এবার এই পুজো মণ্ডপে গেলে দেখতে পাবেন ত্রি- মাতৃক থিমের আদলে মণ্ডপ। বার্নপুর ইস্পাত কারখানার জন্য বিখ্যাত। তাই এখানে কর্মসূত্রে বহু মানুষ বিভিন্ন জায়গা থেকে এসে বসবাস করছেন। সেই বার্নপুরে সেইল এর কর্মীরা মিলে মিশে প্রত্যেক বছর বিভিন্ন থিমের পুজো করেন। এবারে বার্নপুরে নজর কাড়া থিমের পুজো অন্যতম ত্রি মাতৃক থিম। এই আদলে ফুটিয়ে তোলা হচ্ছে পুজোর মণ্ডপ।
advertisement
আরও পড়ুন : একান্নপীঠ দর্শনে আর রাজ্যে রাজ্যে ঘুরতে হবে না, এখানে গেলেই পাবেন সুযোগ! কোথায় যেতে হবে?
বার্নপুর এ বি টাইপ পুজো কমিটির যুগ্ম সম্পাদক বিধান রায় বলেন, প্রত্যেক বছর দুর্গা পুজো শেষ হয়ে যাওয়ার পর আমরা চিন্তা ভাবনা করি যে আগামী বছর কী বিষয় নিয়ে পুজোর থিম করা যায়। তাই এবছর আমরা ত্রি-মাতৃক রূপ দিয়ে ফুটিয়ে তোলার চেষ্টা করছি পুজোর মণ্ডপে। প্রত্যেক বছরই আমরা নিত্য নতুন থিমের মণ্ডপ তৈরি করি। গত বছর আমাদের পুজোর থিম ছিল সুবুজায়ন”।
আরও পড়ুন : গীতা রানীর অবসর কাটে পুতুলে! মাটির ছোঁয়ায় তৈরি একের পর এক মাস্টারপিস
আসানসোল পৌরনিগমের ৭৮ নম্বর ওয়ার্ডের অন্তর্গত বার্নপুর গুরুদুয়ারা রোডের এ বি টাইপ পুজো এবার ৪৬ তম বর্ষে পদর্পন করছে। ত্রি-মাতৃক রূপে ফুটিয়ে তোলা হবে পুজোর মণ্ডপ। ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর মিলিত শক্তিতে মা দুর্গার আবির্ভাব হয়েছিল, সেই গল্প ফুটিয়ে তোলা হবে এখানে। প্রায় ন’লক্ষ টাকা বাজেটে পুরোপুরি পুজো মণ্ডপটি প্লাস্টিক বর্জন করে বাঁশ, কাঠ, প্লাই ও লোহার কাঠামো তৈরি করে সাজিয়ে তোলা হচ্ছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পাশাপাশি সমগ্র মণ্ডপ বিদ্যুতের আলোয় বড় বড় প্রদীপ অনুকরণ দিয়ে সাজিয়ে তোলা হবে। থাকছে আধুনিক ডিজাইনের ঝাড়বাতিও। পুজোর সময় এই মণ্ডপের ভিতরে দর্শনার্থীরা প্রবেশের সঙ্গে সঙ্গেই দেখতে পাবেন আলাদা চমক। প্রতিমাতেও থাকছে নতুনত্বের ছোঁয়া। তাই এবারে দুর্গাপুজোয় এই পুজো মণ্ডপে না এলে মিস করবেন অনেক কিছু।