Narendra Modi on Marriage: বিয়ে করতে চলেছেন? হবু বর-বউদের কাছে বড় আবেদন নরেন্দ্র মোদির! বললেন 'মন কি বাত'
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Narendra Modi on Marriage: এখন বিদেশে গিয়ে বিয়ের প্রবণতা ক্রমেই বাড়ছে। পাত্র-পাত্রী ভারতীয় হয়েও বিয়ে করছেন বিদেশের মাটিতে। উচ্চবিত্ত তথা সেলিব্রিটিরাও বিয়ের জন্য বেছে নিচ্ছেন বিদেশের ডেস্টিনেশনকে।
নয়াদিল্লি: বিশ্ব অর্থনীতিতে ভারতকে উপরের সারিতে নিয়ে আসতে হবে, সেই কারণে দেশীয় ব্যবসার উন্নতি হওয়া বিশেষ জরুরি। দেশের ব্যবসায়ীদের উন্নতি ঘটলে এবং ব্যবসার উন্নতি হলেই দেশের অর্থনীতি চাঙ্গা হবে। তাই ‘ভোকাল ফর লোকাল’ (Vocal for Local)-এর উপর জোর দেওয়ার পাশাপাশি দেশবাসীর কাছে আবেদনও জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর মন কি বাত অনুষ্ঠানে সেই কারণেই হঠাৎ প্রধানমন্ত্রী মোদির মুখে বিয়ের প্রসঙ্গ। ডেস্টিনেশন ওয়েডিংয়ের যে ট্রেন্ড শুরু হয়েছে, সেই ট্রেন্ডের বিপরীতে মোদির প্রশ্ন, ”বিদেশে গিয়ে বিয়ে করার দরকারটা কী? আমাদের দেশের মাটিতে সমস্যাটা কোথায়?”
সারা দেশেই এখন বিয়ের মরসুম। সেই কথা তুলেই মোদি বলেন, ”ব্যবসায়ীদের কিছু সংগঠন হিসাব করে দেখেছে, বিয়ের মরসুমে সারা দেশে কেনাকাটা বাবদ প্রায় পাঁচ লক্ষ কোটি টাকার ব্যবসা হয়।” এরপরই প্রধানমন্ত্রীর পরামর্শ, ”যখন বিয়ের জন্য কেনাকাটা করবেন, তখন আপনাদের ভারতীয় পণ্যকেই গুরুত্ব দেওয়া উচিত।”
advertisement
advertisement
এখন বিদেশে গিয়ে বিয়ের প্রবণতা ক্রমেই বাড়ছে। পাত্র-পাত্রী ভারতীয় হয়েও বিয়ে করছেন বিদেশের মাটিতে। উচ্চবিত্ত তথা সেলিব্রিটিরাও বিয়ের জন্য বেছে নিচ্ছেন বিদেশের ডেস্টিনেশনকে। বিরাট কোহলি থেকে শুরু করে রণবীর-দীপিকা, অনেক সেলিব্রিটিও বিয়ে সেরেছেন বিদেশের মাটিতে। সেই কারণেই মোদির আর্জি, বিয়ে করুন বিদেশে। তাঁর প্রশ্ন, ”আজকাল কিছু পরিবার একটি নতুন পরিবেশে বিয়ে করার জন্য বিদেশে গিয়ে অনুষ্ঠান করছে। এটা কি আদৌ প্রয়োজন আছে?”
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
প্রধানমন্ত্রী মোদি দীপাবলি, ভাইফোঁটা এবং ছট পুজোয় দেশে বিপুল পরিমাণ ব্যবসা হওয়ার কথাও তুলে ধরেছেন এদিনের মন কি বাতে। তিনি জানান, এবার দেশবাসী দীপাবলি থেকে ভাইফোঁটা ও ছটপুজোয় ভোকাল ফর লোকাল মিশনে জোর দেওয়ায় দেশে ৪ লক্ষ কোটি টাকার ব্যবসা হয়েছে। যা দেশের অর্থনীতিকে শক্তিশালী করার ক্ষেত্রে বড় অবদান রেখেছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 26, 2023 7:17 PM IST