বর্ষার আগে থেকেই ডেঙ্গির প্রাদুর্ভাব লক্ষ্য করা যায়। সেই দিক গুরুত্ব দিয়ে স্বাস্থ্য বিভাগের নির্দেশ মত সারা বছর স্বাস্থ্য বিষয়ক কর্মসূচি পঞ্চায়েত এলাকায় অনুষ্ঠিত হয়। বর্ষার কয়েক মাস আগে থেকে আরও জোরদার হয় সচেতনতার কর্মসূচি। ডেঙ্গি দমনে জেলায় গুরুত্ব পূর্ণ ভূমিকা পালন করছে বেশ কিছু গ্রাম পঞ্চায়েত। সেই দিক থেকে এবার হাওড়ার গঙ্গাধরপুর গ্রাম পঞ্চায়েতের ডেঙ্গি দমনে জোর কর্মসূচি। স্বাস্থ্যকর্মী গ্রামীণ সম্পদ কর্মীদের সঙ্গেই ডেঙ্গি দমন ও নিষিদ্ধ প্লাস্টিক বর্জনে এই ভরা বর্ষায় স্বয়ং পঞ্চায়েত প্রধান এলাকায় ঘুরছেন মানুষকে সতর্ক করতে।
advertisement
সচেতনতার দিক গুরুত্ব রেখে শনিবার গঙ্গাধরপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে পঞ্চায়েত এলাকায় র্যালি অনুষ্ঠিত হয়। ছাত্র-ছাত্রী স্কুল শিক্ষকদের পাশাপাশি পঞ্চায়েত প্রধান, উপপ্রধান পঞ্চায়েতের কর্মী স্বাস্থ্যকর্মী এবং গ্রামীণ সম্পদ কর্মী সহ এলাকার সচেতন নাগরিক গণ অংশগ্রহণ করে। চতুর্থ শনিবার নিয়ম অনুযায়ী স্বাস্থ্যকর্মী অঙ্গনওয়াড়ি কর্মী গ্রামীণ সম্পদ কর্মী পঞ্চায়েত সদস্য সদসস্যা ও পঞ্চায়েত কর্মীদের উপস্থিতিতে সভা অনুষ্ঠিত হয়। এই সভায় হাজির ছিলেন, পাঁচলা পঞ্চায়েত সমিতির সভাপতি ডাঃ আবু বক্কর মল্লিক এবং জেলা পরিষদ নারী ও শিশু কল্যাণ বিভাগের কর্মাধ্যক্ষ রিজিয়া খাতুন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এ প্রসঙ্গে গঙ্গাধরপুর গ্রাম পঞ্চায়েত প্রধান জানান, পঞ্চায়েত এলাকার মানুষকে সুস্থ রাখতে কর্মীদের সঙ্গে পঞ্চায়েত প্রধান বা পঞ্চায়েত সদস্যর সকলের সমান দায়িত্ব। তাই সকলের কাঁধে কাঁধ মিলিয়ে ডেঙ্গি দমনের চেষ্টা।
রাকেশ মাইতি