Bangla news: হুহু করে জল ছাড়ছে ডিভিসি! ভাসছে ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে একাধিক এলাকা, তুমুল দুর্যোগ

Last Updated:

মঙ্গলবার মধ্যরাত থেকে টানা বৃষ্টির জেরে ইতিমধ্যেই দুর্গাপুর ব্যারেজ থেকে ৪৬ হাজার কিউসেক জল ছাড়া শুরু করেছে দামোদর ভ্যালি কর্পোরেশন বা ডিভিসি। মাইথন ও পাঞ্চেত থেকেও ছাড়া হচ্ছে আরও ৪০ হাজার কিউসেক জল। ডিভিসি সূত্রে খবর, সোমবার পর্যন্ত দুর্গাপুর ব্যারেজ থেকে ছাড়া হচ্ছিল ৪০ হাজার কিউসেক। কিন্তু উচ্চ দামোদর অববাহিকায় অতিবৃষ্টির জেরে জলের চাপ বেড়ে যাওয়ায় সেই পরিমাণ মঙ্গলবার সকাল থেকে বেড়ে হয়েছে ৪৬ হাজার কিউসেক।

* ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জুড়ে দূর্যোগ পরিস্থিতি দেখতে এলাকায় সেচ মন্ত্রী 
* ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জুড়ে দূর্যোগ পরিস্থিতি দেখতে এলাকায় সেচ মন্ত্রী 
দক্ষিণবঙ্গ: দুর্যোগ পরিস্থিতি দেখতে ঝাড়গ্রাম ও মেদিনীপুর জেলায় যাচ্ছেন সেচ মন্ত্রী। ডিভিসির জল ছাড়া অব্যাহত। সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে এই মুহূর্তে গালুডি থেকে ছাড়া জলে নয়াগ্রাম, গোপীবল্লভপুর, কেশিয়ারিতে। ঘাটালের চন্দ্রকোণা ক্ষীরপাইয়ে জল বাড়ছে। রিলিফ মেটিরিয়াল যথাযথ দিতে বলা হয়েছে।সোমবার মধ্যরাত থেকে ভারী বৃষ্টিপাতের কারণে দক্ষিণবঙ্গের একাধিক নদীতে বেড়েছে জল। এর পাশাপাশি ব্যারেজ থেকে ছাড়া জলের পরিমাণ বেড়েছে।
দূর্যোগ পরিস্থিতি দেখতে মুখ্যমন্ত্রীর নির্দেশে ঝাড়গ্রাম ও মেদিনীপুর জেলায় সেচ মন্ত্রী মানস ভুঁইয়া। তিনি জানিয়েছেন, গালুডি থেকে ছাড়া জলের পরিমাণ বেড়েছে। এর ফলে ঝাড়্গ্রাম জেলার একাংশ ও পশ্চিম মেদিনীপুর জেলার একাংশের মানুষের অসুবিধা বাড়বে। নয়াগ্রাম, গোপীবল্লভপুর, কেশিয়ারিতে সমস্যা বাড়বে। নিম্নচাপ আর মৌসুমি অক্ষরেখার যুগলবন্দিতে টানা বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গে।
advertisement
advertisement
তার উপর নতুন করে ডিভিসি জল ছাড়তে শুরু করেছে। এই পরিস্থিতিকে আগাম সতর্ক করে দিল রাজ্য। রাজ্যকে না জানিয়ে জল ছাড়ার পরিমাণ বাড়ানো যাবে না। অতিবৃষ্টির জেরে ডিভিসির জলে যাতে ফের জলমগ্ন না হয়ে পড়ে দক্ষিণবঙ্গের জেলা, তা নিয়ে বিশেষ সতর্কতা নিয়েছে রাজ্য। সেচ মন্ত্রীর অভিযোগ প্রথম কয়েকদিন জল ছাড়ার পরিমাণের কথা ডিভিসি জানালেও পরে তা বন্ধ হয়ে যায়। আগাম না জানিয়েই জল ছাড়া হচ্ছে।
advertisement
মঙ্গলবার মধ্যরাত থেকে টানা বৃষ্টির জেরে ইতিমধ্যেই দুর্গাপুর ব্যারেজ থেকে ৪৬ হাজার কিউসেক জল ছাড়া শুরু করেছে দামোদর ভ্যালি কর্পোরেশন বা ডিভিসি। মাইথন ও পাঞ্চেত থেকেও ছাড়া হচ্ছে আরও ৪০ হাজার কিউসেক জল। ডিভিসি সূত্রে খবর, সোমবার পর্যন্ত দুর্গাপুর ব্যারেজ থেকে ছাড়া হচ্ছিল ৪০ হাজার কিউসেক। কিন্তু উচ্চ দামোদর অববাহিকায় অতিবৃষ্টির জেরে জলের চাপ বেড়ে যাওয়ায় সেই পরিমাণ মঙ্গলবার সকাল থেকে বেড়ে হয়েছে ৪৬ হাজার কিউসেক।
advertisement
বর্ষায় অতিবৃষ্টির সময়ে ডিভিসির ছাড়া জলে দক্ষিণবঙ্গের একাধিক জেলাকে জলমগ্ন করে তোলে। বাড়ি-ঘর, চাষবাসের ক্ষতি হয়। হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া জলমগ্ন হয়েছে ডিভিসির অতিরিক্ত জল ছাড়ার ফলে। এবারও সেই আশঙ্কা তৈরি হওয়ায়, রাজ্য আগাম সতর্কবার্তা দিয়ে রাখল ডিভিসিকে। জলপথে বিপদের আশঙ্কা মাথায় রেখেই হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুরে বাড়ানো হয়েছে নজরদারি। নীচু এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরিয়ে আনার প্রস্তুতি শুরু হয়েছে প্রশাসনের তরফে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Bangla news: হুহু করে জল ছাড়ছে ডিভিসি! ভাসছে ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে একাধিক এলাকা, তুমুল দুর্যোগ
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement