রামনগরে পেজ ইলেভেন ক্লাব প্রতি বছর সরস্বতী পুজোয় চমক দেয় রামনগরবাসীকে। অতীত ইতিহাস ও ঐতিহ্যকে বর্তমানের আঙ্গিনায় প্রকাশিত করেছে রামনগর এর এই ক্লাব। থিমের ভাবনা ও ঐতিহ্যকে ধারক বাহক মনে করে এগিয়ে চলেছে পেজ ইলেভেন। করে ১৪ তম বছরে পদার্পণ করেছে এই পেজ ইলেভেন ক্লাব। রামনগরের এক ঝাক যুবক ১৪ বছর আগে স্বপ্ন দেখেছিল একটি ক্লাবের। এবারে ক্লাবে থিমে রয়েছে অভিনবত্বের ছোঁয়া। এবারে তাদের ক্লাবের পুজো মণ্ডপের থিম অজন্তা ইলোরা গুহা। অজন্তা ইলোরা গুহার চিত্র ফুটে উঠেছে তাদের পূজা মন্ডপের দেওয়ালে। গুহার ভাস্কর্য তুলে ধরা হয়েছে মণ্ডপে।
advertisement
আরও পড়ুন: প্রেম দিবসে সঙ্গীকে নিয়ে চলে যান ডায়মন্ড হারবার! চুটিয়ে প্রেমের ঠিকানা জানুন
বর্তমান সময়ে শুধু দুর্গাপুজোয় থিম পুজোর চমক না জেলায় জেলায় দুর্গাপূজার পাশাপাশি অন্যান্য পুজোতেও থিমের চমক। তাই এবার বাগদেবীর আরাধনায় অভিনবত্বের ছোঁয়ায় অজন্তা ও ইলোরা গুহা উঠে এল বঙ্গোপসাগরের তীরে। পুজোর দিন থাকছে বিভিন্ন রকম অনুষ্ঠানের রূপাঞ্জলি। রামনগর সহ এলাকার প্রচুর মানুষ আসেন এই মণ্ডপ দর্শনে। মায়ের প্রতিমায়ও এবার থাকছে অভিনবত্বের ছোঁয়া। দিঘার কাছে এই পুজো মণ্ডপের উদ্বোধন করেন রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি। এছাড়াও উপস্থিত ছিলেন কাঁথি পৌরসভার চেয়ারম্যান।
আরও পড়ুন: ফ্যাটি লিভার? ডায়াবেটিস? এই নিয়মে খান কালো তিল! বহু রোগে মুক্তি!
সরস্বতী পুজোর একদিন পরেই রয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তাই বাগদেবীর আরাধনার উন্মাদনা কিছুটা হলেও ব্যাহত হয়েছে। তবুও সরস্বতী পুজোতে থিমের বাহারে সেজেছে পুজো মণ্ডপ। রামনগরে পেজ ইলেভেন ক্লাবের এবার সরস্বতী পুজোর মণ্ডপ সেজে উঠল অজন্তা ইলোরা গুহার আদলে। এ বিষয়ে পুজো কমিটির সম্পাদক প্রীতম গিরি জানান, প্রতিবছরের পূজোয় অভিনব মণ্ডপ তুলে ধরা হয়। এবার মণ্ডপের কারুকার্য হয়েছে অজন্তা ও ইলোরা গুহার দেওয়াল চিত্রের আদলে।’ সরস্বতী পুজোর দিন দিঘায় ঘুরতে এলেই পর্যটকেরা এই অজন্তা ইলোরা গুহা ঘুরে বেড়ানোর আনন্দ উপভোগ করতে পারবেন।
সৈকত শী