TRENDING:

Digha: এ কেমন দিঘার সমুদ্র! এই রূপ বারে বারে বেড়াতে গিয়েও আপনি দেখেননি নিশ্চিত, ভিডিও দেখুন

Last Updated:

Digha: সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু, শুরু বৃষ্টি। পূর্ব মেদিনীপুর জেলার দিঘা-সহ সর্বত্রই বৃষ্টি চলছে। দিঘায় বৃষ্টি ও জোয়ারের সময় সমুদ্রের ঢেউয়ের যুগলবন্দিতে উল্লসিত পর্যটকরা। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দিঘা: সক্রিয় হয়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু, শুরু হয়েছে বৃষ্টি। পূর্ব মেদিনীপুর জেলার দিঘা-সহ সর্বত্রই বৃষ্টি চলছে। দিঘায় বৃষ্টি ও জোয়ারের সময় সমুদ্রের ঢেউয়ের যুগলবন্দি, আর তাতেই উল্লসিত পর্যটকরা। শুক্রবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি শুরু হয়েছে। আষাঢ়ের শেষ লগ্নেও বৃষ্টির জন্য চাতকের মতো চেয়েছিল সাধারণ মানুষ। অবশেষে সেই বৃষ্টির দেখা। দিঘা-সহ রাজ্যের উপকূলবর্তী অঞ্চলেও বৃষ্টি শুরু হয়েছে। দিঘায় আসা পর্যটকরা বৃষ্টি কারণে উল্লসিত।
advertisement

শীত, গ্রীষ্ম, বর্ষা সব ঋতুতেই দিঘা সমুদ্র সৈকত বাঙালি পর্যটকদের কাছে সমান জনপ্রিয়। বর্ষার সময়ে বৃষ্টি ও উত্তাল সমুদ্রের রূপ পর্যটকদের আরও বেশি করে আকৃষ্ট করে। ফলে বর্ষাকালে বহু সংখ্যক পর্যটক দিঘায় আসেন। আষাঢ় মাস প্রায় শেষ হলেও চলতি বছর এখনও পর্যন্ত বর্ষার স্বাভাবিক বৃষ্টি সেভাবে দেখা পাওয়া যায়নি দক্ষিণবঙ্গে। অবশেষে শুক্রবার থেকে বৃষ্টির দেখা মিলেছে। বৃষ্টি চলছে দক্ষিণ বঙ্গের জেলায় জেলায়। বৃষ্টি শুরু হয়েছে পূর্ব মেদিনীপুর তথা রাজ্যের জনপ্রিয় পর্যটন কেন্দ্র দিঘায়।

advertisement

আরও পড়ুনঃ অপেক্ষা শেষ! ঝাঁক ঝাঁক ইলিশ এল শহর-গ্রামের বাজারে! শুক্রবারের বাজারে কত কেজির মাছ, কত দামে মিলবে?

১২ জুলাই শুক্রবার সকাল থেকে দিঘায় বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টির পাশাপাশি জোয়ারের সময় উত্তাল সমুদ্র। বহু সংখ্যক পর্যটক দিঘা সৈকত সরণিতে দাঁড়িয়ে সমুদ্র উপভোগ করছে। কারণ সমুদ্র উত্তাল থাকার কারণে জোয়ারের সময় সমুদ্রের স্নানে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সৈকত সরণির পাশাপাশি বিভিন্ন জায়গায় তৎপর নুলিয়া ও সিভিল ডিফেন্স কর্মীরা।

advertisement

View More

প্রসঙ্গত, বর্তমান সময়ে দিন যত যাচ্ছে দিঘায় পর্যটকের ভিড় তত বাড়ছে। উইকেন্ড না সপ্তাহের মাঝেও দিঘায় পর্যটকের ভিড় লক্ষ্য করা যায়। এদিন দিঘা সমুদ্র সৈকতে পর্যটকেরা স্নানে না নামতে পারলেও উচ্ছ্বসিত। কারণ একদিকে বৃষ্টি অন্যদিকে সমুদ্রের বড় বড় ঢেউ এসে আছড়ে পড়ছে গার্ড ওয়ালে। ফলে বৃষ্টি মাথায় নিয়ে রীতিমতো সমুদ্র উপভোগ করতে দেখা যায় বহু পর্যটককে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পরিবেশবান্ধব থিমে মণ্ডপের গাছপালা যেন জীবন্ত, কাঁপাচ্ছে চন্দননগরের আলো
আরও দেখুন

সৈকত শী

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Digha: এ কেমন দিঘার সমুদ্র! এই রূপ বারে বারে বেড়াতে গিয়েও আপনি দেখেননি নিশ্চিত, ভিডিও দেখুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল