TRENDING:

দুর্গাপুজোয় জড়িয়ে আছে সাধক বামাক্ষ্যাপার স্মৃতি, ভক্ত আর ভগবানের লীলা কথা

Last Updated:

জনশ্রুতি বীরভূমের আটলায় সরকার বাড়ির দুর্গাপুজো নিজে হাতে করতেন বামাক্ষ্যাপা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বীরভূম: এই দুর্গাপুজোয় জড়িয়ে আছে সাধক বামাক্ষ্যাপার স্মৃতি। জনশ্রুতি বীরভূমের আটলায় সরকার বাড়ির দুর্গাপুজো নিজে হাতে করতেন বামাক্ষ্যাপা। তন্ত্রমতেই পুজো হয় এখানে। ভক্তের ভগবান। ভক্তের ডাকে সাড়া দেন মা। সাধনপীঠ তারাপীঠ। তারসঙ্গেই জড়িয়ে সাধক বামাখ্যাপার নাম।
দুর্গাপুজোয় জড়িয়ে আছে সাধক বামাক্ষ্যাপার স্মৃতি
দুর্গাপুজোয় জড়িয়ে আছে সাধক বামাক্ষ্যাপার স্মৃতি
advertisement

তাঁকে নিয়েই কত গল্প। কত ইতিহাস। কত লীলা । তেমনই নানা ইতিহাস জড়িয়ে আছে বীরভূমের রামপুরহাটের আটলা গ্রামের সরকার বাড়ির পুজোয়। পুজোর বয়স প্রায় তিনশো বছর। আটলা গ্রামের জমিদার ঘনশ্যাম সরকার ছিলেন মাতৃভক্ত। তাঁর হাত ধরেই সরকার বাড়ির দুর্গা বন্দনার শুরু।

আরও পড়ুন: আকাশে বাতাসে পুজোর গন্ধ, জয়নগরের পটুয়া পাড়ায় তুঙ্গে ব্যস্ততা

advertisement

সরকার পরিবারের বংশধর দুর্গাদাস সরকারের হাত ধরেই তারাপীঠে ফুল তোলার কাজে যোগ দেন বামাখ্যাপা। আটলা গ্রামেই বামাখ্যাপার পৈত্রিক ভিটে। জনশ্রুতি, সরকার বাড়ির দুর্গাপুজোয় পড়েছে বামাক্ষ্যাপার পুজোর ফুল। পুজোর অঞ্জলি।

আরও পড়ুন: হাওড়ার রসপুরের রায় পরিবারের পুজোয় শুধুই ইতিহাসের গন্ধ, জানুন

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

সরকার বাড়ির দুর্গা পুজোয় এখনও ছাগ বলি হয়। সপ্তমিতে পালকি করে মায়ের ঘট ভরে আনা হয়। রামপুরহাটের সরকার বাড়ির দুর্গাপুজোয় বামাখ্যাপার স্মৃতি। ভক্ত আর ভগবানের লীলা কথা।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
দুর্গাপুজোয় জড়িয়ে আছে সাধক বামাক্ষ্যাপার স্মৃতি, ভক্ত আর ভগবানের লীলা কথা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল