কীভাবে ডেরা বাঁধল পাক গুপ্তচরেরা! ভেবেই পাচ্ছেন না মেমারির বাসিন্দারা
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
- Written by:Saradindu Ghosh
Last Updated:
পাক গুপ্তচর সন্দেহে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। আর তারপর থেকেই এলাকায় থমথমে ভাবে। মেমারির দিঘির পাড়ের মতো শান্তিপূর্ণ জায়গায় ডেরা বেঁধেছিল পাক গুপ্তচররা এ কথা ভাবতেই পারছেন না এলাকার বাসিন্দারা। এই ঘটনায় তাজ্জব সকলেই।
পূর্ব বর্ধমান: পাক গুপ্তচর সন্দেহে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। আর তারপর থেকেই এলাকায় থমথমে ভাবে।
মেমারির দিঘির পাড়ের মতো শান্তিপূর্ণ জায়গায় ডেরা বেঁধেছিল পাক গুপ্তচররা এ কথা ভাবতেই পারছেন না এলাকার বাসিন্দারা। এই ঘটনায় তাজ্জব সকলেই।
বাসিন্দারা বলছেন, এলাকার বাসিন্দাদের সঙ্গে তারা মিশত না কোনও দিনই। যে অ্যাপার্টমেন্ট থেকে তাঁদের গ্রেফতার করা হয়েছে সেই পাশের ঘরের লোকদের সঙ্গেও কথা বলত না তাঁরা। এই ঘটনায় গোয়েন্দা বিভাগের আরও সতর্ক থাকা উচিত বলে মনে করছেন উদ্বিগ্ন বাসিন্দারা।
advertisement
advertisement
প্রসঙ্গত, পহেলগাঁওতে জঙ্গি হামলার পর থেকেই দেশজুড়ে বিভিন্ন জায়গা থেকেই পাকড়াও হয়েছে পাক গুপ্তচর। পাকিস্তানের সঙ্গে যোগাযোগ থাকার অভিযোগে পূর্ব বর্ধমান থেকে মঙ্গলবার গ্রেফতার হয়েছে দুই সন্দেহভাজন। পূর্ব বর্ধমানের মেমারিতে অ্যাক্টিভেটেড সিম নম্বর পাকিস্তানে ব্যবহার করা হয়েছে বলেই অভিযোগ।
advertisement
সূত্রের খবর, এই ঘটনায় দুই সন্দেহভাজন মুকেশ রজক ও রাকেশ কুমারকে গ্রেফতার করল বেঙ্গল এসটিএফ(বাংলার স্পেশ্যাল টাস্ক ফোর্স)। সূত্রের দাবি, মেমারি থেকে অ্যাক্টিভেটেড সিম নম্বর ওই হোয়াটস অ্যাপ ওটিপি পাকিস্তানের এক এনজিও র সঙ্গে শেয়ার করেছিলেন ধৃত দুই ব্যক্তি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 09, 2025 11:33 AM IST