দুর্গাপুজোর আগে বিদেশে ব্যাপক চাহিদা! ঘরে বসে এই কাজ করেই লক্ষ লক্ষ টাকা আয় মাত্র চার মাসেই, কী তৈরি হচ্ছে শোলাগ্রামে?
- Published by:Aishwarya Purkait
- hyperlocal
- Reported by:Bonoarilal Chowdhury
Last Updated:
দেশের মানচিত্রে বনকাপাসি আজ শুধু একটি গ্রাম নয়, শিল্পের আঁতুড়ঘর। সবাই চেনে এক নামে, ‘শোলাগ্রাম’
মঙ্গলকোট, বনোয়ারীলাল চৌধুরীঃ প্রতি বছরের মত এবারও দেশের নানা প্রান্তে পাড়ি দিচ্ছে পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের বনকাপাসি গ্রামের শোলার সাজ। আসন্ন দুর্গাপুজোতে রাজ্য সহ ভিন রাজ্যের অসংখ্য প্রতিমা সেজে উঠবে এখানকার শিল্পীদের অনন্য কারুকার্যে। দেশের মানচিত্রে বনকাপাসি আজ শুধু একটি গ্রাম নয়, শিল্পের আঁতুড়ঘর। সবাই চেনে এক নামে, ‘শোলাগ্রাম’। সারা বছরই টুকটাক কাজ হয় বটে, তবে দুর্গাপুজোর আগে যেন গ্রামজুড়ে নেমে আসে উৎসবের আবহ। সকাল থেকে গভীর রাত পর্যন্ত ব্যস্ততা লেগেই থাকে। বাড়ি-বাড়ি শোনা যায় কাঁচি চালানোর শব্দ। কারও উঠানে সারি দিয়ে সাজানো শোলার ফালি, কারও ঘরের কোণে গড়ে উঠছে মায়ের মুকুট, কানের দুল, চাঁদমালা-সহ নানা জিনিস। যেন গোটা গ্রামটাই এক বিশাল শিল্পশালা।
আরও পড়ুনঃ ঐতিহ্যের তাঁত আজ ম্লান, থমকে মেশিনের চাকা! ‘সুদিন’ ফিরবে কবে? সরকারের মুখ চেয়ে পটাশপুরের তাঁতশিল্পীরা
শোলাশিল্পী চিরঞ্জিৎ ঘোষ বলেন, “এই সময় আমরা খুবই ব্যস্ত থাকি। রাত দিন জেগে আমাদের কাজ করতে হয়। আর এখন কাজ করতে আমাদেরও ভালই লাগে কারণ অনেকটা বেশি টাকা উপার্জনও হয়।”
advertisement
শিল্পীদের হাতের জাদুতেই সাদা শোলার টুকরো মুহূর্তে রূপ নিচ্ছে অমূল্য শিল্পকর্মে। শাড়ির নকশার মতো নিখুঁত নকশা, গয়নার মতো সূক্ষ্ম কারুকাজ, আর প্রতিমার সৌন্দর্যকে বহুগুণ বাড়িয়ে দেওয়ার মতো অপূর্ব সাজ, এসবের জন্যই বনকাপাসির নাম আজ দেশজোড়া। এই সময়ের কাজ নিয়েই শিল্পীদের সবচেয়ে বেশি উৎসাহ। কারণ একদিকে আছে আয়ের নিশ্চয়তা, অন্যদিকে আছে তাঁদের প্রতিভার স্বীকৃতি। এবারও বনকাপাসি থেকে শোলার সাজ ছড়িয়ে পড়ছে কলকাতা, দিল্লি, বেঙ্গালুরু-সহ নানা জায়গায়। গ্রামের প্রখ্যাত প্রতিষ্ঠান বলরাম সাজ ভান্ডার ইতিমধ্যেই প্রায় ১৬ লক্ষ টাকার অর্ডার সম্পূর্ণ করেছে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ সোনার চা! শুনেছেন কখনও? কেজি প্রতি লক্ষ টাকার ‘গোল্ড টি’ কোন রাজ্যে বিক্রি হচ্ছে জানেন? পাড়ি দেবে দুবাইতেও
বেশ কিছু সাজ প্যাকেটবন্দি হয়ে রয়েছে এবং আরও কাজ চলছে। শুধু তাই নয়, গ্রামে আরও বহু প্রতিষ্ঠান ও শিল্পী রয়েছেন, সবার ঘরেই ব্যস্ততা তুঙ্গে। হাজারও কারুকার্য তৈরি হচ্ছে, যা ছড়িয়ে পড়বে দেশ জুড়ে বিভিন্ন পুজোমণ্ডপে। বলরাম সাজ ভান্ডারের কর্ণধার ভূবন গড়াই বলেন, “মুম্বই, গুজরাট, হায়দরাবাদ, অসম-সহ পশ্চিমবঙ্গের সব জায়গাতেই আমাদের তৈরি শোলার সাজ পাড়ি দেবে। এই কাজটা মূলত চার মাসের। এবার আনুমানিক ১৫ থেকে ১৬ লক্ষ টাকার অর্ডার পেয়েছি।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
গ্রামের ওলি-গলিতে এখন অন্যরকম আবহ, রাত বাড়লেও কোথাও নেই ক্লান্তি, বরং আছে আনন্দ আর উচ্ছ্বাস। প্রতিটি বাড়ি থেকেই ভেসে আসছে হাসি, গল্প আর গানের সুর। দুর্গাপুজোর আগমনী হাওয়া যখন বইতে শুরু করেছে, তখন বনকাপাসি গ্রাম যেন আনন্দে মেতে উঠেছে আগেভাগেই। শোলার ঝলকানি, শিল্পীদের হাসি আর আয়োজনে ভরে উঠেছে গোটা গ্রাম। বলা যায়, এ এক অনন্য দৃষ্টান্ত। যেখানে শিল্পই উৎসব, আর উৎসবই জীবন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 19, 2025 2:56 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
দুর্গাপুজোর আগে বিদেশে ব্যাপক চাহিদা! ঘরে বসে এই কাজ করেই লক্ষ লক্ষ টাকা আয় মাত্র চার মাসেই, কী তৈরি হচ্ছে শোলাগ্রামে?