West Medinipur News: ৩০০০ এর উপর বই তাকে তাকে থরে থরে! একটা রুম যেন আস্ত লাইব্রেরি, তাক লাগাচ্ছে বৃদ্ধের চমকে দেওয়া কীর্তি, দেখুন একবার!
- Published by:Sanjukta Sarkar
- hyperlocal
- Reported by:Ranjan Chanda
Last Updated:
West Medinipur News: শখের বাড়িকে সকলেই নিজের মতো সাজাতে চান। কেউ বাহারি আলো, কেউ ওয়াল ডেকোরেশন কিংবা মনের মত করে ঘরের একটা রুমকে সাজিয়ে তুলতে পছন্দ করেন। তবে ভাবুন তো একটা রুমে সাজানো থাকবে শুধু বই, যেদিকেই তাকাবেন থরে থরে সাজানো একের পর এক লেখকের এক একটি পরিশ্রম।
পশ্চিম মেদিনীপুর: শখের বাড়িকে সকলেই নিজের মতো সাজাতে চান। কেউ বাহারি আলো, কেউ ওয়াল ডেকোরেশন কিংবা মনের মত করে ঘরের একটা রুমকে সাজিয়ে তুলতে পছন্দ করেন। তবে ভাবুন তো একটা রুমে সাজানো থাকবে শুধু বই, যেদিকেই তাকাবেন থরে থরে সাজানো একের পর এক লেখকের এক একটি পরিশ্রম।
কেমন হবে যদি আলমারি জুড়ে পোশাকের বদলে থাকে বই আর বই? হয়তো অনেকের বেশ পছন্দ হবে আবার কারও ভাল লাগবে না। তবে এক বইপ্রেমীর গল্প আপনাকেও অবাক করে দেবে। যেখানেই যান কিনে আনেন বই, সে যত দামেরই হোক না কেন! নিজে পড়েন শুধু নয়, একটা রুমকে সাজিয়ে তুলেছেন আস্তও এক লাইব্রেরিতে। এই বৃদ্ধের নেশা এবং শখ অবাক করবে আপনাকে। গল্পের বই থেকে উপন্যাস, নাটক কিংবা ইতিহাসের বই সাজিয়ে তুলেছেন বাড়ির দেওয়াল আলমারিতে।
advertisement
advertisement
পোশাক নয়, বাড়ির আলমারি জুড়ে সাজানো শুধু বই। গল্প, উপন্যাস, নাটক, ইতিহাসের নানা কথন-সহ একাধিক বই দেওয়াল আলমারি জুড়ে। এটা কোনও লাইব্রেরির অংশ নয়, এক ব্যক্তির জমানো আস্ত বই এর ভাণ্ডার। ছোট থেকেই শখ থাকায় এক এক করে জমিয়েছেন বই। থাকেন প্রত্যন্ত এক গ্রামীণ এলাকায়। তবে নিতান্তই শখের বসে তার এই আজব কীর্তি।
advertisement
আজ যখন বর্তমান যুবক-প্রজন্ম বই থেকে মুখ ফিরিয়েছে, তখনই এই বৃদ্ধ সকলের কাছে দৃষ্টান্ত। সকাল থেকে সন্ধ্যা তিনি ব্যস্ত থাকেন বইয়ের মধ্যে। চলে লেখালেখি। তবে বাংলা-ওড়িশা সীমান্ত এলাকা পশ্চিম মেদিনীপুরের দাঁতনের সোনাকোনিয়া এলাকার বাসিন্দা বিশিষ্ট শিক্ষাব্রতী অবন্তী কুমার জানার সবথেকে বেশি পছন্দ বই পড়া।
advertisement
ছোট থেকেই নেশা বই কেনা, বই পড়া। সেই ধারণাকে মাথায় নিয়ে দিনের পর দিন, বছরের পর বছর একাধিক বই কিনেছেন তিনি। মেদিনীপুরের ইতিহাসের নানা খণ্ড, বাংলা অভিধান, বিশ্বকোষ, বাংলা সাহিত্যের ইতিহাসের নানা খণ্ড সবই রয়েছে তাঁর সংগ্রহে।
advertisement
সঠিক হিসাব না থাকলেও এ পর্যন্ত অবন্তি বাবুর সংগ্রহে রয়েছে তিন হাজারেরও বেশি বই। অর্থাৎ বাড়িতেই যেন আস্ত লাইব্রেরি বানিয়েছেন তিনি। বাড়িতেই অবন্তি বাবু একটি নার্সারি স্কুল চালান। তাঁর সামান্য অর্থে কিনে ফেলেন পছন্দ মতো বই। ছোটখাটো চেহারার অবন্তি বাবু অবসর সময়ে নিজেও পড়তে থাকেন পাতার পর পাতা।
advertisement
বাড়ির কাছেই হাই স্কুল। বিদ্যালয় শুরুর আগে কিংবা টিফিনের সময় তাঁর বাড়িতে আসেন বহু বইপ্রেমী ছাত্র-ছাত্রীরা। ঘেঁটে দেখেন অবন্তি বাবুর সংগ্রহে থাকা নানান বইয়ের পাতা। প্রসঙ্গত বর্তমান প্রজন্ম মুখ ফিরিয়েছে বই থেকে। ক্রমশ হারিয়ে যাচ্ছে বই পড়ার প্রবণতা। ডিজিটাল যুগে ক্রমশ বই পড়ার অভ্যাস বদলাচ্ছে কচিকাঁচারা। তবে অবন্তি বাবুর ইচ্ছে, বর্তমান যুবক প্রজন্ম থেকে আবালবৃদ্ধবনিতা সবাই বই পড়ুক।
advertisement
প্রতিদিন ছাত্র-ছাত্রীর পাশাপাশি বই পড়তে আসেন ইতিহাস গবেষক থেকে শিক্ষক-শিক্ষিকারা।শিক্ষা বাঁচানোর তার এই মহৎ উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন সমাজের সর্বস্তরের মানুষ
রঞ্জন চন্দ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 09, 2025 2:02 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Medinipur News: ৩০০০ এর উপর বই তাকে তাকে থরে থরে! একটা রুম যেন আস্ত লাইব্রেরি, তাক লাগাচ্ছে বৃদ্ধের চমকে দেওয়া কীর্তি, দেখুন একবার!