Road Accident: সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা, এক মুহূর্তে সব শেষ! সজোরে ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু ২ জনের
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:KOUSHIK ADHIKARY
Last Updated:
Road Accident: মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে ৩৪নং জাতীয় সড়কের ওপরে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল দু'জনের। ডাম্পার ও লরির সংঘর্ষে প্রাণ গেল চালক ও খালাসির।
মুর্শিদাবাদ: মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে ৩৪নং জাতীয় সড়কের ওপরে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল দু’জনের। ডাম্পার ও লরির সংঘর্ষে প্রাণ গেল চালক ও খালাসির। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত মঙ্গলজনে ৩৪নং জাতীয় সড়ক। পুলিশ জানিয়েছে মৃতের নাম মিলন সেখ, গাড়ির চালক বাড়ি আলিনগর রামচন্দ্রপুর ও মিঠু সেখ সে খালাসি।
জানা গিয়েছে, রবিবার সকালে চাল বোঝাই করে একটি লরি বর্ধমান থেকে ফরাক্কা যাচ্ছিল। গাড়ির টায়ারের হাওয়া চেক করা হচ্ছিল। অন্যদিকে একটি ১৬ চাকার বালি বোঝাই ডাম্পার বহরমপুর থেকে ফরাক্কার দিকে যাচ্ছিল। পিছন থেকে গিয়ে ধাক্কা মারে চাল বোঝাই গাড়িতে। যার কারণে ঘটনাস্থলেই মৃত্যু হয় ডাম্পারের চালক ও খালাসির। ক্ষতিগ্রস্ত হয় ডাম্পারের কেবিন সহ সামনের অংশ।
advertisement
advertisement
স্থানীয় বাসিন্দারা জানান, রবিবার সকালে বৃষ্টির কারণে রাস্তা ভিজে ছিল। চাল বোঝাই লরির চাকাতে চেকিং করা হচ্ছিল। হঠাৎই খুব জোরে আওয়াজ শুনতে পায়। তখনই বালি বোঝাই ডাম্পার এসে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই প্রাণ যায় দু’জনের।যদিও স্হানীয় বাসিন্দাদের অভিযোগ, বালি বোঝাই ডাম্পারের অবাধ গতি এবং যান চলাচলে নিয়ন্ত্রণ না থাকার কারণেই সাত সকালে এই ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটল।
advertisement
তবে ডাম্পারের চালকের চোখে ঘুম চলে আসার কারণেই এই দুর্ঘটনা ঘটল বলে প্রাথমিক ভাবে অনুমান পুলিশের। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রঘুনাথগঞ্জ থানার পুলিশ। পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতাল মর্গে পাঠিয়েছেন পুলিশ ।সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন।
কৌশিক অধিকারী
Location :
Kolkata,West Bengal
First Published :
February 25, 2024 12:56 PM IST
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Road Accident: সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা, এক মুহূর্তে সব শেষ! সজোরে ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু ২ জনের