Digha Rath Yatra: দিঘা সেজেছে চোখ ধাঁধানো আলোয়, অপেক্ষায় একের পর এক চমক! প্রথম রথযাত্রায় দিনভর কী হবে জগন্নাথ মন্দিরে? জানুন

Last Updated:
Digha Rath Yatra: রথযাত্রা উৎসব ঘিরে শহরজুড়ে এখন সাজ সাজ রব। চন্দননগরের থিমের আলোয় সেজে উঠেছে শহরের রাস্তাঘাট ও সৈকত সরণি। 'জয় জগন্নাথ' লেখা রঙিন ধ্বজা উড়ছে সর্বত্র।
1/6
*প্রথমবার দিঘার রথযাত্রা অনুষ্ঠিত হতে চলেছে। আর তাতে মুখ্যমন্ত্রীর উপস্থিতি এক বিশেষ মাত্রা দিয়েছে। বুধবার তিনি দিঘা পৌঁছেছেন। দিঘায় উৎসবের আমেজ এখন তুঙ্গে। মুখ্যমন্ত্রী সোনার ঝাড়ু দিয়ে রথের পথ পরিষ্কার করবেন, যা এই উৎসবের এক অবিস্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে। লক্ষাধিক মানুষের সমাগমের প্রত্যাশা এবং দেশ-বিদেশ থেকে আসা ভক্তদের উপস্থিতিতে দিঘা এখন এক বর্ণিল উৎসবে পরিণত হতে চলেছে।
*প্রথমবার দিঘার রথযাত্রা অনুষ্ঠিত হতে চলেছে। আর তাতে মুখ্যমন্ত্রীর উপস্থিতি এক বিশেষ মাত্রা দিয়েছে। বুধবার তিনি দিঘা পৌঁছেছেন। দিঘায় উৎসবের আমেজ এখন তুঙ্গে। মুখ্যমন্ত্রীর হাতে সোনার ঝাড়ু দিয়ে রথের পথ পরিষ্কার করবেন, যা এই উৎসবের এক অবিস্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে। লক্ষাধিক মানুষের সমাগমের প্রত্যাশা এবং দেশ-বিদেশ থেকে আসা ভক্তদের উপস্থিতিতে দিঘা এখন এক বর্ণিল উৎসবে পরিণত হতে চলেছে।
advertisement
2/6
*রথযাত্রা উপলক্ষে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে সৈকত শহর, কড়া নজরদারিতে চলছে। ২৬ জুন বৃহস্পতিবার নবযৌবন উৎসব এবং নেত্র উৎসব অনুষ্ঠিত হবে, যেখানে মুখ্যমন্ত্রীও অংশ নিতে পারেন। পরদিনই বহু প্রতীক্ষিত রথযাত্রা। বৃষ্টির সম্ভাবনা থাকায় শহরের নিকাশি ব্যবস্থায় বিশেষ জোর দেওয়া হয়েছে। এই বিপুল ভিড়ের মধ্যেও শহরের ১০০ শতাংশ পরিচ্ছন্নতা বজায় রাখতে প্রশাসন বদ্ধপরিকর।
*রথযাত্রা উপলক্ষে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে সৈকত শহর, কড়া নজরদারিতে চলছে। ২৬ জুন বৃহস্পতিবার নবযৌবন উৎসব এবং নেত্র উৎসব অনুষ্ঠিত হবে, যেখানে মুখ্যমন্ত্রীও অংশ নিতে পারেন। পরদিনই বহু প্রতীক্ষিত রথযাত্রা। বৃষ্টির সম্ভাবনা থাকায় শহরের নিকাশি ব্যবস্থায় বিশেষ জোর দেওয়া হয়েছে। এই বিপুল ভিড়ের মধ্যেও শহরের ১০০ শতাংশ পরিচ্ছন্নতা বজায় রাখতে প্রশাসন বদ্ধপরিকর।
advertisement
3/6
*রথের চাকা নির্বিঘ্নে গড়াতে পথ সম্পূর্ণ প্রস্তুত। জগন্নাথ ধাম থেকে মাসির বাড়ি পর্যন্ত জাতীয় সড়কের দু'পাশে ফুটপাত ঘিরে শক্তপোক্ত ব্যারিকেড তৈরি করা হয়েছে। ভিড়ের স্রোতকে নিয়ন্ত্রণ করার জন্য। যাতে রথ চলাচলে কোনও বিঘ্ন না ঘটে। প্রথমে বলরামের রথ, তারপর সুভদ্রার এবং সব শেষে জগন্নাথের রথ একে একে এগিয়ে যাবে। প্রস্তুতি এখন শেষ পর্যায়ে, বাকি শুধু লোকারণ্য তৈরির অপেক্ষা।
*রথের চাকা নির্বিঘ্নে গড়াতে পথ সম্পূর্ণ প্রস্তুত। জগন্নাথ ধাম থেকে মাসির বাড়ি পর্যন্ত জাতীয় সড়কের দু'পাশে ফুটপাত ঘিরে শক্তপোক্ত ব্যারিকেড তৈরি করা হয়েছে। ভিড়ের স্রোতকে নিয়ন্ত্রণ করার জন্য। যাতে রথ চলাচলে কোনও বিঘ্ন না ঘটে। প্রথমে বলরামের রথ, তারপর সুভদ্রার এবং সব শেষে জগন্নাথের রথ একে একে এগিয়ে যাবে। প্রস্তুতি এখন শেষ পর্যায়ে, বাকি শুধু লোকারণ্য তৈরির অপেক্ষা।
advertisement
4/6
*দিঘা জগন্নাথ ধামের রথযাত্রার মহা আয়োজনকে ঘিরে উৎসবের আমেজে গোটা শহর এখন মুখরিত। দিঘার রথযাত্রায় বিদেশিদেরও ছোঁয়া লাগছে। মন্দির প্রশাসন সূত্রে খবর, বুধবার প্রায় ৫০ জন বিদেশি ভক্ত দিঘায় এসেছেন। এঁরা রাশিয়া, ইউক্রেন, বেলারুশ, ও আমেরিকার মত বিভিন্ন দেশ থেকে এসেছেন। এই বিদেশি ভক্তরা রথের কাজে হাত লাগাবেন। এছাড়াও, রথের স্বেচ্ছাসেবক হিসেবে আরও ৫০ জন ইসকন প্রতিনিধি আসছেন। তাঁদের আগমনে রথযাত্রা আরও আন্তর্জাতিক রূপ পাচ্ছে।
*দিঘা জগন্নাথ ধামের রথযাত্রার মহা আয়োজনকে ঘিরে উৎসবের আমেজে গোটা শহর এখন মুখরিত। দিঘার রথযাত্রায় বিদেশিদেরও ছোঁয়া লাগছে। মন্দির প্রশাসন সূত্রে খবর, বুধবার প্রায় ৫০ জন বিদেশি ভক্ত দিঘায় এসেছেন। এঁরা রাশিয়া, ইউক্রেন, বেলারুশ, ও আমেরিকার মত বিভিন্ন দেশ থেকে এসেছেন। এই বিদেশি ভক্তরা রথের কাজে হাত লাগাবেন। এছাড়াও, রথের স্বেচ্ছাসেবক হিসেবে আরও ৫০ জন ইসকন প্রতিনিধি আসছেন। তাঁদের আগমনে রথযাত্রা আরও আন্তর্জাতিক রূপ পাচ্ছে।
advertisement
5/6
*রথযাত্রা উৎসব ঘিরে শহরজুড়ে এখন সাজ সাজ রব। চন্দননগরের থিমের আলোয় সেজে উঠেছে শহরের রাস্তাঘাট ও সৈকত সরণি। 'জয় জগন্নাথ' লেখা রঙিন ধ্বজা উড়ছে সর্বত্র। পর্যটন দফতর ও তথ্য সংস্কৃতি দফতরের স্বাগত হোডিং শহরজুড়ে উৎসবের বার্তা ছড়াচ্ছে। দিঘা থানা সংলগ্ন আদি জগন্নাথ মন্দির এবং মাসির বাড়িতে মেলা ও অন্যান্য উৎসবের প্রস্তুতিও জোরকদমে চলছে।
*রথযাত্রা উৎসব ঘিরে শহরজুড়ে এখন সাজ সাজ রব। চন্দননগরের থিমের আলোয় সেজে উঠেছে শহরের রাস্তাঘাট ও সৈকত সরণি। 'জয় জগন্নাথ' লেখা রঙিন ধ্বজা উড়ছে সর্বত্র। পর্যটন দফতর ও তথ্য সংস্কৃতি দফতরের স্বাগত হোডিং শহরজুড়ে উৎসবের বার্তা ছড়াচ্ছে। দিঘা থানা সংলগ্ন আদি জগন্নাথ মন্দির এবং মাসির বাড়িতে মেলা ও অন্যান্য উৎসবের প্রস্তুতিও জোরকদমে চলছে।
advertisement
6/6
*স্বাস্থ্য পরিষেবার দিকেও বিশেষ নজর দেওয়া হয়েছে। জগন্নাথ মন্দির থেকে মাসির বাড়ি পর্যন্ত তিনটি মেডিক্যাল ক্যাম্প থাকবে। এছাড়াও, ভ্রাম্যমাণ মেডিক্যাল ক্যাম্পও থাকবে। সেখানে প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম ও প্রয়োজনীয় ওষুধ নিয়ে চিকিৎসকরা উপস্থিত থাকবেন। জনস্বাস্থ্য কারিগরি দফতরের পক্ষ থেকে বিভিন্ন ক্যাম্প থেকে জলের পাউচ বিতরণ করা হবে। জরুরি অবস্থার জন্য এয়ার অ্যাম্বুল্যান্স, অ্যাম্বুল্যান্স এবং দশটিরও বেশি দমকল প্রস্তুত রাখা হয়েছে। ‘মে আই হেল্প ইউ’ কাউন্টারও থাকছে।
*স্বাস্থ্য পরিষেবার দিকেও বিশেষ নজর দেওয়া হয়েছে। জগন্নাথ মন্দির থেকে মাসির বাড়ি পর্যন্ত তিনটি মেডিক্যাল ক্যাম্প থাকবে। এছাড়াও, ভ্রাম্যমাণ মেডিক্যাল ক্যাম্পও থাকবে। সেখানে প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম ও প্রয়োজনীয় ওষুধ নিয়ে চিকিৎসকরা উপস্থিত থাকবেন। জনস্বাস্থ্য কারিগরি দফতরের পক্ষ থেকে বিভিন্ন ক্যাম্প থেকে জলের পাউচ বিতরণ করা হবে। জরুরি অবস্থার জন্য এয়ার অ্যাম্বুল্যান্স, অ্যাম্বুল্যান্স এবং দশটিরও বেশি দমকল প্রস্তুত রাখা হয়েছে। ‘মে আই হেল্প ইউ’ কাউন্টারও থাকছে।
advertisement
advertisement
advertisement