TRENDING:

Digha: শীতের মরশুমে নামমাত্র খরচে ঘুরুন দিঘা! সৈকত শহরে বেড়ানোর বিরাট উদ্যোগ রাজ্যের, জানুন

Last Updated:

Digha: একদিনের ছুটিতেই শিল্পাঞ্চলের মানুষ এ বার দিঘা থেকে ঘুরে আসতে পারবেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দুর্গাপুর: পর্যটকরা এ বার দুর্গাপুর থেকে আরও সহজে পৌঁছে যেতে পারবেন দিঘা। সুযোগ করে দিল দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা। আগামী ১ ডিসেম্বর থেকে দিঘা যাওয়ার জন্য দুর্গাপুর থেকেই পাওয়া যাবে সুযোগ। যাত্রীরা ডিলাক্স বাসে কম খরচে পৌঁছে যাবেন বাঙালির অন্যতম ভ্রমণ স্থানে। হাতে মাত্র একদিন ছুটি থাকলেই এ বার দিঘা যেতে পারবেন শিল্পাঞ্চলের মানুষ।
advertisement

সম্প্রতি আসানসোল থেকে শিলিগুড়ি যাওয়ার জন্য নতুন একটি বাস চালু করেছে এসবিএসটিসি। বাসটি আসানসোল থেকে ছেড়ে দুর্গাপুর হয়ে পৌঁছে যাবে শিলিগুড়ি। তার মধ্যে আবার পর্যটকদের জন্য নতুন আরও একটি বাস দিল এসবিএসটিসি। যে বাসটি দুর্গাপুর থেকে যাবে দিঘা। রাত্রিকালীন এই বাস সার্ভিস পাওয়া যাবে নিয়মিত। যদিও এখনও পর্যন্ত যাত্রীদের জন্য কত খরচ করতে হবে সে বিষয়টি স্পষ্ট করে জানানো হয়নি।

advertisement

আরও পড়ুনঃ মিরাকেল ফল খেয়েছেন? এই ফল খেলে পাতিলেবুও লাগে মিষ্টি! গুণ জানলে বাজার খুঁজবেন নিশ্চিত

পরিবহন সংস্থার সূত্রে জানা গিয়েছে, প্রত্যেকদিন রাত আটটা নাগাদ দুর্গাপুর সিটি সেন্টার থেকে দিঘা যাওয়ার ডিলাক্স বাসটি ছাড়া হবে। সিটি সেন্টার থেকে ছেড়ে বাসটি প্রথমে আসবে দুর্গাপুর স্টেশন। তারপর সেখান থেকে মেদিনীপুর, কাঁথি হয়ে পৌঁছে যাবে দিঘা। আবার প্রত্যেকদিন রাত আট’টা নাগাদ দিঘা থেকে ছাড়বে বাসটি। সকালে ফিরবে দুর্গাপুরে।

advertisement

View More

নতুন এই বাস চালু হওয়ার খবরে খুশির হাওয়া ভ্রমণ প্রিয় মানুষের মধ্যে। বিশেষ করে শিল্পাঞ্চলের মানুষ নতুন এই বাস চালু হওয়ার খবরে ভীষণভাবে খুশি। কারণ শীতের এই মরশুমে একদিনের ছোটখাটো ছুটিতে দিঘা যাওয়ার ইচ্ছে থাকে অনেকেরই। আর একদিনের ছুটিতেই শিল্পাঞ্চলের মানুষ এ বার দিঘা থেকে ঘুরে আসতে পারবেন। ফলে নতুন এই বাস চালু হওয়ার অপেক্ষায় শহরবাসী।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

নয়ন ঘোষ

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Digha: শীতের মরশুমে নামমাত্র খরচে ঘুরুন দিঘা! সৈকত শহরে বেড়ানোর বিরাট উদ্যোগ রাজ্যের, জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল