এখন জেলায় জেলায় বড় বাজেটের পুজো গলিতেও থিম পুজোর ধুম। থিম পুজোয় চিত্রায়নের মাধ্যমে সমাজকে বিশেষ বার্তা দেওয়ার পাশাপাশি ঘটে যাওয়া বড় বড় ঘটনাকে তুলে ধরার চেষ্টা। এবার সেই থিমের পূজায় উঠে এল করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার চিত্র।
চলতি বছরের জুন মাসের ২ তারিখ সন্ধের পর দুর্ঘটনার মুখে পড়ে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস। ওড়িশার বালাসোর জেলার বাহানাগা বাজার রেলওয়ে স্টেশনে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় প্রাণ হারান ২৯৬ জন। বালাসোর বালাসোর হাসপাতাল ভরতি হয়েছিলেন একাধিক আহত যাত্রীরা।
advertisement
আরও পড়ুন- সর্বোচ্চ ১০ লক্ষ টাকা ঋণ, স্টুডেন্ট ক্রেডিট কার্ড পাবেন কীভাবে! জানুন পদ্ধতি
সময়ের নিয়মে সাধারণ মানুষের মনে ক্রমশ আবছা হচ্ছে এই দুর্ঘটনার ছবি। সেই দুর্ঘটনা এবার বাঙালির বড় উৎসব দুর্গাপুজোয় থিমের আকারে তুলে ধরা হচ্ছে। একটি মণ্ডপের দেবী প্রতিমায় থিম এর মাধ্যমে তুলে ধরা হচ্ছে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার চিত্রায়ন।
থিম পুজোয়, থিমের মণ্ডপের পাশাপাশি থিমের দেব-দেবী ও শোভা পায়। এরকম একটি মণ্ডপে থিম পুজোর জন্য তমলুকের সনাপেত্যার প্রতিমা শিল্পী ধীমান মাইতির স্টুডিওতে তৈরি হচ্ছে করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনায় চিত্রায়ন করা থিমের দেবী প্রতিমা।
দেখানো হয়েছে এই দুর্ঘটনায় প্রাণ হারানো ব্যক্তির জন্য মা শোকাতুর। অন্যদিকে লক্ষ্মী সরস্বতী দুর্ঘটনায় আহত পরিবারের মহিলাদের সাহায্যে এগিয়ে এসেছেন।গনেশ দুর্ঘটনায় স্বজন হারান পরিবারের আর্থিক সাহায্য প্রদানে এগিয়ে এসেছেন।
আরও পড়ুন- পুজোর থিম ‘চন্দ্রযান ৩’, দেখবেন নাকি ল্যান্ডার বিক্রমকে কাছ থেকে? চলে আসুন এখানে
আর কার্তিক আহতদের চিকিৎসার জন্য ডাক্তারের ভূমিকায়। এই থিমের মাধ্যমে শিল্পী লৌকিক ও অলৌকিক প্রেক্ষাপট মেলানোর চেষ্টা করছেন।
প্রসঙ্গত থিম পুজোগুলিতে থিমের দেব দেবী তৈরি করা হলেও পাশাপাশি দেবী দুর্গার চিরাচরিত রূপের মূর্তিও রাখা হয়। আর সেই সেই দেবী মূর্তি মূলত পুজোহয়। থিমের দেবদেবীর মাধ্যমে বিভিন্ন ঘটনা তুলে ধরা বা বিভিন্ন সামাজিক বার্তা দেওয়ার প্রচেষ্টা করেন শিল্পীরা।
Saikat Shee