আরও পড়ুন: স্ত্রীকে নিয়ে গাড়ি চালিয়ে সোজা পুকুরে, প্রাণ গেল বউয়ের! কারণ শুনলে শিউরে উঠবেন
সামাজিক মাধ্যমে বিজেপি নেতার করা পোস্টকে ঘিরে আলোড়ন রাজ্য রাজনীতিতে। বিজেপির বর্ধমান সাংগঠনিক জেলা কমিটির সহ সভাপতি রমন শর্মার বক্তব্য,ছবি কথা বলে। কিছু বলার দরকার নেই।এগিয়ে বাংলা। এই পোস্ট সামাজিক মাধ্যমে নিমেষেই ছড়িয়ে পড়ে। তাকে ঘিরে তোলপাড় পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলার রাজনীতির ময়দান।
advertisement
রমণ শর্মার অভিযোগ, “এটাই এগিয়ে বাংলার ছবি। গলসির তৃণমূল বিধায়ক নেপাল ঘোড়ুই-এর উপস্থিতিতে চলছে টাকা ভাগাভাগি। সেখানে উপস্থিত রয়েছেন গলসি ১ নম্বর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি অনুপ চট্টোপাধ্যায় ও কৃষি কর্মাধ্যক্ষ পার্থসারথী মণ্ডল।
আরও পড়ুন: পা দিয়ে গড়িয়ে পড়ছে রক্ত, হাসপাতালে সাহায্য চাইলেন কিশোরী! ফের নির্যাতনের অভিযোগ
এই বিষয়ে বিধায়ক নেপাল ঘোড়ুই বলেন, “এই ছবি গত লোকসভা ভোটের সময়ের। সেই সময় একটি সভার জন্য যে সব খরচ হয় তা বুঝিয়ে দেওয়া হচ্ছিল। সেই ছবি সামনে এনে বিজেপি কুৎসা রটাতে চাইছে”। দফতরে বসে দলীয় পদাধিকারীদের নিয়ে গলসি বিধায়ক নেপাল ঘোড়ুইয়ের টাকা গোনার ভিডিও ভাইরালের ঘটনায় তৃণমূল কংগ্রেসের পক্ষে তদন্ত করা হবে বলে জানিয়েছেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। ররবীন্দ্রনাথ বলেন, “এই ঘটনার দলীয় পর্যায়ে তদন্ত হবে। তবে এটি পুরনো ভিডিও। লোকসভা নির্বাচলের সময় বুথ খরচের টাকা বুথে পৌঁছে দেওয়ার জন্য ওরা ভাগ করছিল। সামান্য দেড়-দু লক্ষ টাকা। যেহেতু ভিডিও দলীয় কার্যালয়ের সিসি ক্যামেরা থেকে নিয়ে ভাইরাল করা হয়েছে সেজন্য দলের কেউ জড়িত আছে কিনা সে বিষয়ে নিশ্চিত হতে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। তবে এখনই এ ব্যাপারে পুলিশে কিছু অভিযোগ করা হচ্ছে না বলে জানান তৃণমূলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়।