আরও পড়ুন: এক বছর পর স্থায়ী চিকিৎসক এল স্বাস্থ্যকেন্দ্রে
গঙ্গাসাগর মেলা শুরু হওয়ার মুখে। আসন্ন গঙ্গাসাগর মেলাকে পরিবেশবান্ধব মেলা হিসেবে ঘোষণা করেছে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন। এবারের মেলায় প্লাস্টিকের ক্যারিব্যাগ ও থার্মোকলের ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই নিয়ে একটি পদযাত্রার আয়োজন করা হয়েছিল সাগরে। এই পদযাত্রায় উপস্থিত ছিলেন গঙ্গাসাগর-বকখালি উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান শ্রীমন্ত মালি, বিডিও কানাইয়া কুমার। এই কর্মসূচিতে অংশ নিয়ে ঝাঁটা দিয়ে মন্দির চত্বর পরিষ্কার করেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
অপরদিকে পুরানো প্লাস্টিককে আবারও নতুন করে কাজে লাগানোর পদ্ধতি শেখানো হচ্ছে স্কুলের কর্মশিক্ষার ক্লাসে। নামখানার নারায়ণপুর লক্ষ্মীনারায়ণ মাধ্যমিক বিদ্যালয়েও তার অন্যথা হয়নি। প্লাস্টিকের বোতলগুলিকে ফেলে না দিয়ে কীভাবে নতুন করে আবারও ব্যাবহার করা হয় তারই পদ্ধতি শেখানো হয়েছে সেখানে। পরিবেশ দূষণ কমাতেই এমন সিদ্ধান্ত প্রশাসনের। গঙ্গাসাগর মেলা থেকে যার সূচনা হবে বলে জানানো হয়েছে। প্রশাসনের এমন সিদ্ধান্তে খুশি জেলাবাসী।
নবাব মল্লিক