Sea Bathing In Digha: দিঘার সমুদ্রে এক ভিন্ন দৃশ্য! শতাধিক বৃদ্ধ-বৃদ্ধা সমুদ্রস্নানে খুঁজে পেলেন তাদের হারান যৌবন
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Madan Maity
Last Updated:
Sea Bathing In Digha:একে ওপরের হাত ধরে সমুদ্রের জলে নামলেন বৃদ্ধ-বৃদ্ধারা, দিঘা সাক্ষী রইল এক অবিস্মরণীয় দিনের।
advertisement
1/7

দিঘা: যৌবনের স্মৃতিতে দিঘা মানেই প্রেম, উচ্ছ্বাস আর জীবনের প্রথম রোমাঞ্চ। বাংলার এই সমুদ্র শহর আজও নবীন-প্রবীণ সবার কাছে প্রিয় এক গন্তব্য। কিন্তু এদিন সেই দিঘা সাক্ষী থাকল এক অন্যরকম দৃশ্যের। যেখানে রোমান্টিক জোড়া নয়, সমুদ্রে নামলেন শতাধিক বৃদ্ধ-বৃদ্ধা ও অনাথ শিশু। জীবনের নানা দুঃখ-কষ্ট পেরিয়ে এই বৃদ্ধ-বৃদ্ধারা যেন এই একদিনের আনন্দে খুঁজে পেলেন তাঁদের ফেলে আসা শৈশব ও হারান যৌবনকে।
advertisement
2/7
পূর্ব মেদিনীপুর জেলার এক স্বেচ্ছাসেবী ভ্রমণ সংস্থার উদ্যোগে এদিন দিঘায় ভ্রমণে আসে এক বৃদ্ধাশ্রম ও অনাথ আশ্রমের প্রায় শতাধিক আবাসিক। দীর্ঘদিনের একঘেয়েমি ভাঙতে, তাঁদের মুখে একটু হাসি ফোটাতে—এই উদ্যোগ নেওয়া হয়।
advertisement
3/7
সকাল থেকেই গাড়ি করে তাঁরা রওনা দেন দিঘার পথে। পৌঁছেই সকলে যেন আবার ফিরে যান সেই পুরোনো দিনের আনন্দে। কেউ সমুদ্রের ধারে বসে ঢেউ গোনেন, কেউ আবার শিশুর মতো উচ্ছ্বাসে নামেন জলে।
advertisement
4/7
বয়স্ক মহিলারা একে অপরের হাত ধরে ঢেউয়ের সঙ্গে মিশে গেলেন, কেউ চিৎকার করে হাসলেন, কেউ চোখের কোণে মুছে ফেললেন নোনা জল। তাঁদের চোখে-মুখে ফুটে উঠেছিল অকৃত্রিম আনন্দ। এক বৃদ্ধা মুক্তি মুখার্জি আবেগভরে বলেন, “আমরা ভাবিনি জীবনে আর কোনও দিন সমুদ্র দেখতে পাব। আজ যেন মনে হচ্ছে আমরা আবার তরুণী হয়ে গেছি। এই আনন্দ ভাষায় বোঝান যায় না।”
advertisement
5/7
সংস্থার পক্ষ থেকে জানান হয়েছে, সমাজের প্রান্তিক মানুষদের জন্য এমন আনন্দভ্রমণ তারা নিয়মিত আয়োজন করে থাকে। তাদের উদ্দেশ্য শুধু ভ্রমণ নয়, জীবনের প্রতি নতুন আশাবাদ জাগান। ভ্রমণ শেষে সবাইকে পরিবেশন করা হয় মধ্যাহ্নভোজ। খাওয়া-দাওয়া, গান-বাজনা আর হাসি-আনন্দ।
advertisement
6/7
দিঘার সমুদ্রের তীরে এই আবেগঘন মুহূর্ত প্রত্যক্ষ করেন বহু পর্যটকও। কেউ কেউ মোবাইল ক্যামেরায় বন্দি করেন সেই দৃশ্য, কেউ আবার এগিয়ে এসে বৃদ্ধ-বৃদ্ধাদের সঙ্গে কথা বলেন। অনেকেই বলেন, “এই দৃশ্য চোখে জল এনে দেয়। জীবনের শেষ প্রান্তেও মানুষ কতটা আনন্দে থাকতে পারে, আজ তারই এক জীবন্ত উদাহরণ দেখলাম।”
advertisement
7/7
শুধু সমুদ্র স্নান নয়, আবাসিকরা ঘুরে দেখেন দিঘার নতুন জগন্নাথ মন্দিরও। দিনের শেষে সূর্য যখন লাল আভা ছড়িয়ে সমুদ্রের জলে মিশে যায়, তখনও তাঁদের হাসি থামে না। ঢেউয়ের গর্জনের সঙ্গে মিশে যায় বৃদ্ধদের উল্লাস, আর দিঘা সাক্ষী থাকল এক অবিস্মরণীয় মুহূর্তের। Input- Madan Maity
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Sea Bathing In Digha: দিঘার সমুদ্রে এক ভিন্ন দৃশ্য! শতাধিক বৃদ্ধ-বৃদ্ধা সমুদ্রস্নানে খুঁজে পেলেন তাদের হারান যৌবন