Lata Mangehskar’s love for white saree and diamond: সম্রাজ্ঞী হয়েও এই কারণেই উজ্জ্বল প্রসাধনী ছেড়ে আপন করেছিলেন সাদা শাড়িতে হিরের দ্যুতিকে

Last Updated:

সাদা শাড়ি এবং হিরের দ্যুতি-এই ছিল তাঁর চিরসঙ্গী৷ সঙ্গে কপালে ছোট্ট লাল টিপ এবং অনেক সময়েই থাকত আবাল্যসঙ্গী দুই বিনুনি৷(Lata Mangeshkar’s love for white saree and diamond)

স্বয়ং বাগদেবী বিরাজমান তাঁর কণ্ঠে-এ বিশ্বাস অনেকেরই৷ মৃন্ময়ীর নিরঞ্জনের দিন চিন্ময়ীও পাড়ি দিলেন সুরলোকে৷ কণ্ঠের পাশাপাশি ভাবমূর্তিতেও লতা ছিলেন কার্যত সাক্ষাৎ সরস্বতী৷ সাদা শাড়ি এবং হিরের দ্যুতি-এই ছিল তাঁর চিরসঙ্গী৷ সঙ্গে কপালে ছোট্ট লাল টিপ এবং অনেক সময়েই থাকত আবাল্যসঙ্গী দুই বিনুনি৷(Lata Mangeshkar’s love for white saree and diamond)
মঞ্চে গান করা সময় বেছে নিতেন রঙিন পাড়ের সাদা শাড়ি৷ বেশির ভাগ সময়েই সেই পাড় হত চওড়া, কখনও কখনও সূক্ষ্মকাজেরও৷ সেরা হ্যান্ডলুম শাড়ি ও হিরের গয়নায় সাজানো ছিল তাঁর আলমারি৷ উজ্জ্বল প্রসাধনীর বিপরীত মেরুতে থাকা লতা মঙ্গেশকরের ব্যক্তিত্ব ছিল তাঁর গলা জড়িয়ে থাকা শ্বেতশুভ্র আঁচলের মতোই দ্যুতিমান৷
আরও পড়ুন : আম, জাফরান সুবাসিত গাজরের হালুয়া এবং আশা ভোঁসলের তৈরি শাম্মি কাবাব ছিল সুরসম্রাজ্ঞীর পছন্দের শীর্ষে
কিংবদন্তি শিল্পী কখনওই চাননি তাঁর কণ্ঠকে আড়াল করে দিক তাঁর সাজসজ্জা৷ তাই সাদা শাড়ি এবং হিরের অলঙ্কারের বাইরে সবকিছু থেকেই মুখ ফিরিয়ে ছিলেন৷ সেরা হ্যান্ডলুম শাড়ির পাশাপাশি পছন্দ ছিল হিরের গয়নার৷ এক সাক্ষাৎকারে বলেছিলেন, তাঁর জীবনের প্রথম উপার্জন মায়ের জন্য সোনার গয়না কিনেছিলেন৷ তাঁর নিজের জন্য তৈরি করিয়েছিলেন বিশেষ নক্সার হিরে ও চুনির একটা আংটি৷
advertisement
advertisement
আরও পড়ুন : সরস্বতী পুজোর পরই আসে শীতল ষষ্ঠী, গোটা সিদ্ধর স্বাদ যেন সন্তানের জন্য মায়ের স্নেহের মতোই অমলিন
তাতে খোদাই করা ছিল তাঁর নাম ও পদবি আদ্যক্ষর-‘LM’৷ এই আংটি ছিল তাঁর সেরা প্রাপ্তির মধ্যে অন্যতম-স্বীকার করতেন নিজেই৷ কোনওদিন কাছছাড়া করেননি সেই অঙ্গুরীয়কে৷ শোনা যায়, ১৯৪৭ সালে এই আংটির জন্য তিনি খরচ করেছিলেন ৭০০ টাকা৷
advertisement
তিনি ছিলেন সঙ্গীততপস্বী৷ গানের পাশাপাশি সেই ভাবমূর্তি অক্ষুণ্ণ ছিল তাঁর ব্যক্তিত্ব ও সাজেও৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Lata Mangehskar’s love for white saree and diamond: সম্রাজ্ঞী হয়েও এই কারণেই উজ্জ্বল প্রসাধনী ছেড়ে আপন করেছিলেন সাদা শাড়িতে হিরের দ্যুতিকে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement