২৮ হাত উচ্চতার বিশাল প্রতিমা, বড়বেলুনের বড়মার অলৌকিক কাহিনি শুনলে গায়ে কাঁটা দেবে
- Published by:Ratnadeep Ray
- Reported by:Saradindu Ghosh
Last Updated:
Kali Puja 2025: শ্মশানকালী থেকে হয়ে উঠলেন বড়মা। সাতশো বছরের ইতিহাস পূর্ব বর্ধমানের ভাতারের বড়বেলুন গ্রামের বড় মাকে ঘিরে। যত দিন যাচ্ছে ততই ভিড় বেড়ে চলেছে বড়মায়ের পুজোয়।
পূর্ব বর্ধমান: শ্মশানকালী থেকে হয়ে উঠলেন বড়মা। সাতশো বছরের ইতিহাস পূর্ব বর্ধমানের ভাতারের বড়বেলুন গ্রামের বড় মাকে ঘিরে। যত দিন যাচ্ছে ততই ভিড় বেড়ে চলেছে বড়মায়ের পুজোয়। এই পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে নানান অলৌকিক কাহিনি। অনেকেরই বিশ্বাস, ভক্তিভরে ডাকলে মা সকলের মনোবাঞ্ছা পূর্ন করেন।
সে প্রায় ৭০০ বছর আগের ঘটনা। গ্ৰামের নির্জন শ্মশানে নিজের হাতেই দেবী মূর্তি তৈরি করে পুজো করতেন ভৃগুরাম নামে এক সাধক। সকাল থেকে উপবাসে থেকে মূর্তি তৈরি করতেন তিনি। দিনভর পুজো করে দিনের শেষে প্রতিমা বিসর্জনের পর তিনি উপবাস ভঙ্গ করতেন। দিনের পর দিন সেই শ্মশানই ছিল তাঁর সাধন ক্ষেত্র।
advertisement
advertisement
লোককথা, একবার নিজের হাতে প্রতিমা তৈরি করে তিনি স্নান করতে যান পুকুরে। ফিরে এসে দেখেন তাঁর তৈরি স্বল্প দৈর্ঘ্যের দেবী প্রতিমা বিশালাকার ধারণ করেছে। ছোট্ট প্রতিমা হয়ে উঠেছে প্রায় ১৪ হাতের সমান। যা দেখে ভৃগুরাম জ্ঞান হারিয়ে অচেতন হয়ে পড়েন। পরে দেবীর স্বপ্নাদেশ পান ভৃগুরাম। দেবী জানান, এইভাবেই পূজিতা হবেন তিনি। সেই প্রথা মেনে আজও পূর্ব বর্ধমান জেলার ভাতারের বড়বেলুন গ্ৰামে পূজিত হন সকলের আরাধ্যা বড়মা।
advertisement
২৮ ফুট উচ্চতার সুবিশাল কালী মূর্তির পুজোকে ঘিরে লক্ষ লক্ষ পুরুষ মহিলা জমায়েত হন। শুধু এই জেলাই নয় পাশ্ববর্তী বিভিন্ন জেলা এমনকী ভিন রাজ্য থেকেও আসেন হাজার হাজার ভক্ত। বাড়ি বাড়ি আত্মীয় স্বজনের আগমন ঘটে।
advertisement
পুজোর উদ্যোক্তারা বলছেন, সময় যত গড়িয়েছে ততই বড়মার খ্যাতি ছড়িয়েছে নানা প্রান্তে। বর্তমানে সাধক ভৃগুরামের বংশধররাই পুজো করেন বড়বেলুন গ্ৰামে। প্রতিমা তৈরি হতে সন্ধে গড়িয়ে যায়। সব শেষে হয় মায়ের অঙ্গরাগ। তারপর পুজো। এই সুবিশাল প্রতিমার বিসর্জন দেখতে উৎসাহীদের ভিড় উপচে পড়ে। প্রতিমার কাঠামোয় লাগানো থাকে লোহার চাকা। একটু একটু করে এগিয়ে নিয়ে যাওয়া হয় প্রতিমা। কয়েক ঘন্টার শোভাযাত্রার পর মায়ের প্রতিমার বিসর্জন হয় গ্রামেরই জলাশয়ে। এই পুজো উপলক্ষে আজও মেলা বসে গ্রামে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
October 19, 2025 10:34 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
২৮ হাত উচ্চতার বিশাল প্রতিমা, বড়বেলুনের বড়মার অলৌকিক কাহিনি শুনলে গায়ে কাঁটা দেবে