TRENDING:

South 24 Parganas News: মৌরলতলা শীতলা বালিকা বিদ্যালয়ের ভাঙা ভবন যেন ভূতের বাসা, প্রায় বন্ধ পড়াশোনা

Last Updated:

মন্দির বাজারের ছোটপোলে রয়েছে একটি স্কুল, নাম মৌরলতলা শীতলা বালিকা বিদ্যালয়। সেখানে পড়াশোনা হয়না বললেই চলে। প্রায়শই বন্ধ থাকে এই স্কুল। বর্তমানে স্কুলের সেই পোড়ো ভবন দেখে আক্ষেপ করেন স্থানীয়রা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা: মন্দির বাজারের ছোটপোলে রয়েছে একটি স্কুল, নাম মৌরলতলা শীতলা বালিকা বিদ্যালয়। সেখানে পড়াশোনা হয়না বললেই চলে। প্রায়শই বন্ধ থাকে এই স্কুল। বর্তমানে স্কুলের সেই পোড়ো ভবন দেখে আক্ষেপ করেন স্থানীয়রা।
advertisement

স্কুলের কাছে গেলে দেখা যায় স্কুলের দরজা জানালা ভাঙা, বেহাল নলকূপ। একেবারে পড়ার মত পরিবেশ নেই। তাও প্রায় ২০ জনের মত ছাত্রী এখানে ভর্তি হয়ে রয়েছেন। তবে ছাত্র-ছাত্রী কম থাকায় শিক্ষক-শিক্ষিকারা নিজেদের মত করে স্কুল চালান।

মাঝেমধ্যেই ছুটি হয়ে যায় স্কুল। তার উপর সম্প্রতি আদালতের নির্দেশের পর এই স্কুলে কাজে আসছেন না পুরানো ক্লার্ক। ফলে সেই কাজ শিক্ষকদের করতে হয়। অনেকসময় তারা কাজের জন্য বাইরে থাকছেন।

advertisement

আরও পড়ুন: ধুতি পরে জিমে ঘাম ঝরালেন সৌমিত্র, বললেন, ‘৪ মাসে করে দেব’! আনন্দে আত্মহারা কোতুলপুর

View More

ফলে পড়াশোনা প্রায় বন্ধের জোগাড় সেখানে। এই স্কুলটি ১৯৭০ সালে তৈরি হয়েছিল। তারপর থেকে বিশেষ কিছু উন্নতি হয়নি। এখনও সেখানে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ানো হয়। এ নিয়ে স্থানীয় বাসিন্দা সনাতন সর্দার, বাপন হালদার, টুম্পা সর্দাররা আক্ষেপ করেছেন। তাঁরা জানিয়েছেন স্কুলের পরিকাঠামোগত উন্নয়ন হলে তবেই ছাত্র সংখ্যা বাড়বে।

advertisement

আরও পড়ুন: ৩০০০ এর উপর বই তাকে তাকে থরে থরে! একটা রুম যেন আস্ত লাইব্রেরি, তাক লাগাচ্ছে বৃদ্ধের কীর্তি

নইলে এভাবেই চোখের সামনে নষ্ট হয়ে যাবে স্কুলটি। এ নিয়ে মন্দির বাজারের বিধায়ক জয়দেব হালদার জানিয়েছেন, ব্যাপারটি ঠিক কি সেটি খোঁজ নিয়ে দেখতে হবে। এই স্কুলটির উন্নয়নের জন্য কাজ করা হবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

নবাব মল্লিক

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: মৌরলতলা শীতলা বালিকা বিদ্যালয়ের ভাঙা ভবন যেন ভূতের বাসা, প্রায় বন্ধ পড়াশোনা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল