TRENDING:

Durga Puja 2023: ঢাকে পড়ল কাঠি, রথের দিন দুর্গাপুজোর সূচনা হল কাশিমবাজার ছোট রাজবাড়িতে, দেখুন

Last Updated:

Durga Puja 2023: রথের দিনে চিরাচরিত প্রথা অনুযায়ী নিয়ম মেনেই কাঠামো পুজোর মধ্যে দিয়েই প্রাচীন কাশিমবাজার ছোট রাজবাড়ির দুর্গাপুজোর সূচনা হল। প্রাচীন ঐতিহ্য মেনে আজও কাশিমবাজার রাজবাড়িতে পূজিতা হন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদঃ রথের দিনে চিরাচরিত প্রথা অনুযায়ী নিয়ম নিষ্ঠা মেনেই কাঠামো পুজোর মধ্যে দিয়েই প্রাচীন কাশিমবাজার ছোট রাজবাড়ির দুর্গাপুজোর সূচনা করা হল। প্রাচীন ঐতিহ্য মেনে আজও কাশিমবাজার রাজবাড়িতে পুজো হয়।
advertisement

মুর্শিদাবাদের বনেদিবাড়ির পুজোগুলির মধ্যে অন্যতম কাশিমবাজারের ছোট রাজবাড়ির পুজো। সেই রাজাও নেই, নেই সেই রাজ্যপাট। কিন্তু যা আছে তা হল ঐতিহ্য ও পরম্পরা। সেই ঐতিহ্যই বাঁচিয়ে রেখেছে কাশিমবাজারের রায় বাড়ির পুজোকে। জানা যায়, ১৭৪০ সালে রেশম ব্যবসায়ী দীনবন্ধু রায় অধুনা বাংলাদেশের ফিরজপুর থেকে ব্যবসার জন্য এসেছিলেন কাশিমবাজারে। পরে এই কাশিমবাজারেই বসবাস করতে আরম্ভ করেন তিনি।

advertisement

ব্রিটিশ সরকার দীনবন্ধু রায়কে রেশম কুটিরের প্রধান হিসেবে ঘোষণা করে। ব্রিটিশ সরকার আনুকূল্যে ফুলে ফেঁপে ওঠে ব্যবসা। ১৭৯৩ ব্রিটিশ সরকার রায় পরিবার কে জমিদারি স্বত্ব দেয়। মুর্শিদাবাদের কাশিমবাজারের ছোট রাজবাড়িতে তার পর থেকেই শুরু হয় দুর্গাপুজো।

View More

আরও পড়ুনঃ রথের দিনে শুভেন্দুর ‘না’! তমলুকে বিরোধী দলনেতার রূপে তাজ্জব সকলে

advertisement

এ বাড়ির উত্তরসূরিরা এখন শহর নিবাসী। কিন্তু বছরের এই সময়টা জেগে ওঠে সারাবছর অবহেলায় পড়ে থাকা এই জমিদার বাড়ি। রায়বাড়ির বর্তমান প্রজন্ম প্রশান্ত রায়ের তত্ত্বাবধানে সাজসাজ রব পরে যায় এই কটা দিন। প্রশান্ত রায় তার স্ত্রীসুপ্রিয়া রায় তাদের সন্তানদের নিয়ে এই রাজবাড়িতেই কাটান।

বর্তমানে ঐতিহাসিক এই কাশিমবাজার ছোট রাজবাড়িতে রথের দিনে কাঠামো পুজো ও দুর্গাপুজো দেখতে বহু দূর-দূরান্ত থেকে মানুষ আসেন পুজোতে সামিল হতে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোয় নৈহাটি যেতে না পারলে চলে আসুন 'এখানে'! দর্শন পাবেন 'বড়মা'র
আরও দেখুন

কৌশিক অধিকারী

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2023: ঢাকে পড়ল কাঠি, রথের দিন দুর্গাপুজোর সূচনা হল কাশিমবাজার ছোট রাজবাড়িতে, দেখুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল