এমনই জানালেন বিশ্বভারতীর উপাচার্য প্রবীরকুমার ঘোষ। উপাচার্য প্রবীরকুমার ঘোষ বলেন, \”আমরা সকলেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আদর্শ, ঐতিহ্যকে ধরে রাখার অঙ্গীকার বদ্ধ হয়েছি। ইতিমধ্যেই হেরিটেজ ওয়াক শুরু করেছি। পর্যটকেরা অত্যন্ত খুশি। রবীন্দ্র ভবন চত্বরে একটি লাইট অ্যান্ড সাউন্ড শো-এর পরিকল্পনা রয়েছে। সেখানে কবিগুরুর রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী ও বিশ্বভারতীর ইতিহাস দেখানো হবে।”
advertisement
আরও পড়ুন: জগন্নাথ মন্দিরের চুড়োয় সূর্যের অপূর্ব বলয়, হঠাৎই আবহাওয়ায় মেগা বদল, আকাশে ঘন কালো মেঘ
পাশাপাশি, উপাচার্য বলেন, “ন্যাশনাল র্যাঙ্কিংয়ে বিশ্বভারতীর যে অবনতি হয়েছে, এই বিষয়টি দেখার পরে সমস্ত ফ্যাকাল্টি এগিয়ে এসেছে কী ভাবে সেটিকে বাড়ানো যায়। এর পরে যে র্যাঙ্কিং বের হবে, আশা করছি আমরা অনেক উঁচুতে চলে আসব।”
আরও পড়ুন: বস্তা বস্তা চুল, কোথায় পাচার হচ্ছিল? ট্রাক হাইজ্যাক করতেই সব ফাঁস! গ্রেফতার আরও ২
বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফ থেকে জানা যায় ঠিক যেমনটা হয়ে থাকে দেশ-বিদেশের হেরিটেজ সাইটে ঠিক তেমনভাবেই লাইট অ্যান্ড সাউন্ড শো চালানো হবে। এর পাশাপাশি বিশ্বভারতীর তরফ থেকে নিজস্ব স্টুডিও চালানো হবে। সমস্ত পরিকল্পনা বাস্তবায়িত হলে পর্যটকেরা বোলপুর শান্তিনিকেতনের প্রতি আরও কিছুটা আসক্ত হবেন বলে মনে করছেন সকলে।