মেয়ের হাতে 'মায়ের' মূর্তি! দুর্গা প্রতিমার অর্ডার সামলাতে হিমশিম, সময়ে কাজ শেষ করতে পারবেন কি উর্মিরা?

Last Updated:

Durga Puja 2025: প্রথমে ছোট ছোট বাহন ও প্রতিমার চোখ এঁকে রঙ করে হাতেখড়ি। উর্মি এখন পুরোদস্তুর শিল্পী হয়ে উঠেছে। মা ও মেয়ে কাঁধে কাঁধ মিলিয়ে তৈরি করছেন ১৮টি দুর্গা প্রতিমা।

+
দুর্গা

দুর্গা প্রতিমা বানাচ্ছেন উর্মি পাল ও তাঁর পরিবার

দক্ষিণ দিনাজপুর, সুস্মিতা গোস্বামী: হাতেগোনা আর মাত্র কয়েকদিন, তারপরেই শুরু হয়ে যাবে বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো। তার আগে বালুরঘাটের পাল পাড়ায় নাওয়া খাওয়ার সময় নেই শিল্পীদের। চলতি বছর মা ও মেয়ে কাঁধে কাঁধ মিলিয়ে তৈরি করছেন দুর্গা প্রতিমা। দু-একটি প্রতিমা নয় চলতি বছরে মোট ১৮টি প্রতিমার বরাত পেয়েছেন তাঁরা। শুধুমাত্র বালুরঘাট শহর নয়, ভিন জেলারও বরাত পেয়েছেন তাঁরা।
আরও পড়ুনঃ পুজোর আগে মহিলাদের জন্য দারুণ খবর! এক ছাদের তলায় বৈচিত্র্যময় পণ্যের সম্ভার, শপিং মিস করবেন না, কোথায় জানুন
বালুরঘাটের নামকরা শিল্পীদের মধ্যে অন্যতম উত্তম পাল। তাঁর মেয়ে উর্মি পাল। ছোট্ট বয়স থেকেই দুর্গা প্রতিমা গড়তে শিখে নিয়েছেন। প্রথমে ছোট ছোট বাহন ও প্রতিমার চোখ এঁকে রঙ করে হাতেখড়ি। উর্মি এখন পুরোদস্তুর হয়ে উঠেছে। সে নিজেই বানাতে পারে দুর্গা প্রতিমা-সহ মুখ, চোখ। এমনকি প্রতিমার সাজ পোশাকও তৈরি করে নিজের হাতেই। তবে এই সাফল্য একদিনে আসেনি। ছোট্ট বয়স থেকে বাবার মূর্তি তৈরি করা দেখেই শেখা।
advertisement
আরও পড়ুনঃ দেওর-বৌদির অবৈধ প্রেমের সাংঘাতিক পরিণতি! খাটের নিচে পচা দুর্গন্ধ, উঁকি দিতেই সর্বনাশ! হাড়হিম করা কাণ্ড
অপরদিকে মেয়ের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন মিতা পাল। উর্মি বর্তমানে কলা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী। তাঁর হাতে আঁকানোর প্রতিভার জন্য পেয়েছে একাধিক পুরস্কার। পুজোর দিন যত এগিয়ে আসছে ক্ষুদে শিল্পী উর্মি ও তাঁর মায়ের কাজের গতি বাড়াতে হচ্ছে। দিন-রাত এক করে কাজ করে চলেছেন তাঁরা। কারণ পুজোর দিন যত এগিয়ে আসছে নাভিশ্বাস উঠেছে শিল্পীদের। কারণ বরাত অনুযায়ী দুর্গা প্রতিমা দিয়ে দিতে হবে মহালয়ার মধ্যেই। অর্থাৎ বিগত তিন চার মাস যাবত লাগাতার কর্মব্যস্ততা চলেছে এরকমই বালুরঘাটের চকভৃগু এলাকার পাল পাড়ায়।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই বয়সেই প্রতিমা তৈরি তাঁর কাছে পেশা নয় বরং নেশার মত হয়ে উঠেছে। প্রতিমা তৈরি করতে ভাল লাগে, চোখের টান দিয়ে প্রতিমাতে প্রাণের সঞ্চার করতেই অন্যরকম অনুভূতি হয় এমনটাই জানাচ্ছেন শিল্পী। শুধু প্রতিমা তৈরি নয়, রয়েছে কলেজের পড়াশুনা ক্লাস সবকিছুতেই সমানভাবে গুরুত্ব দিয়ে এগিয়ে চলেছে উর্মি। মেয়েরা গৃহ কাজেই সীমাবদ্ধ থাকবে ধারণার বদল ঘটেছে সমাজে, সমাজের সমস্ত ধরনের পেশাতেই মেয়েদের গুরুত্ব বেড়েছে, বেড়েছে তাদের অংশগ্রহণ। আগামিদিনে পালপাড়ায় একজন প্রতিমা শিল্পী হয়ে উঠতে চায় কলেজ পড়ুয়া উর্মি।
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
মেয়ের হাতে 'মায়ের' মূর্তি! দুর্গা প্রতিমার অর্ডার সামলাতে হিমশিম, সময়ে কাজ শেষ করতে পারবেন কি উর্মিরা?
Next Article
advertisement
GST Reforms: উত্তরের ভ্রমণে এবারে আরও সস্তা! GST কমায় দার্জিলিংয়ে কতটা কমছে হোটেল ভাড়া? পর্যটক না ব্যবসায়ীদের লাভ? জানুন
উত্তরের ভ্রমণে এবারে আরও সস্তা! GST কমায় দার্জিলিংয়ে কতটা কমছে হোটেল ভাড়া? জানুন
  • নতুন GST নিয়মে ৭,৫০০ টাকার নিচে হোটেল ভাড়ার উপর ১২ শতাংশ থেকে কমে ৫ শতাংশ হবে।

  • পর্যটকদের জন্য নয়া GST নিয়মে খরচ কমবে, পাহাড়ি অঞ্চলে পর্যটকদের ভিড় বাড়বে।

  • হোটেল ও হোমস্টে মালিকদের সিদ্ধান্তের উপর নির্ভর করবে পর্যটকদের সাশ্রয় কতটা হবে।

VIEW MORE
advertisement
advertisement