TRENDING:

North 24 Parganas News: গ্রামে হাঁটু জলে থমকে জীবন, স্কুলে নেই ছাত্রছাত্রী, জলমগ্ন বসিরহাট 

Last Updated:

জল ঢুকে পড়ায় ঘরের ভেতর আশ্রয় নিচ্ছে বিষাক্ত পোকামাকড়। ফলে আতঙ্কে দিন কাটাচ্ছেন গ্রামের মানুষ। একদিকে জীবনের ঝুঁকি, অন্যদিকে নিত্যদিনের দুর্ভোগ, সবমিলিয়ে জলমগ্ন গ্রামে তীব্র অসহায়তার ছবি উঠে আসছে। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জুলফিকার মোল্যা, উত্তর ২৪ পরগনা: গ্রামে হাঁটু জলে থমকে জীবন, স্কুলে নেই ছাত্রছাত্রী। বসিরহাট মহকুমার বিস্তীর্ণ এলাকায় টানা বৃষ্টির ফলে শহরের পাশাপাশি গ্রামগুলিতেও নাকাল অবস্থা। একদিকে বসিরহাট, বাদুড়িয়া ও টাকি পুরসভা এলাকার বিভিন্ন বাজার এবং রাস্তায় জল জমে রয়েছে, অন্যদিকে একই অবস্থা গ্রামগুলিতেও।
advertisement

বসিরহাট এক নম্বর ব্লকের গোটরা গ্রাম পঞ্চায়েতের শশীনা ও গোকনা গ্রামে কয়েকদিনের অবিরাম বৃষ্টিতে হাঁটু থেকে কোমর সমান জল জমে রয়েছে। কোথাও ঘরের ভেতর পর্যন্ত জল ঢুকে পড়েছে। এলাকার জল নিকাশি ব্যবস্থা ভেঙে পড়ায় জল বেরোতে পারছে না, ফলে গ্রামের মানুষের নিত্যদিনের জীবন থমকে গিয়েছে। শশীনা প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষিকা জানিয়েছেন, গ্রামের মধ্যে জল জমে থাকায় পড়ুয়ারা বাড়ি থেকে বেরোতে পারছে না, তাই স্কুলে ছাত্রছাত্রীদের দেখা মিলছে না।

advertisement

আরও পড়ুন: কীভাবে ডেরা বাঁধল পাক গুপ্তচরেরা! ভেবেই পাচ্ছেন না মেমারির বাসিন্দারা

অন্যদিকে, বাদুড়িয়া পুরসভার আড়বালিয়া ৮ নম্বর ওয়ার্ডের অটো স্ট্যান্ড থেকে ধান্যকুড়িয়াগামী রাস্তা সম্পূর্ণভাবে জলমগ্ন। দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা এই রাস্তায় জলনিকাশি ব্যবস্থার অভাবে জল জমে থাকার কারণে স্থানীয় বেসরকারি স্কুলের প্রায় ৬০০ ছাত্রছাত্রী যাতায়াতে সমস্যায় পড়ছে। এই গুরুত্বপূর্ণ রাস্তাটি সংস্কারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন স্থানীয় বাসিন্দারা।

advertisement

আরও পড়ুন: দিঘায় বাস চালাতে হবে ‘টাইম টেবিল’ মেনে, বাসের রেষারেষি, দুর্ঘটনা এড়াতে পদক্ষেপ

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

একই ছবি বসিরহাট ২ নম্বর ব্লকের খোলাপোতা গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুর থেকে শ্রী রামপুর পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তায়। বছরের পর বছর সংস্কারহীন অবস্থায় থাকা রাস্তাটি বর্ষার জলে হাঁটু থেকে কোমর সমান জলমগ্ন। ফলে গ্রামের মানুষ কার্যত ঘরবন্দি হয়ে পড়েছেন। অভিযোগ, প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেই, কোনো জনপ্রতিনিধির দেখা নেই এলাকায়। ফলে সমস্যার কথা জানানোর সুযোগ পাচ্ছেন না গ্রামবাসীরা। তাদের দাবি, অবিলম্বে নিকাশি এবং রাস্তা সংস্কারের ব্যবস্থা নিতে হবে, নাহলে প্রতি বছর এভাবে জলের তলায় থেকে জীবনযাপন করতে হবে। এদিকে জল ঢুকে পড়ায় ঘরের ভেতর আশ্রয় নিচ্ছে বিষাক্ত পোকামাকড়। ফলে আতঙ্কে দিন কাটাচ্ছেন গ্রামের মানুষ। একদিকে জীবনের ঝুঁকি, অন্যদিকে নিত্যদিনের দুর্ভোগ, সবমিলিয়ে জলমগ্ন গ্রামে তীব্র অসহায়তার ছবি উঠে আসছে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: গ্রামে হাঁটু জলে থমকে জীবন, স্কুলে নেই ছাত্রছাত্রী, জলমগ্ন বসিরহাট 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল