Sraboni Mela: শ্রাবণী মেলায় যাত্রীদের অতিরিক্ত ভিড় সামলাতে একাধিক স্পেশ‍্যাল ট্রেন দিল রেল

Last Updated:

Sraboni Mela: উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে শ্রাবণী মেলার সময়ে যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে তিন জোড়া স্পেশ‍্যাল ট্রেন চালানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে। ট্রেনগুলি ডিব্রুগড়-দেওঘর, কাটিহার-দেওঘর এবং কাটিহার-মনিহারির মধ্যে চলাচল করবে।

* শ্রাবণী মেলার সময় যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতেউত্তর পূর্ব সীমান্ত রেলওেয়র স্পেশাল ট্রেন
* শ্রাবণী মেলার সময় যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতেউত্তর পূর্ব সীমান্ত রেলওেয়র স্পেশাল ট্রেন
উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে শ্রাবণী মেলার সময়ে যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে তিন জোড়া স্পেশ‍্যাল ট্রেন চালানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে। ট্রেনগুলি ডিব্রুগড়-দেওঘর, কাটিহার-দেওঘর এবং কাটিহার-মনিহারির মধ্যে চলাচল করবে। ট্রেন নং. ০৫৯২৬ (ডিব্রুগড় – দেওঘর) স্পেশ‍্যাল ১০ জুলাই থেকে ৯ আগস্ট, ২০২৫ তারিখ পর্যন্ত ডিব্রুগড় থেকে প্রত্যেক বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, সোমবার ও মঙ্গলবারে সকাল ৯:৪০ টায় রওনা দিয়ে পরের দিন রাত ৮:২৫ টায় দেওঘর পৌঁছাবে।
আরও পড়ুনঃ কোল্ড ড্রিঙ্ক খাওয়ার পর, সেই খালি বোতলগুলিতেই রোজ জল খাচ্ছেন? কতটা বিপদ হতে পারে কল্পনাও করতে পারবেন না! ডেকে আনছেন মৃত্যু… জানুন!
একইভাবে, ট্রেন নং. ০৫৯২৫ (দেওঘর – ডিব্রুগড়) স্পেশ‍্যাল ১১ জুলাই থেকে ১০ আগস্ট, ২০২৫ তারিখ পর্যন্ত দেওঘর থেকে প্রত্যেক শুক্রবার, শনিবার, রবিবার, মঙ্গলবার ও বুধবারে রাত ৯:৫৫ টায় রওনা দিয়ে তৃতীয় দিন সকাল ৮:৩০ টায় ডিব্রুগড় পৌঁছাবে। ট্রেন দুটি উভয় দিক থেকে ২৩টি করে ট্রিপের জন্য চলবে।ট্রেন নং. ০৫৭১৬ (কাটিহর – দেওঘর) স্পেশ‍্যাল ১০ জুলাই থেকে ৭ আগস্ট, ২০২৫ তারিখ পর্যন্ত কাটিহার থেকে প্রত্যেক বৃহস্পতিবারে দুপুর ২:২০ টায় রওনা দিয়ে পরের দিন ভোর ৪:১৫ টায় দেওঘর পৌঁছাবে।
advertisement
একইভাবে, ট্রেন নং. ০৫৭১৫ (দেওঘর – কাটিহার) স্পেশ‍্যাল ১১ জুলাই থেকে ৮ আগস্ট, ২০২৫ তারিখ পর্যন্ত দেওঘর থেকে প্রত্যেক শুক্রবারে সকাল ৫:৪৫ টায় রওনা দিয়ে একই দিনে রাত ৯:২০ টায় কাটিহার পৌঁছাবে। ট্রেন দুটি উভয় দিক থেকে ০৫টি করে ট্রিপের জন্য চলবে।
advertisement
ট্রেন নং. ০৭৫৪০ (কাটিহার – মনিহারি) স্পেশ‍্যাল ১ থেকে ৩১ জুলাই, ২০২৫ তারিখ পর্যন্ত কাটিহার থেকে প্রত্যেকদিন রাত ৮:৩০ টায় রওনা দিয়ে একই দিনে রাত ৯:৩০ টায় মনিহারি পৌঁছাবে। একইভাবে, ট্রেন নং. ০৭৫৩৯ (মনিহারি – কাটিহার) স্পেশ‍্যাল ২ জুলাই থেকে ১ আগস্ট, ২০২৫ তারিখ পর্যন্ত মনিহারি থেকে প্রত্যেকদিন সকাল ৫:০০ টায় রওনা দিয়ে একই দিনে সকাল ৬:০০ টায় কাটিহার পৌঁছাবে। ট্রেন দুটি উভয় দিক থেকে ৩১টি করে ট্রিপের জন্য চলবে।উত্তর পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা জানিয়েছেন, এই ট্রেনগুলির রুট, স্টপেজ ও সময়সূচির বিশদ বিবরণ আইআরসিটিসি ওয়েবসাইটে পাওয়া যাবে এবং সোস্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও অধিসূচিত করা হয়েছে। যাত্রার করার পূর্বে বিশদ বিবরণগুলি দেখে নেওয়ার জন্য যাত্রীদের অনুরোধ জানানো হচ্ছে।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Sraboni Mela: শ্রাবণী মেলায় যাত্রীদের অতিরিক্ত ভিড় সামলাতে একাধিক স্পেশ‍্যাল ট্রেন দিল রেল
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement