মন্থার প্রভাব এখনও পুরোপুরি কাটেনি। যার ফলে সমুদ্র উত্তাল রয়েছে। এই কথাকে মাথায় রেখেই প্রশাসনের তরফ থেকে দিঘা-মন্দারমণি-শঙ্করপুর সহ বিভিন্ন পর্যটন কেন্দ্রগুিলিতে এখনও পর্যটকদের সতর্ক করতে মাইকিং করা হচ্ছে।
২০০২ সালের ভোটার তালিকা দেখবেন কীভাবে? কয়েকটি সহজ ধাপেই মিলবে নিজের নাম
advertisement
সোমবার দুপুরে দিঘার সমুদ্রে পরিবার নিয়ে স্নান করতে নামেন মুর্শিদাবাদের বাসিন্দা সুকান্ত সাহা। আচমকাই অসুস্থ হয়ে পড়ে সমুদ্রের জলে তলিয়ে যেতে থাকেন তিনি। মুহূর্তের মধ্যেই ঘটনাস্থলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আতঙ্কে চিৎকার করে ওঠেন তাঁর পরিবারের সদস্যসহ পর্যটকরাও ।
সেই সময় কর্তব্যরত নুলিয়ারা দ্রুত সমুদ্রে নেমে পড়েন। তাঁদের তৎপরতায় সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করা হয় সুকান্ত সাহাকে। এরপর দ্রুত তাঁকে নিয়ে যাওয়া হয় দিঘা স্টেট জেনারেল হাসপাতালে। চিকিৎসকরা জানান, সময়মত উদ্ধার না করলে বড় বিপদ ঘটতে পারত। আপাততভাবে তাঁর জ্ঞান ফিরে এসেছে এবং চিকিৎসাধীন রয়েছেন তিনি।
দিঘায় কর্তব্যরত এক নুলিয়া রতন দাস বলেন, “সমুদ্রে তখন বেশ ঢেউ ছিল। আচমকা দেখি পর্যটকরা চিৎকার করছেন । বুঝতে পারি কিছু একটা সমস্যা হয়েছে। আমরা কয়েকজন মিলেই দ্রুত সমুদ্রে ঝাঁপ দিয়ে তাঁকে টেনে তুলি। তারপর দ্রুত হাসপাতালে পাঠান হয়।”
ঘূর্ণিঝড় মন্থার পর দিঘার সমুদ্র এখনও কিছুটা উত্তাল। তাই পর্যটকদের সতর্ক থাকতে বলা হয়েছে। মাইকিং করে পর্যটকদের সতর্ক করা হচ্ছে যাতে তারা বেশি গভীরে স্নান করতে না নামেন। অপ্রীতিকর ঘটনা ঘটাতে বারবার সতর্ক প্রশাসন।