TRENDING:

দিঘায় অঘটন! স্নানের মাঝে অসুস্থ হয়ে তলিয়ে যাচ্ছিলেন এক ব্যক্তি, উদ্ধার করলেন নুলিয়ারা

Last Updated:

সমুদ্রে অসুস্থ হয়ে পড়েছিলেন পর্যটক, জলে তলিয়ে যাচ্ছিলেন! নুলিয়াদের তৎপরতায় উদ্ধার করা হল তাঁকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দিঘা, মদন মাইতি: গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হন জুবিন গর্গ। তাঁকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও শেষপর্যন্ত মৃত্যুবরণ করেন। আর এবার ফের এল অঘটনের খবর। দিঘার সমুদ্রে স্নান করতে নেমে অসুস্থ হয়ে তলিয়ে যাচ্ছিলেন এক ব্যক্তি, অবশেষে নুলিয়াদের তৎপরতায় তাকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা ব্যক্তিকে দ্রুত দিঘা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
advertisement

মন্থার প্রভাব এখনও পুরোপুরি কাটেনি। যার ফলে সমুদ্র উত্তাল রয়েছে। এই কথাকে মাথায় রেখেই প্রশাসনের তরফ থেকে দিঘা-মন্দারমণি-শঙ্করপুর সহ বিভিন্ন পর্যটন কেন্দ্রগুিলিতে এখনও পর্যটকদের সতর্ক করতে মাইকিং করা হচ্ছে।

২০০২ সালের ভোটার তালিকা দেখবেন কীভাবে? কয়েকটি সহজ ধাপেই মিলবে নিজের নাম

ক্রেডিট কার্ডের ‘লেট ফি’ থেকে স্বস্তি! নতুন RBI নিয়মে বদল আসছে বিল পেমেন্টে, জানুন কী ভাবে মিলবে সুবিধা

advertisement

সোমবার দুপুরে দিঘার সমুদ্রে পরিবার নিয়ে স্নান করতে নামেন মুর্শিদাবাদের বাসিন্দা সুকান্ত সাহা। আচমকাই অসুস্থ হয়ে পড়ে সমুদ্রের জলে তলিয়ে যেতে থাকেন তিনি। মুহূর্তের মধ্যেই ঘটনাস্থলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আতঙ্কে চিৎকার করে ওঠেন তাঁর পরিবারের সদস্যসহ পর্যটকরাও ।

সেই সময় কর্তব্যরত নুলিয়ারা দ্রুত সমুদ্রে নেমে পড়েন। তাঁদের তৎপরতায় সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করা হয় সুকান্ত সাহাকে। এরপর দ্রুত তাঁকে নিয়ে যাওয়া হয় দিঘা স্টেট জেনারেল হাসপাতালে। চিকিৎসকরা জানান, সময়মত উদ্ধার না করলে বড় বিপদ ঘটতে পারত। আপাততভাবে তাঁর জ্ঞান ফিরে এসেছে এবং চিকিৎসাধীন রয়েছেন তিনি।

advertisement

দিঘায় কর্তব্যরত এক নুলিয়া রতন দাস বলেন, “সমুদ্রে তখন বেশ ঢেউ ছিল। আচমকা দেখি পর্যটকরা চিৎকার করছেন । বুঝতে পারি কিছু একটা সমস্যা হয়েছে। আমরা কয়েকজন মিলেই দ্রুত সমুদ্রে ঝাঁপ দিয়ে তাঁকে টেনে তুলি। তারপর দ্রুত হাসপাতালে পাঠান হয়।”

সেরা ভিডিও

আরও দেখুন
দীপ্তি, রিচাদের উত্থান বাংলার এই অ্যাকাডেমি থেকে! হাওড়ায় অনুশীলন বিশ্বজয়ীদের
আরও দেখুন

ঘূর্ণিঝড় মন্থার পর দিঘার সমুদ্র এখনও কিছুটা উত্তাল। তাই পর্যটকদের সতর্ক থাকতে বলা হয়েছে। মাইকিং করে পর্যটকদের সতর্ক করা হচ্ছে যাতে তারা বেশি গভীরে স্নান করতে না নামেন। অপ্রীতিকর ঘটনা ঘটাতে বারবার সতর্ক প্রশাসন।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
দিঘায় অঘটন! স্নানের মাঝে অসুস্থ হয়ে তলিয়ে যাচ্ছিলেন এক ব্যক্তি, উদ্ধার করলেন নুলিয়ারা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল