্ডপটিতে বাঁশ, কাঠের বিশেষ কারুকার্য থাকছে ও কাচের বিভিন্ন সৌন্দর্য করে ফুটিয়ে তোলা হবে মণ্ডপের ভিতর। পাশাপাশি বিভিন্ন নতুনত্ব আলোকসজ্জা দেখা যাবে মণ্ডপের ভিতরে। পুজোর সময় দর্শনার্থীরা এলেই দেখতে পাবেন এক অনবদ্য কারুকার্য করা মণ্ডপ।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
৮৬ বছর ধরে সাবেকিয়ানার প্রতিমা গড়ে আসছে এই ক্লাব। প্রতিমা আসে দুর্গাপুর থেকে। প্রত্যেক বছর তারা প্রতিমা ও মণ্ডপের জন্য প্রশংসা পায়। পুজোর কয়েকটা দিন বিভিন্ন সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। তাই এবারের পুজোতে আপকার গার্ডেনের এই মণ্ডপ না দেখলে মিস করবেন হিমাচল প্রদেশের বিখ্যাত মন্দিরের আদলে মণ্ডপ ও অপরূপ মা দুর্গার প্রতিমা।





