দক্ষিন কালিকাপুর জোড়াপোল যুবগোষ্ঠী গত ৬১ বছর ধরে তারা শ্যামা পুজোর আয়োজন করে আসছে। এ বছর তাদের থিম প্রকৃতির বন্ধনে শান্তির সন্ধানে। অর্থাৎ পুরো মণ্ডপ জুড়ে বিভিন্ন ধরনের ফোম দিয়ে গাছপালা তৈরি করা হয়েছে। যা দেখলে দর্শকরা মুগ্ধ হয়ে যাবেন। মন্ডপের সঙ্গে মানানসই করে তৈরি করা হয়েছে প্রতিমা।
আরও পড়ুন : সাবধান! এই কালীপুজোয় অচেনা কেউ ফুল, বেলপাতা আনার কাজ দিলে যাবেন না! ফাঁদে পা দিলেই ঘোর সর্বনাশ
advertisement
মহাপ্রভু চৈতন্যদেবের শহর থেকে আগত অর্থাৎ মায়াপুর নবদ্বীপ থেকে শিল্পীরা মন্ডপ সৃজনে কাজ করছেন। টানা তিন মাস ধরে তারা এই মন্ডপ সাজানোর কাজ চালিয়ে যাচ্ছেন তাঁরা। এ বছর তাদের বাজেট প্রায় ১০ লক্ষ টাকা। মন্ডপের পাশাপাশি থাকছে চন্দননগরের আলোকসজ্জা।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই প্রসঙ্গে পুজো কমিটির এক সদস্য জানান এ বছর আমাদের ৬১ বছরে পদার্পণ করল এই আয়োজন। প্রকৃতির বন্ধনে শান্তির সন্ধানে। অর্থাৎ প্রকৃতি বাঁচলেই তবেই শান্তি মিলবে। পুরো মণ্ডপ বিভিন্ন গাছের লতাপাতা দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। যা দেখে অবাক হবেন দর্শনার্থীরা।