TRENDING:

Digital Payments: লাফিয়ে লাফিয়ে ডিজিট্যাল পেমেন্ট বাড়তেই বাজার-ঘাটে নতুন অশান্তি! মহা ঝামেলায় ক্রেতা-বিক্রেতারা

Last Updated:

Digital Payments: বাজারে ১০ এবং ২০ টাকার নোট বেহাল অবস্থা, অন্যদিকে খুচরো টাকার অভাব, এর ফলে সমস্যায় ক্রেতা এবং বিক্রেতারা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বীরভূম: বর্তমানে তথ্যপ্রযুক্তির যুগে তেমন ভাবে কেউ পকেটে টাকা নিয়ে বের হন না। অনলাইনে লেনদেন বৃদ্ধি পাওয়ায় নগদ টাকার ব্যবহার দিন দিন কমে যাচ্ছে। যার ফলে রামপুরহাট মহকুমা জুড়ে খুচরো টাকার ব্যাপক অভাব দেখা যাচ্ছে। ডিজিটাল পেমেন্টের প্রসার ঘটলেও, নগদ টাকার ব্যবহার এখনও অনেকই করছেন। শহর ও গ্রামাঞ্চলে অনেকে দোকানে অনলাইন পেমেন্টের ব্যবস্থা থাকলেও গ্রাহকদের একটা বড় অংশ নগদ টাকায় লেনদেন পছন্দ করেন। যার ফলে খুচরো টাকার সঙ্কট তৈরি হয়েছে। অনেকে ব্যবসায়ী খুচরো টাকার অভাবে জিনিস বিক্রি করতে পারছেন না। অনেক ক্রেতা রয়েছেন যারা ১০০ টাকার নোট দিয়ে ১০ টাকা অথবা ২০ টাকার জিনিসপত্র কিনছেন। সে ক্ষেত্রে ৮০ টাকা ফেরত দেওয়া অসম্ভব হয়ে যাচ্ছে দোকানদারের ক্ষেত্রে। নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে এসে খুচরো নিয়ে হয়রানির মধ্যে পড়তে হচ্ছে।
ডিজিট্যাল পেমেন্ট
ডিজিট্যাল পেমেন্ট
advertisement

সবজি, মাছ, মাংসের বাজার থেকে চায়ের দোকান, মুদিখানার দোকানে এখন অনলাইনে পেমেন্টের ব্যবস্থা করেছে। শুধু তাই নয়, ঠ্যালা গাড়িতে আখের রস, সাইকেলে করে ঘুরে সব্জি বিক্রেতাও সেই ব্যবস্থা করেছে। কারণ, অনলাইন পেমেন্টের মাধ্যমে কেনাকাটার চল বেড়েছে। যার জেরে বীরভূমের নলহাটি, মুরারই, রামপুরহাট, মল্লারপুর, তারাপীঠ সর্বত্র নগদ টাকার অভাব দেখা দিয়েছে, তেমনই খুচরো টাকার সঙ্কট তৈরি হয়েছে শহর, গ্রামাঞ্চল সর্বত্র।

advertisement

আরও পড়ুন: দেড় কোটির ঘাট তারাপীঠে…! ৫ বছরেই যা অবস্থা, দেখলে আঁতকে উঠবেন

ডিজিটাল মাধ্যমে পেমেন্টের প্রসার ঘটলেও, নগদ টাকার ব্যবহার এখনও অনেক বেশি। ছোট ব্যবসা এবং গ্রামাঞ্চলের অনেক দোকানে অনলাইন পেমেন্টের ব্যবস্থা নেই। আবার কিছু ক্ষেত্রে গ্রাহকরা অনলাইন পেমেন্ট ব্যবহারে স্বাচ্ছন্দ্য বোধ করছেন না বা প্রক্রিয়া জানেন না। কেউ কেউ আবার প্রতারিত হওয়ার আশঙ্কা করছেন। তাঁরা নগদ টাকা নিয়ে বাজারে আসছেন। কিন্তু তাঁরা খুচরোর সমস্যায় পড়ছেন। বীরভূমের রামপুরহাটের এক স্থানীয় বাসিন্দা এসেছিলেন রামপুরহাট হাটতলায় সবজি কিনতে। তিনি ৩৫ টাকার সব্জি কিনে দোকানদারকে ১০০ টাকার নোট দিলেন। বিক্রেতা সঙ্গে সঙ্গে জানালেন খুচরো দিন বা অনলাইনে পেমেন্ট করুন। কিন্তু ক্রেতার অনলাইনে পেমেন্টের কোন ব্যবস্থা নেই। ব্যস, খুচরো নিয়ে সমস্যায় পড়ে গেলেন তিনি।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

ঠিক এমন ভাবেই দিন দিন খুচরো টাকার সমস্যায় করছেন সকলেই। আবার অন্যদিকে বাজারে যে সমস্ত ১০ টাকা অথবা ২০ টাকার নোট রয়েছে সেগুলি অবস্থা বেহাল। ছিঁড়ে ফেটে একাকার অধিকাংশ ১০ টাকা, ২০ টাকার নোট। আর সেই নোট নিতে অনিহা প্রকাশ করছেন ক্রেতাদের মধ্যে একাংশ। সেই নিয়েও সমস্যায় পড়তে হচ্ছে ব্যবসায়ীদের। এই নোট নিয়ে একাধিকবার ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে ঝামেলা অশান্তির সৃষ্টি হচ্ছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সৌভিক রায়

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Digital Payments: লাফিয়ে লাফিয়ে ডিজিট্যাল পেমেন্ট বাড়তেই বাজার-ঘাটে নতুন অশান্তি! মহা ঝামেলায় ক্রেতা-বিক্রেতারা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল