TRENDING:

Durga Puja 2024: হাওয়া মহল, রাজস্থানী সংস্কৃতি, পুরানো মন্দির! প্রাচীন স্থপতির থিমের ভিড় দুর্গাপুরে

Last Updated:

Durga Puja 2024: দুর্গা পুজোর আনন্দে মাতোয়ারা আপামর বাঙালি। জেলায় জেলায় মন্ডপে মানুষের ঢল। মন্ডপ, প্রতিমা দেখতে লম্বা লাইন। পশ্চিম বর্ধমান জেলায় দুর্গাপুজোর ঝাঁ চকচকে ছবিটা এবারেও অমলিন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দুর্গাপুর, পশ্চিম বর্ধমান: দুর্গা পুজোর আনন্দে মাতোয়ারা আপামর বাঙালি। জেলায় জেলায় মন্ডপে মানুষের ঢল। মন্ডপ, প্রতিমা দেখতে লম্বা লাইন। পশ্চিম বর্ধমান জেলায় দুর্গাপুজোর ঝাঁ চকচকে ছবিটা এবারেও অমলিন। আসানসোল, দুর্গাপুর মিলিয়ে একাধিক বিগ বাজেটের দুর্গাপুজো হয়েছে। তবে দুর্গাপুরের বেশ কয়েকটি বিগ বাজেটের পুজো মন্ডপে থিম প্রাচীন স্থপতি নির্ভর। যা খুব সহজেই কাছে টানছে দর্শকদের।
advertisement

দুর্গাপুরের বড় পুজোগুলির মধ্যে অন্যতম বেনাচিতির অগ্রণী সাংস্কৃতিক পরিষদ। এবছর তাদের পুজো মন্ডপ রাজস্থানের হাওয়া মহল। রাজস্থানে পর্যটকদের অন্যতম আকর্ষণ এই হওয়া মহল। সেটাই দূর্গা পুজোর মন্ডপে ফুটিয়ে তুলেছেন উদ্যোক্তারা। মন্ডপের আলোকসজ্জা থেকে অভ্যন্তরীণ পরিবেশ, প্রতিমা সবকিছুতেই রয়েছে রাজস্থানী ছোঁয়া। চতুর্থীর দিন উদ্বোধনের পর থেকে এই মন্ডপে দর্শকদের ঢল নেমেছে। মরু রাজ্যের ছোঁয়া দুর্গাপুরে বসে উপভোগ করতে উৎসাহী দর্শকদের ভিড় রয়েছে সর্বক্ষণ।

advertisement

দুর্গাপুরের আরও একটি বিগ বাজারের মন্ডপ তৈরি হয়েছে রাজস্থানী আদলে। উর্বশী সার্বজনীন দুর্গাপুজো। যাদের এবারের মন্ডপের থিম এক টুকরো রাজস্থান। এই মন্ডপে গেলেও রাজস্থানের ছোঁয়া পাবেন দর্শনার্থীরা। রাজস্থানী আদলে তৈরি প্যালেস, রাজস্থানের সংস্কৃতি, সেখানকার মানুষের জীবনযাপন – সবকিছুই ফুটে উঠেছে এই মন্ডপে। এমনকি প্রতিমাতেও রয়েছে রাজস্থানী ছোঁয়া। মন্ডপের সমঞ্জস্যপূর্ণ আলোকসজ্জা এই শিল্পকলাকে আরও আকর্ষণীয় করে তুলেছে।

advertisement

আরও পড়ুনঃ KKR News: কেকেআরে জায়গা পাকা! রাসেলের মতই বিপক্ষকে করেন ‘কচুকাটা’! ফিনিশার নিয়ে চিন্তামুক্ত নাইটরা

View More

দুর্গাপুরের অন্যতম প্রাচীন বিগ বাজেটের পুজো হয় মার্কনী দক্ষিণপল্লীতে। প্রত্যেক বছরই এই কমিটির মন্ডপ দর্শকদের উৎসাহের কেন্দ্রবিন্দুতে থাকে। চলতি বছরে এই মন্ডপের থিমও একটি প্রাচীন স্থপতিকে কেন্দ্র করে গড়ে উঠেছে। কর্নাটকের ১২০০ বছরের প্রাচীন চেন্নাকেশিব বিষ্ণু মন্দির ফুটে উঠেছে এই মন্ডপের থিমে। রয়েছে সাবেকি প্রতিমা। একইসঙ্গে এই পুজো কমিটির আলোকসজ্জা নজর কাড়ছে দর্শকদের। সবমিলিয়ে প্রাচীন স্থপতিকে নির্ভর করে দুর্গাপুরের একাধিক বিগ বাজেটের পুজো কমিটি বাজিমাত করেছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চাঁদের পাহাড় দেখেছিল শংকর, মেক্সিকোর আগ্নেয়গিরি শিখরে পা রাখল পাঁশকুড়ার অর্পিতা
আরও দেখুন

নয়ন ঘোষ

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2024: হাওয়া মহল, রাজস্থানী সংস্কৃতি, পুরানো মন্দির! প্রাচীন স্থপতির থিমের ভিড় দুর্গাপুরে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল