Suvendu Adhikari: রথের দিনে শুভেন্দুর 'না'! তমলুকে বিরোধী দলনেতার রূপে তাজ্জব সকলে

Last Updated:

Suvendu Adhikari: ২০ জুন তমলুকে রথযাত্রায় সামিল হন নন্দীগ্রামের বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রথযাত্রায় শামিল হয়ে রাজনৈতিক মন্তব্য করতে নারাজ ছিলেন।

+
শুভেন্দু

শুভেন্দু অধিকারী

তমলুক: ২০ জুন তমলুকে রথযাত্রায় সামিল হন নন্দীগ্রামের বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রথযাত্রায় শামিল হয়ে রাজনৈতিক মন্তব্য করতে নারাজ তিনি। পূর্ব মেদিনীপুর জেলা তমলুক শহরে পবিত্র পীঠস্থান তমলুক মহাপ্রভু মন্দিরের রথযাত্রার সূচনা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। চৈতন্যদেব পুরী যাওয়ার পথে তমলুক শহরে তিনবার রাত্রি যাপন করেছিলেন। তমলুক শহরের এই মহাপ্রভু মন্দিরে রথযাত্রার শামিল হন শুভেন্দু অধিকারী।
মঙ্গলবার বিকেলের পর রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তমলুক শহরের মহাপ্রভু মন্দিরে আসেন। প্রথমে মহাপ্রভু মন্দির প্রণাম করেন তারপর তিনি জগন্নাথ বলরাম ও সুভদ্রার রথের সামনে রাস্তা পরিষ্কার, আরতি ও নারকেল ফাটিয়ে রথের দড়ি টেনে রথযাত্রা সূচনা করেন তিনি। শহরের এই রথ ঘিরে ভক্তদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। বিরোধীদলের অধিকারী রথের সূচনার আগে হরিলুটের বাতাসা ছড়ান।
advertisement
advertisement
তমলুক শহরের মহাপ্রভু মন্দিরের তিনটি রথ পুরো শহর পরিক্রমা করার পর মাসির বাড়ি তমলুক রাজবাড়ীতে আসবেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। আগামী এক সপ্তাহ থাকবেন। এক সপ্তাহ পরে আবার উল্টো রথে তমলুক মহাপ্রভুর মন্দিরে ফিরে আসবেন জগন্নাথ, সুভদ্রা এবং বলরাম। এই রথযাত্রা উচ্চ উপলক্ষে অনুষ্ঠান আয়োজন করেছে তমুকের মহাপ্রভু মন্দির কর্তৃপক্ষ। ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের কর্মসূচিও নেওয়া হয়েছে।
advertisement
আরও পড়ুনঃ বাংলার প্রাচীন স্থাপত্যশৈলী ‘জোড়বাংলা’র নিদর্শন রয়েছে বালি দেওয়ানগঞ্জে, সপ্তাহান্তে ঘুরে আসুন
মঙ্গলবার বিকেলে এই রথ যাত্রার সূচনা এসে বিরোধী দলনেতা কোনও ধরনের রাজনৈতিক মন্তব্য করতে চাননি। তিনি বলেন, রথযাত্রা উৎসব নয়, এটা আমাদের ধর্মীয় অনুষ্ঠান। অনেকে রথযাত্রাকে উৎসব বলেন। উৎসব নয়। শত শত বছরের পুরনো রথযাত্রা। হাজার বছরের পুরানো ঐতিহ্য।
advertisement
Saikat Shee
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Suvendu Adhikari: রথের দিনে শুভেন্দুর 'না'! তমলুকে বিরোধী দলনেতার রূপে তাজ্জব সকলে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement