৫৬ বছরে পদার্পণ করল ঘোষপুর সমাজ শিক্ষা কেন্দ্রের সার্বজনীন দুর্গোৎসব। এবারে পুজো মণ্ডপে কোথাও প্লাস্টিক ব্যবহার করা হয়নি ব্যবহার হয়েছে পাট ও বাঁশের কারুকার্য। হারিয়ে যাওয়া গ্রাম গঞ্জের বাঁশের শিল্প কুলো, বেতের পেতে, ঝুড়ি দিয়ে মন্ডপ সাজিয়ে তোলা হয়েছে।
আরও পড়ুন: নেই প্রণব, কীর্ণাহারের মুখার্জী বাড়ির দুর্গাপুজোয় সেই জৌলুস কই!
advertisement
হারিয়ে যাওয়া হাতে টানা রিক্সা ও ঘোড়ার গাড়ি বাঁশের বাতা দিয়ে তৈরি করা হয়েছে।পরিবেশ দূষণ মুক্ত করতে ও বিশ্ব উষ্ণায়নের হাত থেকে মুক্তি পেতেই প্লাস্টিক বর্জন।
আরও পড়ুন: কলকাতা-হাওড়ার শারদ উৎসবে শামিল হতে শহরে নাড্ডা, মহাসপ্তমীতে বাড়তি উন্মাদনা
এই বিষয়ে পুজো কমিটির মুল উদ্যোক্তা সেখ হায়দর আলি প্রতিবছরের সঙ্গে এ বছরও পুজো মন্ডপে থিমের এবারে পুজো করছেন। সম্প্রীতির বাতাবরণ দীর্ঘদিন ধরেই এই গ্রামে উভয় সম্প্রদায় কাঁধে কাঁধ মিলিয়ে এই পুজো করছেন। পুজো কয়েকটা দিন গ্রামের প্রত্যেকে বিভিন্ন সংস্কৃতি অনুষ্ঠানের মধ্য দিয়ে আনন্দে মাতোয়ারা হয়ে উঠে বলে জানিয়েছেন।
— Suvojit Ghosh