সেইসিনকাই ওপেন সাউথ বেঙ্গল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ইন্ডিপেন্ডেন্স কাপ ২০২৫ অনুষ্ঠিত হয় দুর্গাপুরের সিধু কানু ইনডোর স্টেডিয়ামে। আর সেখানেই অংশগ্রহণ করেছিলেন পূর্ব বর্ধমানের ১৮ জন প্রতিযোগী।
advertisement
সেইসিনকাই সিতো-রিউ ক্যারাটে-ডো অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রেনসি দেবাশীষ কুমার মন্ডল জানান, এই প্রতিযোগিতায় মোট ১৮ জন পূর্ব বর্ধমান জেলার হয়ে অংশগ্রহণ করেন এবং তাঁরা মোট ২৭টি পদক জয় করেন। ১০টি সোনা, ১২টি রুপো এবং ৫টি ব্রোঞ্জ জয়লাভ করেছে পূর্ব বর্ধমানের প্রতিযোগিরা। বৈদ্যুতি মন্ডল ও অন্বয় খাঁ দুটি করে সোনা এবং শ্রেয়সী ঘোষ, চন্দ্রিমা চক্তবর্তী, স্নেহাশ্রী দাস, মেঘনা রয়, অর্পা সিং ও মনীষা লাহা একটি করে সোনা জয়লাভ করেছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই সাফল্য শুধু বর্ধমানের নয়, সমগ্র বাংলার জন্য গর্বের। এই জয় প্রমাণ করেছে যে, সঠিক প্রশিক্ষণ, কঠোর পরিশ্রম এবং আত্মবিশ্বাস থাকলে যে কোন রাজ্যস্তরে বা আন্তর্জাতিক মঞ্চে নিজেদের মেলে ধরা সম্ভব।