TRENDING:

নগেন্দ্রপুরে বিদ্যুতের সমস্যা দূর করতে বৈদ্যুতিক সুরক্ষা সংক্রান্ত আলোচনা 

Last Updated:

পূর্ব জটা নগেন্দ্রপুরে বিদ্যুৎ সংক্রান্ত একাধিক সমস্যায় জেরবার স্থানীয় বাসিন্দারা। বারবার সেই সমস্যার সমাধান চেয়ে প্রশাসনের কাছে দারস্থ হয়েও মিলছে না প্রতিকার। কোনও কাজ হয়নি বলে অভিযোগ গ্রামবাসীদের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রায়দিঘি: পূর্ব জটা নগেন্দ্রপুরে বিদ্যুৎ সংক্রান্ত একাধিক সমস্যায় জেরবার স্থানীয় বাসিন্দারা। বারবার সেই সমস্যার সমাধান চেয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েও মিলছে না প্রতিকার।
চলছে আলোচনা সভা
চলছে আলোচনা সভা
advertisement

গ্রামবাসীদের দাবি, এলাকায় দীর্ঘক্ষণ ধরে বিদ্যুৎ থাকে না। মাঝেমধ্যেই ১০ থেকে ১২ ঘন্টার উপর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকে না এলাকায়। ফলে খুবই অসুবিধা হয় স্থানীয়দের।

আরও পড়ুন- সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা, এক মুহূর্তে সব শেষ! সজোরে ধাক্কায় ঘটনাস্থলেই মৃত ২

সামনেই গ্রীষ্মকাল। সেই সময় এমন ঘটনা ঘটলে আরও অসুবিধা হবে বলে মনে করছেন তাঁরা। সাধারণ জনগণের জন্য এলাকায় বৈদ্যুতিক সুরক্ষা সংক্রান্ত আলোচনাও করেছে প্রশাসন।

advertisement

View More

প্রশাসনের দাবি, সুন্দরবনের প্রত্যন্ত এলাকা হওয়ায় প্রচুর গাছ রয়েছে। সেগুলি অনেক সময় বিদ্যুতের তারে পরে পরিষেবা ব্যহত হয়। ফলে দীর্ঘক্ষণ ব্যহত হয় পরিষেবা। এ নিয়ে সাধারণ মানুষজনকে সচেতন করা হয়েছে। এমন অবস্থা চলতে থাকলে ভবিষ্যতে আরও অসুবিধা হবে বলে মত স্থানীয়দের।

শুধুমাত্র বিদ্যুতের সমস্যা নয়। স্থানীয়দের আরও অভিযোগ, নতুন বিদ্যুৎ কানেকশন নেওয়ার ক্ষেত্রে মিটার চাইলেও অস্বাভাবিক দেরি করা হচ্ছে। বিদ্যুৎ-এর এই সমস্যার সমাধানের দাবিতে স্থানীয়রা আগে একাধিকবার আন্দোলন করেছেন। তবুও সমস্যার সমাধান হয়নি‌‌।

advertisement

আরও পড়ুন- হাতে রাখুন ছাতা, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গের এই সব জেলায় বাড়বে বৃষ্টি!

এবার সেই জন্য গ্রামবাসীরা বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন‌। আগামী কয়েক সপ্তাহের মধ্যে পড়তে চলছে গরম। আর তার আগেই এই সমস্যার সমাধান করতে চাইছেন তাঁরা।

নবাব মল্লিক

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
নগেন্দ্রপুরে বিদ্যুতের সমস্যা দূর করতে বৈদ্যুতিক সুরক্ষা সংক্রান্ত আলোচনা 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল