হাওড়ার রসপুরের রায় পরিবারের পুজোয় শুধুই ইতিহাসের গন্ধ, জানুন

Last Updated:

আমতার রসপুরে এখন থেকেই পুজোর গন্ধ।

হাওড়ার রসপুরের রায় পরিবারের পুজো
হাওড়ার রসপুরের রায় পরিবারের পুজো
#হাওড়া: আমতার রসপুরের রায় পরিবারের পুজোয় ইতিহাসের গন্ধ। পুজোর বয়স প্রায় ৫০০ বছর। রসপুরের বাসিন্দাদের কাছে এ পুজোর নাম সাত ঘরের পুজো। পুজো আসছে। হাওয়ায় হাওয়ায় পুজোর গন্ধ। আকাশে সোনা রোদের ঝিলিক।
(ও আকাশ সোনা সোনা
ও মাটি সবুজ সবুজ গান)
advertisement
আমতার রসপুরে এখন থেকেই পুজোর গন্ধ। এখানেই রায় পরিবারের দুর্গাপুজো। ৪৭৮ বছরের পুরনো। হাতে আর একমাসও নেই। তাই জোরকদমে চলছে প্রতিমা তৈরির কাজ।
আরও পড়ুন: নেই দাদা, ভাবতেই পারছে না একডালিয়া! সুব্রত-হীন পুজো যেন এভারগ্রিন নয়
রায় পরিবারের পুজো ঘিরে নানা গল্প। জনশ্রুতি, ১৫৪৫ সালে রসপুরে দুর্গাপুজো শুরু করেন যশোশচন্দ্র রায়। সময় পেরিয়েছে। কমেছে জৌলুস। তবে পুজোর রীতি এখনও চলে আসছে। রায় পরিবারের পুজোয় রয়েছে রাজারাজড়ার কথা। পুজোর সঙ্গে জড়িয়ে বর্ধমানের রাজ আমলের ইতিহাস। একসময় কামান দেগে শুরু হতো পুজো। এখন সে সব ইতিহাস। রায় পরিবারের সাত শরিক। তাই সাত ঘরের পুজো।
advertisement
রায় পরিবারের পুজো। বনেদি বাড়ির পুজো ঘিরে অনেক ইতিহাস। গ্রামের মানুষ পুজোর কয়েকদিন এখানেই ভিড় জমান। রসপুরের পুজোয় তাই প্রাণের ছোঁয়া।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
হাওড়ার রসপুরের রায় পরিবারের পুজোয় শুধুই ইতিহাসের গন্ধ, জানুন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement