একদিকে জগন্নাথ মন্দির অন্যদিকে মেরিন ড্রাইভ নানান উন্নয়নমূলক কর্মকাণ্ডের ছোঁয়ায় দিঘার ব্র্যান্ড ভ্যালু এখন আন্তর্জাতিক মানের। ইয়াস পরবর্তী সময়ে দিঘার পর্যটন কেন্দ্রে পর্যটকের আনাগোনা বহুল পরিমাণ বেড়েছে। প্রতি শনি রবিবার সমুদ্র সৈকতে উপচে পড়া পর্যটক এর ভিড়। ছুটির দিনগুলিতে তিল ধরনের স্থান থাকে না দিঘা সমুদ্র সৈকতে। পর্যটকের আনাগোনায় দিঘায় বেড়েছে গাড়ির সংখ্যা। একদিকে পর্যটকদের গাড়ি অন্যদিকে দিঘায় টোটো অটো ছোট গাড়ির দৌরাত্ম্য! এবার সৈকত শহরে নিয়ন্ত্রণ ও পার্কিং নিয়ে কড়া পদক্ষেপ নিতে চলেছে দিঘা-শঙ্করপুর উন্নয়ন সংস্থা।
advertisement
আরও পড়ুন: নীলবাতি লাগানো গাড়িতে ওরা কারা! দিল্লি রোডে পুলিশ পৌঁছতেই খুলে গেল মুখোশ!
উল্লেখ্য, দিঘার রাস্তায় পর্যটকদের প্রচুর প্রাইভেট গাড়ি যেমন চলাচল করে, তেমনি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা অসংখ্য সরকারি- বেসরকারি বাসও চলে। তার সঙ্গে অগুনতি টোটো আর অটো – রাস্তায় নামে। এর ফলে ওল্ড দিঘা ও নিউ দিঘার রাস্তায় যানজট সমস্যা একটি রোজকার ঘটনা হয়ে দাঁড়িয়েছে। সঙ্গে যন্ত্রণা বাড়ায় যত্রতত্র বাইক, অটো, টোটো, প্রাইভেট গাড়ির পার্কিং। যানজট কাটতেই সময় লেগে যায়। এর ফলে সমস্যায় পড়তে হয় দিঘায় আসার পর্যটকদের পাশাপাশি স্থানীয় সাধারণ মানুষদের। যানজট এড়াতে কয়েক বছর আগে দিঘায় বাইপাস রাস্তা তৈরি হয়েছে। দিঘা হেলিপ্যাড ময়দানের কাছে পার্কিং জোন গড়ে তোলা হয়েছে। কিন্তু তা সত্ত্বেও যানজট নিয়ন্ত্রণে আসছে না তাই এবার কঠোর ব্যবস্থা নিতে চলেছে প্রশাসন।
আরও পড়ুন: বিয়ে করতে চলেছেন? হবু বর-বউদের কাছে বড় আবেদন নরেন্দ্র মোদির! বললেন ‘মন কি বাত’
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
এবার থেকে রাস্তার উপর বাইক, টোটো, অটো কিংবা অন্যান্য গাড়ি পার্কিং করা যাবে না। একইসঙ্গে রাস্তার উপর কোনও ইমারতি সামগ্রী ফেলে রাখা যাবে না। নিষেধাজ্ঞা জারি করেছে দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদ। নিষেধাজ্ঞা না মানলে নির্মাণ সামগ্রী বাজেয়াপ্ত করা হবে। এমনকি জরিমানা করা হবে বলেও জানানো হয়েছে। সম্প্রতি উন্নয়ন সংস্থার পক্ষ থেকে মাইকিং করে এবিষয়েও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এ বিষয়ে দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের আধিকারিক জানান, “যানজটমুক্ত এবং পরিচ্ছন্ন দিঘা গড়ে তুলতে বদ্ধপরিকর। সকলকে সচেতন করতে প্রাথমিকভাবে মাইকিং করা হয়েছে। নিষেধাজ্ঞা না মানলে কড়া পদক্ষেপ করা হবে।”
Saikat Shee