Hooghly News: সহযাত্রীরাই পরিবার! চলন্ত ট্রেনে ১৯ পদের আইবুড়ো ভাতের আয়োজন, পাতে পড়ল কী কী

Last Updated:

রোজনামচার জীবনে নিত্য আসা-যাওয়ার পথে এমন অনেক মানুষের সঙ্গে আলাপ হয়। ধীরে ধীরে বন্ধুত্বও গড়ে ওঠে, যা হয়ে যায় একটা পরিবারের মতো।

+
ট্রেনের

ট্রেনের ভেন্ডার কামরায় চলছে আইবুড়ো ভাত

হুগলি: এখন বিয়ের মরসুম। সেই আঁচ লোকাল ট্রেনেও। সম্প্রতি কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় ট্রেনের মধ্যে বিয়ের ভিডিও। ফের সেই লোকাল ট্রেনেই বসল আসর। তবে বিয়ের নয়, আইবুরোভাতের।সহযাত্রী বন্ধুকে সারপ্রাইজ দেওয়ার জন্য অন্য সহযাত্রীরা এলাহি ভাবে আইবুড়ো ভাতের আয়োজন করলেন। তা-ও আবার চলন্ত লোকাল ট্রেনের মধ্যেই। এরকমই একটি অভিনব দৃশ্যের সাক্ষী থাকলো তারকেশ্বর- হাওড়া ট্রেনের নিত্যযাত্রীরা।
প্রতিদিন ট্রেনে চড়ে তারকেশ্বর থেকে হাওড়া যান অনেকেই। হাওড়া স্টেশনে নেমে সকলে চলে যান যে যাঁর গন্তব্যে। আবার দিনের শেষে হাওড়া থেকে একই ভাবে বাড়ি ফেরা। রোজনামচার জীবনে নিত্য আসা-যাওয়ার পথে এমন অনেক মানুষের সঙ্গে আলাপ হয়। ধীরে ধীরে বন্ধুত্বও গড়ে ওঠে, যা হয়ে যায় একটা পরিবারের মতো।
নিত্য ট্রেনে যাতায়াতের সূত্রে বাহিরখন্ডের অতনু শাসমলের বন্ধুত্ব গড়ে ওঠে ট্রেনের পিন্টু, সঞ্জয়, মিলন, রাজু, নির্মল, গোবিন্দ, মানিক-সহ বেশ কিছু যাত্রীদের। জানা গিয়েছে, আগামী ১৫ ডিসেম্বর অতনু বাবুর বিয়ে হরিপাল নিবাসী উর্মিলা দেবীর সঙ্গে। সেই মতো তিনি ট্রেনের বন্ধুদের নেমন্তন্ন করেছেন বলে জানা যায়।
advertisement
advertisement
রবিবার সকাল ৯:৩২ ডাউন তারকেশ্বর -হাওড়া লোকালের ভেন্ডার কামড়ায় ফুলের মালা বেলুন দিয়ে সাজিয়ে হবু বরকে ধুতি-পাঞ্জাবি পরিয়ে সানাই বাজিয়ে উলু ধ্বনি দিয়ে উনিশ পদের আয়োজনে আইবুড়ো ভাত খাওয়ানো হয় অতনুকে। কী ছিল না সেই পদে! ভাত, মাছ, মাংস, তরি- তরকারি সহ শেষ পাতে দই, মিষ্টি একেবারে এলাহি ব্যাপার। অতনু জানান, সহযাত্রীদের কাছ থেকে এরকম একটা সারপ্রাইজ গিফট পেয়ে আপ্লুত তিনি।
advertisement
রাহী হালদার
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: সহযাত্রীরাই পরিবার! চলন্ত ট্রেনে ১৯ পদের আইবুড়ো ভাতের আয়োজন, পাতে পড়ল কী কী
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement