প্রসঙ্গত, দুর্গাপুর শহরে যতগুলি বড় পুজো হয়, তার মধ্যে অন্যতম আকর্ষণ অগ্রণী সাংস্কৃতিক পরিষদের এই দুর্গাপুজো। বিগত কয়েক বছরে জমকালথিমের মধ্যে দিয়ে পুজো উদ্যোক্তারা শহরবাসীর মন জিতে নিয়েছেন।চলতি বছরে এই পুজো ৫৭ তম বর্ষে পা রাখল। তবে গতবারের মতএবারও অগ্রণী পরিষদের পুজো হবে বেনাচিতি হাই স্কুলের ময়দানে। কারণ আগের জায়গায় মন্ডপ তৈরি হলে, সেখানে জায়গা অনেক কম পাওয়া যায়। তাই ভিড় নিয়ন্ত্রণ করা কিছুটা সমস্যার হয়ে ওঠে।
advertisement
আরও পড়ুন – Sawan 2024: মহানন্দার তীরে ইতিহাস মাখা এই শিবমন্দির মহাজাগ্রত, শ্রাবণে লক্ষ-লক্ষ ভক্ত ভিড় জমান এইস্থানে
পুজো উদ্যোক্তারা জানিয়েছেন, চলতি বছরে তারা রাজস্থানের হাওয়া মহল থিম হিসেবে বেছে নিয়েছেন। মন্ডপের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ প্রতিমা এবং আলোকসজ্জা থাকবে। যা খুব সহজে শহরবাসীকে মুগ্ধ করে তুলবে বলে আশা প্রকাশ করেছেন উদ্যোক্তারা। এবছর তাদের পুজোর বাজেট রাখা হয়েছে ২৬ থেকে ৩০ লক্ষ টাকার মধ্যে। খুঁটি পুজোর মাধ্যমে এই পুজোর প্রস্তুতিও শুরু করে দিয়েছেন তারা। আর সেই অনুষ্ঠানে এসে শহরবাসীর জন্য বিশাল সুখবর দিয়েছেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী।
পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার জানিয়ে দিয়েছেন, এবারেও দুর্গাপুরে পুজো কার্নিভালের আয়োজন করা হবে। উল্লেখ্য, বিগত কয়েক বছরের দুর্গাপুরে দুর্গাপুজোর কার্নিভাল রীতিমতো নজর করেছে গোটা রাজ্যের। পুজো শেষে পুজোর কার্নিভাল শহরবাসীর কাছে নতুন উৎসব হয়ে উঠেছে। মন্ত্রী জানিয়েছেন, শহরবাসীর খুশির জন্য, পুজোর আমেজকে আরও একটু জাগিয়ে রাখার জন্য এবারও পুজো কার্নিভালের আয়োজন করা হবে। যা শুনে রীতিমত আনন্দিত শহরবাসী।
Nayan Ghosh





