Ring Appears Around Sun: জগন্নাথ মন্দিরের চুড়োয় সূর্যের অপূর্ব বলয়, হঠাৎ করেই আবহাওয়ায় মেগা বদল, কিটকিটে গরম থেকে আকাশ ঢাকল কালো মেঘে, রইল ওয়েদার আপডেট
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Ranjan Chanda
Last Updated:
Ring Appears Around Sun: সূর্যের চারিদিকে বলয়, জেলা জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টি বুধবার
advertisement
advertisement
advertisement
advertisement
মঙ্গলবার জেলা জুড়ে ভ্যাপসা গরম থাকলেও, বুধবার সেই পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। সকাল থেকে তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকলেও বিভিন্ন জায়গায় রোদ ঝলমলে আবহাওয়া এবং জেলার বেশ কিছু জায়গায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। শুধু তাই নয়, সারাদিন বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস শুনিয়েছে হাওয়া অফিস।
advertisement
advertisement
এছাড়াও পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে আবহাওয়ার একই চিত্র। সোমবার এবং মঙ্গলবার জেলায় ঘর্মাক্ত পরিবেশ থাকলেও, বুধবার সকাল থেকে সেই আবহাওয়া বদলেছে। দিচ্ছে ফুরফুরে হাওয়া। সৈকত নগরী দিঘাতেও একই ছবি। তবে কখনও বৃষ্টি আবার কখনও চড়া রোদ উঠতে পারে বলে স্থানীয় হাওয়া অফিস সূত্রে খবর। তবে দুপুরের পর মেঘলা আকাশ থাকবে দিঘায়। শুধু তাই নয়, হালকা বৃষ্টিও হতে পারে সৈকত শহরে।
advertisement
এছাড়াও পূর্ব মেদিনীপুরের শিল্পাঞ্চল হলদিয়াতেও তাপমাত্রা গত দুদিনের তুলনায় সামান্য কম। পূর্ব মেদিনীপুর জেলার তাপমাত্রা সর্বোচ্চ ৩১ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৭ ডিগ্রি। সকাল থেকে সূর্যের চারপাশে বলয় দেখতে পান সাধারণ মানুষ। বেশকিছু মানুষ সেই ছবি ক্যামেরাবন্দিও করেছেন। তবে এরপর জেলার বিভিন্ন জায়গায় শুরু হয় বিক্ষিপ্ত বৃষ্টি। তবে চলতি সপ্তাহে আগামী দিনে বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।