সরকারি আবাস যোজনার ৬০ হাজার টাকা মঞ্জুর হল একজনের নামে ঢুকল, একই নামের অন্য অ্যাকাউন্টে! তাও আবার পাশাপাশি বাড়ি। ব্লক অফিস থেকে সমাধানের ইঙ্গিত দিলেও সরকারি টাকা ফেরত দেওয়া এবং তা পুনরায় সঠিক অ্যাকাউন্টে পাঠানোতে কত মাসে বছর তা নিয়ে দুশ্চিন্তায় দুই পরিবার। ইতিমধ্যেই কেটে গেছে এক মাস।
যদিও এক্ষেত্রে যিনি টাকা পেয়েছেন তারও গৃহ আবাস যোজনায় অর্থ অনুদান মঞ্জুর হয়েছে। তাই খুব সংগত কারণেই তিনিও যোগ্য প্রাপক তাই ভেবেছেন তার টাকাই ঢুকেছে, যদিও আইডি আলাদা, বাবার নামও আলাদা। তবে সরকারি এই সামান্য ভুলে একজন টাকা না পেয়ে দুশ্চিন্তায় অন্যজন টাকা পেয়েও ইমারতি দ্রব্য কিনে করতে পারছেন না সরকারি ফেরতের নির্দেশের প্রতীক্ষায়।
advertisement
আরও পড়ুন- ৯৫ %-এর উপর উপস্থিতিতে দারুণ পুরস্কার! স্কুলছুট কমাতে অভিনব উদ্যোগ সুন্দরবনে
ব্যতিক্রমী ঘটনাটি নদিয়ার শান্তিপুর গয়েশপুর পঞ্চায়েতের আলুই পাড়ার। টাকা ঢুকেছে নির্মল মণ্ডলের অ্যাকাউন্টে যার বাবা লালমোহন মন্ডল তবে এটা দ্বিতীয় ফেজে ঢোকার কথা ছিল ঢুকল আগেই অন্যদিকে প্রথম পর্যায়ে টাকা পাওয়ার কথা নির্মল মন্ডল এর বাবার নাম মুকুন্দ মন্ডল যার প্রথমেই টাকা ঢোকার কথা কিন্তু এক মাস হল বিষয়টি বিডিওকে জানিয়ে এখনো সুরাহা পাননি বলেই জানান।
তবে এই নিয়ে দুশ্চিন্তাতে রয়েছেন গয়েশপুর পঞ্চায়েতের উপপ্রধান সেখানকার স্থানীয় তৃণমূল মেম্বার শিপ্রা মন্ডলের স্বামী ব্রজবাসী মন্ডল। তিনি জানাচ্ছেন যখন এনকোয়ারি হয়েছে তখন ডাকা হয়নি জনপ্রতিনিধিদের , সরকারি অফিস থেকে সমস্ত তত্ত্বাবধান হয়েছে এক্ষেত্রে যদি ভুলভ্রান্তি কিছু হয়ে থাকে তার দায়-দায়িত্ব অবশ্যই তাদেরই। তবে দুজনেই আমার এলাকার এবং যোগ্য প্রাপক তাই দুজনে ই শীঘ্রই তাদের সরকারি অনুদান পাক এই অনুরোধ জানিয়েছি বিডিওকে। তবে গ্রামের বিষয় একে অন্যের বিরুদ্ধে দোষারোপ করে সম্পর্ক নষ্ট হচ্ছে আমার সঙ্গেও।
আরও পড়ুন- খড়গপুর আইআইটি থেকে এম.টেক, ভি নারায়ণন এর জিরো থেকে হিরো হওয়ার কাহিনী অবাক করবে!
টাকা প্রাপক নির্মল মন্ডল জানাচ্ছেন, সরকারি টাকা ফেরতের কোন নির্দেশ তার কাছে এখনও আসেনি প্রতিবেশী নির্মল মন্ডল টাকার দাবিদার কিনা আমি জানিনা তবে আমি তো তাকে হাতে করে তুলে দিতে পারি না সরকারি টাকা তার একটা পদ্ধতি আছে। তা বাদেও টাকার একটা বড় অংশ অগ্রিম বাবদ ইমারতি দ্রব্য বিক্রেতাদের দেওয়া হয়ে গেছে জোগাড় করতে সময় দরকার।
অন্যদিকে নাম মঞ্জুর হয়েও টাকা না পেয়ে নির্মল মণ্ডল জানাচ্ছেন, প্রাপক সরকারকে ফেরত দেবে সরকার সেই টাকা আমাকে পাঠাবে তাতে আদৌ কতদিন কত মাস সময় লাগবে জানি না তবে অত্যন্ত গরিব মানুষ ঘরের আবেদন করেও এতদিন মিলতো না। যদিও বা এবার মঞ্জুর হল তাও নাম বিভ্রাট!
Mainak Debnath