TRENDING:

Bengal News: Earthen Lamp: মৃৎপ্রদীপে উদ্ভাসিত হওয়ার আশায় বছরভর অন্ধকারে থাকা হাতগুলোই গড়ছে আলোর ঠিকানা

Last Updated:

Diwali 2021: Earthen Lamp: বছরভর কেউ খবর রাখে না এই প্রদীপশিল্পীদের ৷ শুধু দীপাবলির আগে এই সময়ে বাড়ে তাঁদের কদর ৷ কারণ প্রদীপের নীচেই তো অন্ধকার হয় ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দুবরাজপুর: বীরভূমের (Birbhum) দুবরাজপুরের (Dubrajpur) মৃৎশিল্পীরা এখন ব্যস্ত মাটির প্রদীপ বানাতে । শহরের ১৬ নম্বর ওয়ার্ডে তৈরি হচ্ছে মাটির প্রদীপ ।আর কয়েকদিন পরেই আলোর উৎসব অর্থাৎ দীপাবলি (Diwali 2021)। বর্তমান যুগে নানা ধরনের আলো ও মোমবাতির প্রভাবে প্রদীপের চাহিদা দিন দিন কমছে । তাছাড়াও প্রদীপ তৈরিতে বেড়েছে খরচ , ফলে লাভের গুণ অনেকটাই কমেছে । ১০০ প্রদীপ বিক্রি হচ্ছে ৭০ টাকা বা ৮০ টাকায় ।
advertisement

বছরভর কেউ খবর রাখে না এই প্রদীপশিল্পীদের ৷  শুধু দীপাবলির আগে এই সময়ে বাড়ে তাঁদের কদর ৷ কারণ প্রদীপের নীচেই তো অন্ধকার হয় । আলোর উৎসব বা দীপাবলিতে  অন্যের মুখে হাসি ফোটাতে বছরভর অপেক্ষায় থাকেন প্রদীপশিল্পীরা । শিল্পী জিতেন্দ্র পণ্ডিত বলেন, "সারা বছর আমরা অপেক্ষা করি দীপাবলির জন্য। যাতে এই ক’দিন একটু হলেও আমাদের কদর বাড়ে । যদিও এখনও টুনি আলো , মোমবাতি ইত্যাদি অনেক কিছু আসায় দর কমেছে আমাদের । তবুও আমরা বড়, ছোট সব রকমেরই প্রদীপ বানাই ও প্রদীপের আকার অনুযায়ী একশোটা প্রদীপ কোনওটা ৭০ টাকা তো আবার কোনওটা ৮০ টাকা দরে বিক্রি করি ।’’

advertisement

আরও পড়ুন:বিধ্বস্ত সুন্দরপুরকে ছন্দে ফেরাতে প্রশাসনিক পদক্ষেপ, কালীপুজোর পরই শুরু হবে অজয় নদের বাঁধ-পুনর্নির্মাণ

আরও পড়ুন: ১ মাসেরও বেশি সময় ধরে চিকিৎসায় নতুন জীবন, ৭০০ গ্রাম ওজনের নবজাতককে সুস্থ করে তুললেন চিকিৎসক

এমনিতেও এখন সব জিনিসের দাম বাড়ায় সঙ্গে সঙ্গে দাম বেড়েছে মাটিরও । তাই ক্রেতাদের কথা মাথায় রেখেই নির্দিষ্ট মূল্য রেখে এই মাটির প্রদীপ বিক্রি করতে হয় তাঁদের । তিনি আরও বলেন, ‘‘টুনি লাইট , মোমবাতির মতোই যদি চাহিদা থাকত মাটির প্রদীপের, তবে একটু হলেও লাভ হত আমাদের ।’’

advertisement

আরও পড়ুন: নীচের তলায় খুন হলে সিঁড়ির বাঁদিকের রেলিংয়ে রক্তের দাগ কেন? ব্যবসায়ী-খুনে এখনও একাধিক ধোঁয়াশা

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

এই প্রসঙ্গে দুবরাজপুরবাসী শ্রীতমা মুখোপাধ্যায় বলেন, " দীপাবলির মধ্যেই আছে দীপের অস্তিত্ব । তাই দীপাবলিতে যতই টুনি লাইট অথবা মোমবাতি দিয়ে ঘর সাজাই না কেন, মাটির প্রদীপের  আলোয় সব থেকে সুন্দর লাগে মায়ের মুখ । টুনি লাইটের পাশাপাশি যেন হারিয়ে না যায় এই মৃৎপ্রদীপ ।"

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bengal News: Earthen Lamp: মৃৎপ্রদীপে উদ্ভাসিত হওয়ার আশায় বছরভর অন্ধকারে থাকা হাতগুলোই গড়ছে আলোর ঠিকানা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল