দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার উদ্যোগে এবার থেকে ঝাড়গ্রাম-দিঘা রুটে চালু হল সরাসরি সরকারি বাস পরিষেবা। বুধবার এই পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন হয়। নতুন এই বাস পরিষেবা ঝাড়গ্রাম থেকে ছাড়বে প্রতিদিন সকাল ৬ঃ৩০ মিনিটে এবং প্রায় ৫ ঘণ্টার মধ্যেই পৌঁছে যাবে দিঘায়। ভাড়া নির্ধারণ করা হয়েছে মাত্র ১৩৭ টাকা, যা সাধারণ মানুষের নাগালের মধ্যেই।
advertisement
বাসটি ঝাড়গ্রামের লোধাশুলি, রগড়া, রোহিনী, কুলটিকরি, কেশিয়াড়ি, বেলদা হয়ে দিঘায় পৌঁছবে। ফেরার পথে বাসটি দিঘা থেকে দুপুর ১ঃ৩০ মিনিটে ছাড়বে এবং সন্ধ্যা ৬ঃ৩০ মিনিট নাগাদ ঝাড়গ্রামে ফিরে আসবে। পরিবহণ সংস্থার চেয়ারম্যান সুভাষ মণ্ডল জানান, “মুখ্যমন্ত্রীর নির্দেশে ঝাড়গ্রামের সাধারণ মানুষের কথা মাথায় রেখেই এই পরিষেবা চালু করা হয়েছে। খুব কম খরচে এবং স্বল্প সময়ে দিঘা পৌঁছানো যাবে এই বাসে। ভবিষ্যতে এই রুটে বাসের সংখ্যা আরও বাড়ানোর পরিকল্পনাও রয়েছে।” শুধু ঝাড়গ্রাম নয়, একই দিনে পুরুলিয়া থেকেও দিঘাগামী নতুন সরকারি বাস পরিষেবা চালু হয়েছে।
পুরুলিয়া থেকে বাস ছাড়বে সকাল ৬ঃ৪৫ মিনিটে, ঝাড়গ্রামে পৌঁছবে সাড়ে দশটায় এবং পরে দুপুর ৩টে নাগাদ রওনা দেবে দিঘার উদ্দেশ্যে। দিঘা থেকে সকাল ৬ঃ৪৫ মিনিটে রওনা হওয়া বাসটি পৌঁছবে ঝাড়গ্রামে সকাল ১১ঃ৩০ মিনিটে। প্রতিবছর রথযাত্রার সময় দিঘায় পর্যটকদের ভিড় চোখে পড়ার মত। এবার ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুরের মানুষ আরও সহজে, নিরাপদে ও সাশ্রয়ী খরচে সরকারি বাসে দিঘা সফর করতে পারবেন।
দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা সূত্রে জানা গিয়েছে, শুধু রথযাত্রা নয়, আগামী দিনে শীতকালীন পর্যটন মরসুমেও নতুন নতুন রুটে বাস পরিষেবা চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি ঝাড়গ্রাম-দিঘা এবং পুরুলিয়া-দিঘা রুটে বাস সংখ্যা বাড়ানোর দিকেও নজর দেওয়া হচ্ছে।
তন্ময় নন্দী