সমুদ্রগড়, ধাত্রীগ্রাম, পূর্বস্থলী, শ্রীরামপুর, কালনা এই সকল এলাকায় বসবাস করেন তাঁতিরা। পূর্ব বর্ধমানের এই সকল এলাকায় প্রায় কিছু না হলেও হাজার হাজার তাঁতি বসবাস করেন। তাদের উৎপাদিত কাপড় এই হাটে আসে। সেইসব কাপড় অন্যান্য জায়গার থেকে এখানে অনেক কম দামে পাওয়া যায়। কারণ এখানে উৎপাদন এলাকা রয়েছে, তাই সরাসরি উৎপাদন হয়ে হাটে চলে আসে । ভিন রাজ্যের পাইকাররাও এখানে এসে কাপড় কিনে নিয়ে যান। পুজোর আগে আধুনিক নকশার শাড়িও প্রস্তুত করেছে তাঁতিরা।
advertisement
এবছর সবথেকে বেশি চাহিদা রয়েছে কম দামের জামদানি শাড়ির। এই জামদানি শাড়ির চাহিদা কমে গিয়েছিল একসময়। কিন্তু আবার নতুন করে চাহিদা বাড়ছে এই জামদানি শাড়ির। এই প্রসঙ্গে হাটের মালিক সুবীর কর্মকার জানান, “কম দামের জামদানি শাড়ির ভাল চাহিদা রয়েছে। বিক্রিও ভালই হচ্ছে। যেহুতু এটা তাঁতিদের এলাকা সেকারণে কম দামে এখানে জামদানি পাওয়া যাচ্ছে।”
মালদা, শিলিগুড়ি, হুগলি, নামখানা থেকেও পাইকাররা পূর্ব বর্ধমানের এই হাটে কাপড় কিনতে আসে। পুজোর আগে প্রত্যেকবছর যেন জমজমাট হয়ে ওঠে পূর্ব বর্ধমানের এই হাট। সেরকমই এবছরও এই হাটে জোরকদমে চলছে বিক্রিবাটা। পুজো যেরকম এগিয়ে আসছে ততই ভিড় বাড়তে শুরু করেছে এই হাটে। আগামী দিনে আরও ভাল বেচাকেনা হবে বলে আশাবাদী ব্যবসায়ীরা।
Catch Special LIVE Coverage on Durga Puja(দুর্গা পূজা) 2024 | দুর্গা পুজো ২০২৪, ফিচার , পুজো 360, পুজো ইন্টিরিয়র, পুজোর রেসিপি, দুর্গা পুজোর ভ্রমণ, বনেদি বাড়ির পুজো, জেলার পুজো, অন্য পুজো
বনোয়ারীলাল চৌধুরী