আরও পড়ুন: সহযাত্রীরাই পরিবার! চলন্ত ট্রেনে ১৯ পদের আইবুড়ো ভাতের আয়োজন, পাতে পড়ল কী কী
পঞ্চায়েতের মন্ডলগাতি সমবায় কৃষি উন্নয়ন সমিতির সামনে এলাকার কৃষকেরা কান্নায় ভেঙে পড়লেন। তাদের এই ফসল নষ্ট হয়ে যাওয়ার কারণে দিশেহারা হয়ে পড়েছেন প্রত্যেকে।এই বিষয়ে এলাকার কৃষকেরা জানান, “চাষ করার জন্য সমবায় সমিতি থেকে ঋণ নিয়েছিলাম।কেউ এক লক্ষ টাকা আবার ২ লক্ষ টাকা নিয়েছিলেন সমিতি থেকে। যেভাবে অকাল বৃষ্টির ফলে দুটি ফসল নষ্ট হয়ে গেছে। এর ফলে তাদের সংসার চালানোই দুঃসাধ্য হয়ে পড়েছে।ঋণ শোধ করা তো দূরের কথা।”
advertisement
আরও পড়ুন: গ্রামের মেঠো পথে সাইকেল চালিয়ে অলিম্পিকে সোনা জয়ের স্বপ্ন!
তারা একজোট হয়ে পরিষ্কার জানান সরকার এবং বীমা কোম্পানিগুলি যদি তাদের পাশে না দাঁড়ান তাহলে তাদের কাছে আত্মহত্যা ছাড়া আর কোন উপায় থাকবে না। অন্যদিকে সমিতির ম্যানেজার চাষীদের সহমত পোষণ করে জানিয়েছেন নিম্নচাপে জেরে যে বিঘার পর বিঘা জমিতে ফসল নষ্ট হয়েছে তাতে করে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
সব মিলিয়ে এখন দেখার সমবায় সমিতিগুলি চাষিদের সুবিধার্থে ঋণ মুকুব করবেন না তাদেরকে পরিশোধ করতে হবে সেদিকে তাকিয়ে হুগলির কৃষকেরা।
Suvojit Ghosh