সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা সংসদের সভাপতি প্রলয় নায়েক। তিনি অনুষ্ঠানে শিশুদের নিয়ে খেলা শুরুর নির্দেশ দিতেই হতবাক সবাই। খুদে পড়ুয়াদের সঙ্গে খেলতে মাঠে নেমে পড়লেন জেলাশাসক বিধান রায়। এই দৃশ্য দেখে অবাক সবাই এবং সঙ্গে সঙ্গেই অনুষ্ঠানে উপস্থিত সকলে হাততালি দিয়ে ওঠেন। প্রথমে জেলাশাসক হাতে ছোট্ট পাথর নিয়ে খুদেদের সঙ্গে খেলতে শুরু করেন এক্কাদোক্কা ও পরে তাদের সঙ্গে মেতে ওঠেন অন্য খেলায়।
advertisement
বীরভূম জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি প্রলয় নায়েক বলেন, " মাঠে নেমে পড়ুয়াদের সঙ্গে খেলার জেলাশাসকের যে উৎসাহ আমাদের নজরে এল তার আমাদের নতুন দিশা দেখাবে। এত ব্যস্ততার মধ্যেও একজন জেলাশাসক এভাবে খেলাধুলা করলেন তা দেখে আমরা সত্যিই গর্বিত। এরকম দৃশ্য দেখার সৌভাগ্য সচরাচর হয়ে ওঠে না।"
আরও পড়ুন : ছায়াসঙ্গী ছিল ক্যামেরা, আলোকচিত্রী হিসেবেও সিদ্ধহস্ত ছিলেন কিন্নরকণ্ঠী লতা
জেলাশাসক বিধান রায় বলেন , "শিশুরা যখনই মাঠে নেমে খেলতে শুরু করল, তখনই ইচ্ছে করছিল মাঠে নামার, কিন্তু শরীর কতটা সঙ্গ দেবে সেটা নিয়ে চিন্তা ছিল। কিন্তু পরে ভেবে দেখলাম এরকম সুযোগ জীবনে বারবার আসে না। আমিও ছোটবেলায় গ্রামীণ প্রাথমিক স্কুল থেকে পড়াশোনা করেছি। তাই নিজেকে আটকে রাখতে না পেরে খুদে পড়ুয়াদের সঙ্গে মাঠে নেমে পড়লাম। বহুকাল আগের কথা মনে পড়ে গেল। অল্প সময় হলেও শৈশবকে ফিরে পেলাম। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খোলা পরিবেশে , উন্মুক্ত হাওয়ায় , গাছের নীচে পাড়ায় পাড়ায় শিক্ষালয়ের যে ভাবনা শুরু করেছেন , সেই আশ্রমিক ভাবনা থেকেই কিন্তু গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেছিলেন। কবিগুরুর আদর্শে খোলা আকাশের নীচে শিক্ষার যে মূল্যবোধ শিশুমনের প্রভাব ফেলবে কিন্তু চার দেওয়ালের মাঝে সম্ভব নয়।
আরও পড়ুন : সম্রাজ্ঞী হয়েও এই কারণেই উজ্জ্বল প্রসাধনী ছেড়ে আপন করেছিলেন সাদা শাড়িতে হিরের দ্যুতিকে
আরও পড়ুন : আম, জাফরান সুবাসিত গাজরের হালুয়া এবং আশা ভোঁসলের তৈরি শাম্মি কাবাব ছিল সুরসম্রাজ্ঞীর পছন্দের শীর্ষে
শিশুদের বেড়ে ওঠার পাশাপাশি তাদের মানসিকভাবে বলিষ্ঠ করার পিছনে প্রকৃতির একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা অস্বীকার করতে পারি না।" বীরভূম জেলার প্রায় এগারো হাজার শিক্ষক-শিক্ষিকা আজ থেকে পাড়ায় শিক্ষালয় কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। পাঁচ হাজার পাড়ায় তৈরি করা হয়েছে এই ‘পাড়ায় শিক্ষালয়’। যেখানে প্রায় তিন লক্ষ খুদে পড়ুয়া পাঠদান করবে সোমবার থেকে।