Durga Puja 2025: পাখি রূপে দেবী দুর্গা! 'ইচ্ছেডানা'য় ভর করে ফিরবে চড়ুইদের কিচিরমিচির শব্দ, কোথায় গেলে পাবেন মায়ের এমন দর্শন?

Last Updated:
Durga Puja 2025: হামরো সংঘ ক্লাবের পুজোর ৩৭'তম বর্ষে এবছরের থিম 'ইচ্ছেডানা'। প্রায় ১০০০টির কাছাকাছি মাটির কলসি দিয়ে মণ্ডপজুড়ে তৈরি হবে পাখির বাসা। পাখির রূপেই তৈরি করা হচ্ছে দুর্গা প্রতিমা।
1/5
কালচিনি,অনন্যা দে: বর্তমানে প্রায় হারিয়ে যেতে বসেছে পাখিদের সেই কিচিরমিচির আওয়াজ।তাই এবার পাখিদের তথা পরিবেশকে সংরক্ষণের বার্তা ফুটে উঠতে চলেছে আলিপুরদুয়ার জেলার হ্যামিল্টনগঞ্জ হামরো সংঘ পুজো কমিটির দুর্গা পুজোতে।
কালচিনি, আলিপুরদুয়ার, অনন্যা দে: বর্তমানে প্রায় হারিয়ে যেতে বসেছে পাখিদের সেই কিচিরমিচির আওয়াজ। তাই এবার পাখিদের তথা পরিবেশকে সংরক্ষণের বার্তা ফুটে উঠতে চলেছে আলিপুরদুয়ার জেলার হ্যামিল্টনগঞ্জ হামরো সংঘ পুজো কমিটির দুর্গা পুজোতে।
advertisement
2/5
পুজোর ৩৭ তম বর্ষে এবছরের থিম
ক্লাবের পুজোর ৩৭'তম বর্ষে এবছরের থিম 'ইচ্ছেডানা'। প্রায় ১০০০টির কাছাকাছি মাটির কলসি দিয়ে মণ্ডপজুড়ে তৈরি হবে পাখির বাসা। প্লাস্টিকমুক্ত পরিবেশ গড়ার অঙ্গীকারকে সামনে রেখে মণ্ডপ সজ্জায় ব্যবহৃত হচ্ছে না কোনও প্লাস্টিকও। (ছবি ও তথ্য: অনন্যা দে)
advertisement
3/5
এর পাশাপাশি, কোনও প্রকার কাপড়ের ব্যবহার ছাড়াই পাটের দড়ি, পোয়াল, নারকেলের বিভিন্ন সামগ্রী সহ একাধিক পরিবেশ বান্ধব সামগ্রী দিয়ে হামরো সংঘের মণ্ডপ তৈরি হচ্ছে বলে উদ্যোক্তাদের তরফে জানানো হয়।
এর পাশাপাশি, কোনও প্রকার কাপড়ের ব্যবহার ছাড়াই পাটের দড়ি, পোয়াল, নারকেলের বিভিন্ন সামগ্রী-সহ একাধিক পরিবেশ বান্ধব সামগ্রী দিয়ে হামরো সংঘের মণ্ডপ তৈরি হচ্ছে বলে উদ্যোক্তাদের তরফে জানানো হয়। (ছবি ও তথ্য: অনন্যা দে)
advertisement
4/5
এছাড়া দুর্গা প্রতিমাতেও থাকছে এই থিমের ছাপ। পাখির রূপেই তৈরি করা হচ্ছে দুর্গা প্রতিমাও।পাশাপাশি, গোটা মণ্ডপজুড়ে শোনা যাবে প্রায় লুপ্ত হওয়ার পথে থাকা চড়ুই সহ অন্যান্য পাখির আওয়াজও।
এছাড়া দুর্গা প্রতিমাতেও থাকছে এই থিমের ছাপ। পাখির রূপেই তৈরি করা হচ্ছে দুর্গা প্রতিমাও।পাশাপাশি, গোটা মণ্ডপজুড়ে শোনা যাবে প্রায় লুপ্ত হওয়ার পথে থাকা চড়ুই-সহ অন্যান্য পাখির আওয়াজও। (ছবি ও তথ্য: অনন্যা দে)
advertisement
5/5
এবছর চা বলয় ও জঙ্গল ঘেরা কালচিনি ব্লকের অন্যতম বিগ বাজেটের পুজো এটি। প্রায় ১৪ লক্ষ টাকা পুজোর বাজেট বলে জানান পুজো কমিটির কোষাধক্ষ দীনেশ সুব্বা।
এবছর চা বলয় ও জঙ্গল ঘেরা কালচিনি ব্লকের অন্যতম বিগ বাজেটের পুজো এটি। প্রায় ১৪ লক্ষ টাকা পুজোর বাজেট বলে জানান পুজো কমিটির কোষাধক্ষ দীনেশ সুব্বা। (ছবি ও তথ্য: অনন্যা দে)
advertisement
advertisement
advertisement